বিভিন্ন খাতে বাংলাদেশ সরকারের বাজেট বরাদ্দ

মোট বাজেট বরাদ্দ
২০২৪-২৫ অর্থবছরে বাজেট বরাদ্দ ⇨ ৭,৯৭,০০০ কোটি টাকা
২০২৩-২৪ অর্থবছরে বাজেট বরাদ্দ  ⇨ ৭,৬১,৭৮৬ কোটি টাকা
২০২২-২৩ অর্থবছরে বাজেট বরাদ্দ ⇨ ৬,৭৮,০৬৪ কোটি টাকা
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ⇨ ৬,০৩,৬৮১ কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরে জেন্ডার বাজেট  ⇨  কোটি টাকা
২০২২-২৩ অর্থবছরে জেন্ডার বাজেট ⇨ ৪২৯০ কোটি টাকা
২০২১-২২ অর্থবছরে জেন্ডার বাজেট ⇨ ৪১৯১ কোটি টাকা০

 বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ (২৩-২৪) ⇨ ২,৬৩,০০০ কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ (২২-২৩) ⇨ ২,৪৬,৬৬.০৯ কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ (২১-২২) ⇨ ২,২৫,৩২৪ কোটি টাকা

দারিদ্র্য বিমোচনে সামাজিক খাতে বরাদ্দ (২৩-২৪) ⇨ ১,২৬,২৭২ কোটি টাকা (মোট বাজেটের ১৬.৫৮ শতাংশ এবং মোট জিডিপির ২.৫২ শতাংশ)
দারিদ্র্য বিমোচনে সামাজিক খাতে বরাদ্দ (২২-২৩) ⇨ ১,১৩,৫৭৬ কোটি টাকা
দারিদ্র্য বিমোচনে সামাজিক খাতে বরাদ্দ (২১-২২) ⇨১,০৭,৬১৪ কোটি টাকা

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ
২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ⇨ ৯৪,৭১০ কোটি টাকা
শিক্ষা খাতে বরাদ্দ (২৩-২৪) ⇨ ৮৮,১৬২ কোটি টাকা (মোট বাজেটের ১১.৬ শতাংশ)
শিক্ষা খাতে বরাদ্দ (২২-২৩) ⇨ ৭০,৫০৭ কোটি টাকা
শিক্ষা খাতে বরাদ্দ (২১-২২) ⇨ ৭৯৫৩ কোটি টাকা

বাজেট বরাদ্দ ২০২৩-২৪
বাজেট বরাদ্দ (২৩-২৪) ⇨, ৭,৬১,৭৮৬ কোটি টাকা
জিডিপির লক্ষ্যমাত্রা ⇨ 
জেন্ডার বাজেট (২৩-২৪) ⇨  কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ (২৩-২৪) ⇨ ২,৬৩,০০০ কোটি টাকা
দারিদ্র্য বিমোচনে সামাজিক খাতে বরাদ্দ (২৩-২৪) ⇨ ১,২৬,২৭২ কোটি টাকা (মোট বাজেটের ১৬.৫৮ শতাংশ এবং মোট জিডিপির ২.৫২ শতাংশ)
শিক্ষা খাতে বরাদ্দ (২৩-২৪) ⇨ ৮৮,১৬২ কোটি টাকা (মোট বাজেটের ১১.৬ শতাংশ)


জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ⇨ ৭.৫ শতাংশ
মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ⇨ ৬ শতাংশ
পরিচালনসহ অন্যান্য খাতের ব্যয়ের লক্ষ্যমাত্রা ⇨ ৪,৩৬,২৪৭ কোটি টাকা
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ⇨ ৫,০০,০০০ কোটি টাকা
 জাতীয় রাজস্ববোর্ডের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা ⇨ ৪,৩০,০০০ কোটি টাকা
 অন্যান্য সূত্র থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ⇨ ৭০,০০০ কোটি টাকা
বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা ⇨ ২,৬১৭৮৬ কোটি টাকা (জিডিপির ৫.২ শতাংশ)
ঘাটতি অর্থায়নে,
*  বৈদেশিক ঋণ থেকে আহরণের লক্ষ্যমাত্রা ⇨ ১,০৬,৩৯০ কোটি টাকা
* অভ্যন্তরীণ উৎস্য থেকে আহরণের লক্ষ্যমাত্রা ⇨ ১,৫৫,৩৯৫ কোটি টাকা

অভ্যন্তরীণ উৎসের মধ্যে,
* ব্যাংক ব্যবস্থা থেকে আহরণের লক্ষ্যমাত্রা ⇨ ২,৩২,৩৯৫ কোটি টাকা
* সঞ্চয়পত্র থেকে আহরণের লক্ষ্যমাত্রা ⇨ ১৮,০০০ কোটি টাকা
* ব্যাংকবহির্ভূত উৎস থেকে আহরণের লক্ষ্যমাত্রা ⇨ ২৩,০০০ কোটি টাকা
* অন্যান্য খাত থেকে আহরণের লক্ষ্যমাত্রা ⇨ ৫০০০ কোটি টাকা

Comments