আবিষ্কার/জনক/প্রতিষ্ঠাতা (Computer and ICT)

* প্রাচীনতম গণনা যন্ত্র ⇨  Abacus
* বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর ⇨ Stepped Reckoner (আবিষ্কারকঃ Gottfried Bon Leibnitz)
* সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর ⇨ টমাস এরিথোমিটার (আবিষ্কারকঃ টমাস দ্য কলমার)
* সর্বপ্রথম আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যযুক্ত কম্পিউটার ⇨ Analytical Engine (চার্লস ব্যাবেজ)
* পৃথিবীর প্রথম গণনাযন্ত্র ⇨ Mark-1
* পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র ⇨ Electro-Mechanical Computer (Dr. Howard Aeiken)
* প্রথম পূর্নাঙ্গ বা সফল ইলেক্ট্রনিক কম্পিউটার ⇨ ENIAC
* প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট কম্পিউটার ⇨ EDSAC
* বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার ⇨ ABC (Atanosoff Berry Computer)
* বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার ⇨ UNIVAC
* বিশ্বের প্রথম Micro Computer ⇨ Altair 880

* ইন্টারনেটের জনক ⇨  Vinton Gray Cerf
* World Wide Web (WWW) এর জনক ⇨ টিম বার্নার্স লি
* Email এর জনক ⇨ রেমন্ড স্যামুয়েল টমলিনসন
* Mouse আবিষ্কার করেন ⇨ডগলাস এঞ্জেলবার্ট
* Father of Artificial Intelligence ⇨ John McCarthy
* Microcomputer এর জনক ⇨  Henry Edward Robert

* Hotmail সেবা চালু করেন ⇨ Sabeer vatia ও Jack Smith
* আমাজন এর প্রতিষ্ঠাতা ⇨ জেফ বেজোস
* আলিবাবা এর প্রতিষ্ঠাতা ⇨ জ্যাক মা
* Zoom app এর প্রতিষ্ঠাতা ⇨ Eric Yuan
* Wikipedia এর প্রতিষ্ঠাতা ⇨ জিমি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার
* IBM এর প্রতিষ্ঠাতা ⇨ হ্যারম্যান হলিরিথ
* Microsoft এর প্রতিষ্ঠাতা ⇨ বিল গেটস ও পল অ্যালেন
* Google এর প্রতিষ্ঠাতা ⇨ ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
* Yahoo এর প্রতিষ্ঠাতা ⇨ ডেভিড ফিলো ও জেরি ইয়াং
* Intel corporation এর প্রতিষ্ঠাতা ⇨ রবার্ট নয়েস, গর্ডন মুর ও এন্ড্রু গুড
* Apple এর প্রতিষ্ঠাতা ⇨ স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন ও স্টিভ ওজনিয়াক
* Oracle এর প্রতিষ্ঠাতা ⇨ Larry Ellision, Bob Miner ও Ed Oates
* বাংলাদেশের প্রথম Programer ⇨ হামিদ উদ্দিন মিয়া
* পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার ⇨ অ্যাডা অগাস্ট ল্যাভলেস
* SWIFT এর প্রতিষ্ঠাতা ⇨ Carl Reuterskiod

* Cut, Copy, Paste ফাংশনের জনক ⇨ কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার

Comments