উন্নতজাতের বিভিন্ন ফসলের জাতসমূহ
উন্নতজাতের বিভিন্ন ফসলের জাতসমূহ
* ধান ⇨ হীরা, মালা, বিপ্লব, ব্রিশাইল, দুলাভোগ, ইরাটম, আশা, প্রগতি, মুক্তা, ময়না,
ব্রি হাইব্রিড দান-১, সোনার বাংলা-১, নারিকা-১, আলোক-৬২১০, সুপার রাইস
* গম ⇨ বলাকা, দোয়েল, শতাব্দী, অগ্রণী, সোনালিকা, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত
* ভুট্টা ⇨ বর্ণালী, শুভ্রা, উত্তরণ
* তেলবীজ ⇨ সফল, অগ্রণী, কিরণী, ডিএস-১
* তুলা ⇨ রূপালী, ডেলফোজ, সিবি-১০
* আলু ⇨ ডায়মন্ড, কার্ডিনেল, কুফরী, সিন্দুরী
* আম ⇨ মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, হাড়িভাঙ্গা
* তরমুজ ⇨ পদ্মা, মধুবালা, অশোক, সুলতানা, মোহিনী, বিশাল
* মরিচ ⇨ যমুনা
* টমেটো ⇨ বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
* বাঁধাকপি ⇨ গোল্ডেন ক্রস, কে ওয়াই ক্রস, গ্রিন এক্সপ্রেস, ড্রাম হেড, অ্যাটনাম-৭০
* বেগুন ⇨ শুকতারা, তারাপুরী, ইওরা
* তামাক ⇨ সুমাত্রা, ম্যানিলা
Comments