করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাফল্য

করোনার মধ্যে মুদ্রাস্ফীতির স্থিতিশীলতা ⇨ ৫.৩ শতাংশ
বৈদেশিক রিজার্ভ ⇨ ২০২০-২১ শেষে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার
মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা ⇨ ২৮ টি
মোট প্রণোদনা প্যাকেজের পরিমাণ ⇨ ১,৮৭,৬৭৯ কোটি টাকা  যা জিডিপির ৪.৩ শতাংশ
২০২২ সালে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ⇨ ২,৫৭,২৫০ কোটি টাকা
২০২১-২২ এ করোনার জন্য বরাদ্দ করা হয়েছে ⇨ ১০,০০০ কোটি টাকা
কৃষিখাতে ঘোষিত তহবিলের পরিমাণ ⇨ ৫০০০ কোটি টাকা
কৃষি মন্ত্রণালয়ে বরাদ্দের পরিমাণ ⇨ ১০০ কোটি টাকা
স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ ⇨৭৫০ কোটি টাকা

পরিবারপ্রতি নগদ সহায়তা
নগদ সহায়তাপ্রাপ্ত পরিবারের সংখ্যা ⇨ ৫০ লাখ পরিবার
নগদ সহায়তার পরিমাণ ⇨ ১২৫০ কোটি টাকা
প্রতি পরিবারকে নগদ সহায়তার পরিমাণ ⇨ ২৫০০ টাকা

ব্যাংকিং খাতে তহবিল প্রদানের ঘোষণা
মোট প্রতিষ্ঠান ⇨ ৪ টি (পল্লী সঞ্চয় ব্যাংক, PKB, কর্মসংস্থান ব্যাংক, PSF)
মোট তহবিলের পরিমাণ ⇨ ২০০০ কোটি টাকা
প্রত্যেক প্রতিষ্ঠানকে প্রদানকৃত তহবিলের পরিমাণ ⇨ ৫০০ কোটি টাকা
উদ্দেশ্য ⇨ প্রবাসী কর্মহীন বেকার ও গ্রামের মানুষকে ঋণ সহায়তা যোগানো

রেমিট্যান্স প্রণোদনার শর্ত শিথিলকরণ
২০১৯-২০ অর্থবছর থেকে রেমিট্যান্স প্রবাহে প্রণোদনার হার ⇨ ২ শতাংশ
বিনা শর্তে কোন ধরণের কাগজপত্র ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে প্রণোদনা প্রদান করা যাবে
পূর্বে এর পরিমাণ ছিল ⇨ দেড় লাখ টাকা পর্যন্ত
প্রণোদনা পেতে প্রাপককে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের সময় বৃদ্ধি করা হয়েছে ⇨ ২ মাস পর্যন্ত
পূর্বে সময়সীমা ছিল ⇨ ১৫ দিন

সরকারের প্রতিরোধমূলক পদক্ষেপ
* National Preparedness and Response Plan for Covid-19 প্রণয়ন
* প্রধানমন্ত্রীর ছয় দফা প্রস্তাব
* সংকটকালীন প্রধানমন্ত্রীর পাঁচ অগ্রাধিকারঃ
⇨ বন্যা মোকাবেলায় বিশেষ প্রস্তুতি
⇨ করোনার মধ্যে বিদেশি বিনিয়োগ আনার তাগিদ
⇨ করোনা মোকাবেলায় সার্বক্ষণিক তদারকি
⇨ দুর্নীতির বিরুদ্ধে লড়াই

কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচি
টিকা প্রদানের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ⇨ ৩১ তম
দৈনিক টিকা দেয়ার সংখ্যা (স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন) ⇨ প্রায় ২ লাখ ২৫ হাজার
প্রতিমাসে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ⇨ অন্তত ১ কোটি টিকা

Comments