আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চুক্তি

ওজোনস্তর বিষয়ক চুক্তি (ভিম)
ভিয়েনা কনভেনশন
* ওজোনস্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন
* প্রতিষ্ঠিত হয় ⇨ ১৯৮৫ সালে
* কার্যকর হয় ⇨ ১৯৮৮ সাল
মন্ট্রিল প্রোটোকল
* ওজোনস্তরকে রক্ষা বিষয়ক প্রোটোকল
* প্রতিষ্ঠিত হয় ⇨ ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর
* কার্যকর হয় ⇨ ১৯৮৯ সালের ১ জানুয়ারি
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন সম্মেলন ও চুক্তি
ধরিত্রী দিবস
প্রতিষ্ঠিত হয় ⇨ ১৯৭০ সালের ২২ এপ্রিল

 
২০০৯ সালের ২২ এপ্রিল
রামসার কনভেনশন
জলাভূমি সংরক্ষণ
১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি
জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন
পরিবেশ বিষয়ক সম্মেলন
১৯৭২ সালের ৫-৬ জুন
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)
১৯৭২ সাল
শেখ হাসিনা কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার গ্রহণ
২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর
বিশ্ব জলবায়ু সম্মেলন
১৯৭৯ সাল
IPCC (UNEP + WMO)
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা
১৯৮৮ সাল
বাসেল কনভেনশন
ঝুঁকিপূর্ণ বর্জ্যের আন্তরাষ্ট্রীয় চলাচল ও অপসারণ সংক্রান্ত কনভেনশন
১৯৮৯ সালের ২২ মার্চ
ধরিত্রী সম্মেলন
১৯৯২ সালের ৩-১৪  জুন
এজেন্ডা ২১
১৯৯২ সালের ৩-১৪  জুন
বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন (WSSD)
২০০২ সাল
টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (UNCSD)
২০১২ সাল
COP-1
১৯৯৫ সাল
COP-15
২০০৯ সাল
কোপেনহেগেন সম্মেলন
২০০৯ সাল
সবুজ তহবিল গঠনের অঙ্গীকার
২০০৯ সাল
COP-16
২০১০ সাল
সবুজ জলবায়ু তহবিল (Green Climate Fund-GCF)
২০১০ সাল
COP-21
২০১৫ সাল
জলবায়ু পরিবেশ বিষয়ক প্যারিস চুক্তি
২০১৫ সাল
২০১৬ সালের ৪ নভেম্বর
প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর
২০১৬ সালের ২২ এপ্রিল
Cop-27
প্রতিপাদ্য বিষয়⇨ Delivering for people and the planet
স্থান⇨ মিসরের উপকূলীয় সবুজ শহর শার্ম আল-শেখর রেড সি রিসোর্ট
সভাপতি ⇨ মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি
অংশগ্রহণকারী দেশের সংখ্যা ⇨ ১১০ টি
প্রতিশ্রুতি ⇨ ২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ কার্বন নিঃসরণ কমানো
কিয়োটো প্রোটোকল
বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি
১৯৯৭ সালের ১১ ডিসেম্বর
২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি
জলবায়ু পরিবর্তন আইন
২০০৮ সাল
দোহা সম্মেলন
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন
২০১২ সাল
কার্টাগোনা প্রোটোকল
জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
২০০০ সালের ২৯ জানুয়ারি
২০০৩ সালের ১১ সেপ্টেম্বর
Vulnerable 20- (V20)
জোট
২০১৫ সালের ৮ অক্টোবর
Fridays for Future 
পরিবেশবাদী আন্দোলন
২০১৮ সালের ২০ আগস্ট

Comments