ভিন্নার্থক শব্দ গঠন (প্রিলি + রিটেন)

ভিন্নার্থক শব্দ গঠন (প্রিলি + লিখিত-৫)
চোখ
* চোখের চামড়া ⇨ লজ্জা
তোমার তো দেখছি চোখের চামড়া নেই।

* চোখ টাটানো⇨ ঈর্ষা
বাক্যঃ আমার ধন-সম্পদ দেখে তার শুধু চোখ টাটায়।

* চোখ রাঙানো⇨ রাগ দেখানো
বাক্যঃ আমাকে সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না।

* চোখ ফোটা⇨ জ্ঞান হওয়া/ সচেতন হওয়া
বাক্যঃ জ্ঞানী ব্যক্তির সাথে থাকলে চোখ ফুটবে।

* চোখ রাখা⇨ দৃষ্টি রাখা
বাক্যঃ চঞ্চল ছেলেটার দিকে একটু চোখ রেখো।

মাথা
* মাথা খাটানো ⇨ বুদ্ধি খাটানো
বাক্যঃ মাথা খাটিয়ে কাজ না করলে কাজে সফলতা আসবে না।

* মাথার দিব্যি⇨ শপথ নেওয়া
বাক্যঃ 

* মাধা ধরা⇨ রোগ বিশেষ
বাক্যঃ পরীক্ষার আগের রাতে টেনশনে অনেক পরীক্ষার্থীর মাথা ধরে।

* মাথা পিছু⇨ জনপ্রতি
বাক্যঃ পিকনিকে যাওয়ার জন্য মাথাপিছু ভাড়া ৫০০ টাকা নির্ধারিত হয়েছে।

* মাথা ব্যথা⇨ আগ্রহ
বাক্যঃ এ ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই।

* মাথা (প্রধান)
বাক্যঃ তিনিই এ গ্রামের মাথা।

* মাথা (সম্মান)
বাক্যঃ 

* মাথা (অঙ্গ)
বাক্যঃ 

পড়া
পড়া (অধ্যয়ন করা অর্থে)
বাক্যঃ

পড়া (ক্ষমা অর্থে)
বাক্যঃ

চোখে পড়া ( দেখা)
বাক্যঃ

গায়ে পড়া (অযাচিত)
বাক্যঃ

ফাঁদে পড়া (আটকে পড়া)
বাক্যঃ


হাত
* হাতা আসা⇨ দক্ষতা
বাক্যঃ কাজ করতে করতেই কাজে হাত আসবে।

* হাত গুটানো⇨ কার্যে বিরতি
বাক্যঃ হাত গুটিয়ে বসে আছ কেন?

* হাত ছাড়া⇨ হস্তচ্যুত
বাক্যঃ টাকাগুলো হাতছাড়া করো না

* হাতটান⇨ চুরি করা
বাক্যঃ কমলের হাত টানের অভ্যাস আছে।

* হাতযশ⇨ সুনাম
বাক্যঃ রান্নায় রহিমার হাতযশ আছে।

* হাত করা⇨ বশে আনা
বাক্যঃ রহিমকে আগে হাত করে নাও, তারপর অন্য চিন্তা।

* হাত ভারি⇨ কৃপণ
বাক্যঃ কায়সার এমন হাত ভারি লোক যে টাকা খরচ করতেই চায় না।

কান
* কানে খাটো⇨ কম শোনা
বাক্যঃ কথা একটু জোরে বলুন, সে কানে খাটো।

* কান খাড়া⇨ উৎকর্ণ
বাক্যঃ কথাগুলো শোনার জন্য সে কান খাড়া করে রাখল

* কান দেয়া⇨ শোনা
বাক্যঃ ও কথাই তুমি কান দিও না

* কানপাতা⇨ মনোযোগ
বাক্যঃ যা বলছি তা কান পেতে শোনো

* কান পাতলা⇨ অন্যের কথা যে সহজেই বিশ্বাস করে
বাক্যঃ কান পাতলা লোকের সাথে হিসাব করে কথা বলা উচিত।

কথা
* কথা ⇨ কাহিনী
বাক্যঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা কেউ ভুলবে না

* কথা রাখা⇨ অনুরোধ রাখা
বাক্যঃ রাশেদ আমার কথাটা রাখলেন।

* কথা দেয়া⇨ প্রতিশ্রুতি দেয়া
বাক্যঃ বিয়ের ব্যাপারে কনের বাবা পাকা কথা দিলেন

* কথা চলা⇨ প্রস্তাব হওয়া
বাক্যঃ রহিমার বিয়ের কথা চলছে।

* কথার কথা⇨ বাজে কথা
বাক্যঃ তুমি কিছু মনে করো না, এটা একটা কথার কথা।

মুখ
* মুখ করা⇨ গালমন্দ করা
বাক্যঃ শুধু শুধু ছেলেটার সাথে মুখ করছো কেন?

* মুখ তুলে চাওয়া⇨ অনুগ্রহ করা
বাক্যঃ খোদা মুখ তুলে চাইলে অবশ্যয় ব্যবসায়ে লাভ হবে।

* মুখ ধরা⇨ মুখের স্বাদ নষ্ট হওয়া
বাক্যঃ টক খেয়ে মুখ ধরে আসছে।

* মুখ রক্ষা করা⇨ সম্মান রক্ষা করা
বাক্যঃ এ ছেলে বংশের মুখ রক্ষা করবে।

কাঁচা
* কাঁচা বয়স⇨ অল্প বয়স
বাক্যঃ মেয়েটি কাঁচা বয়সে বিধবা হলো

* কাঁচা লেখা⇨ বাধুনিহীন
বাক্যঃ লিপিকার লেখা কাঁচা

* কাঁচা পয়সা⇨ নগদ উপার্জন
বাক্যঃ যুদ্ধের বাজারে রহিম কাঁচা পয়সা রোজগার করেছে।

* কাঁচা মাংস⇨ অসিদ্ধ মাংস
বাক্যঃ কাঁচা মাংস খাওয়া ভালো নয়।

* কাঁচা রং⇨ ক্ষণস্থায়ী রং
বাক্যঃ শাড়িটির রং কাঁচা

পাকা
* পাকা রং⇨ স্থায়ী রং
বাক্যঃ শাড়িটির রং পাকা।

* পাকা সোনা⇨ খাঁটি সোনা
বাক্যঃ গয়নাগুলো পাকা সোনার তৈরি।

* পাকা ডাক্তার⇨ অভিজ্ঞ ডাক্তার
বাক্যঃ করিম সাহেব একজন পাকা ডাক্তার।

* পাকা কথা⇨ চূড়ান্তা সিদ্ধান্ত
বাক্যঃ অবশেষে মেয়েটি পাকা কথা দিয়েছে।

* পাকা বন্দোবস্ত⇨ স্থায়ী বন্দোবস্ত
বাক্যঃ তিনি কোথায় থাকবেন তা পাকা বন্দোবস্ত করে এসেছেন।

* পাকা ⇨ দক্ষ
বাক্যঃ তিনি অঙ্কে পাকা।

* পাকা⇨ নিপুণ
বাক্যঃ তিনি একজন পাকা রাধুনি।

Comments