মানচিত্র
* প্রায় ৩০০০ বছর পূর্বে মিশরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন।
* পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে।
* সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন জেমস রেনেল।
মানচিত্রের প্রকারভেদ
কার্যের উপর ভিত্তি করে মানচিত্র প্রধানত দুই প্রকার। যথাঃ-
১) প্রাকৃতিক মানচিত্র
২) সাংস্কৃতিক মানচিত্র
Comments