বিশ্বের গুরুত্বপূর্ণ উপদ্বীপসমূহ

আরব উপদ্বীপ
আরবি 'জাজিরাতুল আরব' শব্দের অর্থ 'আরবদের দ্বীপ। প্রকৃতপক্ষে এটি একটি উপদ্বীপ
আরব উপদ্বীপ এশিয়ার পশ্চিমাংশে অবস্থিত।
এটি পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ

ইতালিয়ান উপদ্বীপ
ভূমধ্যসাগরে অবস্থিত।
ইতালিয়ান উপদ্বীপের দেশসমূহ- ইতালি, ভ্যাটিক্যান সিটি, সানম্যারিনো
উল্লেখয়, ইতালি নিজেই একটি উপদ্বীপ যা ভূমধ্যসাগরে অবস্থিত।

কোরীয় উপদ্বীপ
উপদ্বীপটি জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত।

সিনাই উপদ্বীপ
ত্রিভুজাকৃতির একটি উপদ্বীপ।
মিশের সবচেয়ে পূর্বে পূর্বে অবস্থিত।
এটি কার্যত আফ্রিকা ও এশিয়ার মধ্যে ভূমি সেতুর কাজ করে।

জাফনা উপদ্বীপ
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয়,প্রদেশে অবস্থিত।
তামিল অধ্যুষিত একটি উপদ্বীপ।
'এলিফ্যান্ট পাস' কে জাফনা উপদ্বীপের প্রবেশদ্বার বলা হয়।

ইবেরিয়ান উপদ্বীপ
ইউরোপের দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপ।
ইবেরিয়ান উপদ্বীপের দেশসমূহ- স্পেন, পর্তুগাল, এন্ডোরা

বলকান উপদ্বীপ
ইউরোপের বৃহত্তম উপদ্বীপ।

Comments