আন্তর্জাতিক পুরস্কার_যেখান থেকে প্রদান করা হয়
* নোবেল পুরস্কার প্রদান করা হয় ⇨ সুইডেন থেকে
* রামোন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় ⇨ ফিলিপাইন থেকে
* মিলেনিয়াম শান্তি পুরস্কার প্রদান করা হয় ⇨ UNDP থেকে
* শাখারভ পুরস্কার প্রদান করা হয় ⇨ ইউরোপীয় পার্লামেন্ট থেকে
* নাইটিঙ্গেল পুরস্কার প্রদান করা হয় ⇨ আন্তর্জাতিক রেডক্রস কমিটি থেকে
* বুকার পুরস্কার প্রদান করা হয় ⇨ ব্রিটিশ সাহিত্য পুরস্কার থেকে
* আগা খান পুরস্কার প্রদান করা হয় ⇨ আগা খান ট্রাস্ট ফর কালচার থেকে
* পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় ⇨ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে
* অস্কার পুরস্কার/ একাডেমি পুরস্কার প্রদান করা হয় ⇨ মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউড থেকে
Comments