রূপকল্প ২০২১

রূপকল্প ২০২১ এর অন্যতম লক্ষ্যসমূহঃ
২০১০ সেলর মধ্যে ⇨ প্রাথমিক স্তরে নীট ভর্তির হার ১০০% করা
২০১১ সালের মধ্যে ⇨ নিরাপদ সুপেয় পানীয় জলের ব্যবস্থা করা
২০১২ সালের মধ্যে ⇨ খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করা
২০১৩ সালের মধ্যেঃ 
⇨ স্বাস্থ্য সম্মত নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা
⇨ ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা
⇨ মাধ্যমিক স্তরে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা
২০১৪ সালের মধ্যে ⇨ নিরক্ষরমুক্ত বাংলাদেশ নিশ্চিত করা
২০১৫ সালের মধ্যে ⇨ আবাসন ব্যবস্থা করা
২০২১ সালের মধ্যেঃ 
⇨ কৃষিতে অবদান ২২ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা
⇨ শিল্প খাতে অবদান ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করা
⇨ সেবা খাতে অবদান ৫০ শতাংশ থেকে ৪৫ শতাংশে নামিয়ে আনা
⇨ কৃষিতে শ্রমশক্তির পরিমাণ ৪৮ থেকে ৩০ শতাংশে নামিয়ে আনা
⇨ শিল্পে শ্রমশক্তির পরিমাণ ১৬ থেকে ৪৫ শতাংশে উন্নীত করা
⇨ সেবা খাতে শ্রমশক্তির পরিমাণ ৩৬ থেকে ৪৫ শতাংশে উন্নীত করা

⇨ দারিদ্র্যের হার ১৫ শতাংশে নামিয়ে আনা
⇨ পুষ্টি-চাহিদা ৮৫ শতাংশ নাগরিকের নিশ্চিত করা
⇨ দৈনিক ২১২২ কিলোক্যালরি নিশ্চিত করা
⇨ সংক্রামক ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা
⇨ গড় আয়ুষ্কাল ৭০ এ উন্নীত করা
⇨ শিশু মৃত্যুহার ৫৮ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা
⇨ মাতৃমৃত্যু হার ৩.৮ থেকে ১.৫ শতাংশে নামিয়ে আনা
⇨ প্রজনন নিয়ন্ত্রণ ৮০ শতাংশে উন্নীত করা
⇨ বেকারত্বের হার ৪০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা
⇨ চরম দারিদ্র্য সম্পূর্ণরূপে নির্মূল করা

ভিশন ২০২১ এর প্রথম ও প্রধান পদক্ষেপ হচ্ছে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা

Comments