বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ
ভোলা দ্বীপ
⇨ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ।
⇨ আয়তন ১৪৪১ বর্গকিলোমিটার
⇨ দ্বীপটির পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর
⇨ মেঘনা নদীর মোহনায় অবস্থিত।
⇨ বাংলাদেশের একমাত্র দ্বীপজেলা।
⇨ পর্যটন শিল্ওের প্রচারার্থে ভোলা জেলার নিজস্ব ব্রান্ডিংয়ের জন্য দ্বীপটির নাম "বাংলাদেশের দক্ষিণের রানি" নামকরণ করা হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপ
⇨ বঙ্গোপসাগরে অবস্থিত।
⇨ কক্সবাজার জেলায় অবস্থিত।
⇨ আয়তন ৮ বর্গকিলোমিটার।
⇨ বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ।
⇨ টেকনাফ সমুদ্র উপকূল হতে ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মুখে অবস্থিত।
⇨ স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা
⇨ দ্বীপটির দক্ষিণাংশ ছেঁড়া দ্বীপ নামে পরিচিত যা বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান।
⇨ টেকমাফ হতে সেন্টমার্টিন দ্বীপে চলাচলকারী জাহাজ হচ্ছে কেয়ারি সিন্দাবাদ।
⇨ বাংলাদেশের সমুদ্রসীমায় এখন পর্যন্ত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপের উপস্থিতির তথ্য পাওয়া গেছে যার মধ্যে অলিভ রিডলে, গ্রিন টারটল ও হকসিবল-এই তিন প্রজাতির কচ্ছপ কক্সবাজার উপকূলে ডিম পাড়তে আসে।
নিঝুম দ্বীপ
⇨ মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের হাতিয়া নামক স্থানে অবস্থিত।
⇨ নোয়াখালী জেলায় অবস্থিত।
⇨ আয়তন ৯১ বর্গকিলোমিটার
⇨ নামকরণের কারণঃ ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে এ দ্বীপের অধিকাংশ বাসিন্দা নিহত হয়। এ কারণে দ্বীপটির নামকরণ করা হয় নিঝুম দ্বীপ।
⇨ দ্বীপটির পূর্বনাম বাউলার চর বা বালুয়ার চর।
⇨ মৎস্য আহরণ, অতিথি পাখির আগমনের জন্য দ্বীপটি বিখ্যাত।
দক্ষিণ তালপট্টি দ্বীপ
⇨ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি দ্বীপ।
⇨ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত।
⇨ সাতক্ষিরা জেলায় অবস্থিত
⇨ দ্বীপটির অন্যনাম পূর্বাশা
⇨ ভারত দ্বীপটির নামকরণ করেছিল 'নিউমুর'
⇨ ২০১০ সালের মার্চ মাসে দ্বীপটি তলিয়ে যায়।
মহেশখালী দ্বীপ
⇨ বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ
⇨ কক্সবাজার জেলায় অবস্থিত।
⇨ আয়তন ৩৬২ বর্গকিলোমিটার
⇨ বিখ্যাত 'আদিনাথ মন্দির' এই দ্বীপে অবস্থিত।
সোনাদিয়া দ্বীপ
⇨ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত।
⇨ আয়তন ৭ বর্গকিলোমিটার
⇨ মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য বিখ্যাত।
⇨ সরকার এই দ্বীপে গভীর সমুদ্রবন্রদর নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে।
সন্দীপ
⇨ চট্টগ্রাম জেলায় অবস্থিত।
⇨ আয়তন ৭৬২ বর্গকিলোমিটার
⇨ দ্বীপটিতে প্রাচীনকালে জাহাজ তৈরি করা হতো।
কুতুবদিয়া দ্বীপ
⇨ কক্সবাজার জেলায় অবস্থিত।
⇨ এই দ্বীপে রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাতিঘর রয়েছে।
মনপুরা দ্বীপ
⇨ ভোলা জেলায় অবস্থিত।
⇨ আয়তন ৩৭৩ বর্গকিলোমিটার
⇨ পর্তুগিজরা এই দ্বীপে বসবাস করতো।
হাতিয়া দ্বীপ
⇨ নোয়াখালী জেলায় অবস্থিত।
Comments