বাংলাদেশের মৎস্য সম্পদ

মৎস্য সম্পদ
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে "বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরে মোট মৎস্য উৎপাদন হয়েছে ⇨ ৪৭.৫৯ লক্ষ মেট্রিক টন (২০১০-১১ এর তুলনায় ১.৫৬ গুণ বেশি)
২০১০-১১ অর্থবছরে মোট মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৩০.৬২ লক্ষ মেট্রিক টন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার The State of World Fisheries and Aquaculture 2022 এর প্রতিবেদন অনুযায়ী,
অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ⇨ ৩য়
বদ্ধ জলাশয়ে চাষকৃত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ⇨ ৫ম
সামুদ্রিক ক্রাস্টাশিয়ান্স ও ফিনফিস উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ⇨ ৮ম
উপকূলীয় ক্রাস্টাশিয়ান্স ও ফিনফিস উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ⇨ ১১তম
বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১ টি দেশের মধ্য বাংলাদেশের অবস্থান ⇨ ১ম
তেলাপিয়া উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ⇨ ৪র্থ (এশিয়ার মধ্যে ৩য়)

২০২২-২৩ অর্থবছরে প্রক্ষেপিত মৎস্য উৎপাদনের পরিমাণঃ 
মোট মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৪৭.৮১ লক্ষ মেট্রিক টন
মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৭.০৬ লক্ষ মেট্রিক টন
মোট অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৪০.৭৫ লক্ষ মেট্রিক টন
অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ১৩.২৯ লক্ষ মেট্রিক টন
অভ্যন্তরীণ চাষকৃত মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ২৭.৪৬ লক্ষ মেট্রিক টন


২০২১-২২ অর্থবছরে মৎস্য উৎপাদনের পরিমাণঃ
মোট মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৪৭.৫৯ লক্ষ মেট্রিক টন
মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৭.০৬ লক্ষ মেট্রিক টন
মোট অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৪০.৫৩ লক্ষ মেট্রিক টন
অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ১৩.২২ লক্ষ মেট্রিক টন
অভ্যন্তরীণ চাষকৃত মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ২৭.৩১ লক্ষ মেট্রিক টন

২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদনের পরিমাণ
মোট মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৪৬.২১ লক্ষ মেট্রিক টন
মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৭৬.৮১ লক্ষ মেট্রিক টন
মোট অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৩৯.৪০ লক্ষ মেট্রিক টন
অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ১৩.০১ লক্ষ মেট্রিক টন
অভ্যন্তরীণ চাষকৃত মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ২৬.৩৯ লক্ষ মেট্রিক টন

২০১৯-২০ অর্থবছরে মৎস্য উৎপাদনের পরিমাণ
মোট মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৪৫.০৩ লক্ষ মেট্রিক টন
মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৬.৭১ লক্ষ মেট্রিক টন
মোট অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৩৮.৩২ লক্ষ মেট্রিক টন
অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ১২.৪৯ লক্ষ মেট্রিক টন
অভ্যন্তরীণ চাষকৃত মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ২৫.৮৩ লক্ষ মেট্রিক টন

মাছের রেণু ও পোনা উৎপাদন
পোনার চাহিদা পূরণে বর্তমানে দেশে ১৪৩ টি সরকারিবমৎস্য বীজ উৎপাদন খামারের পাশিপাশি বেসরকারি উদ্যোগে ১১৯০ টি খামার পরিচালিত হচ্ছে
বর্তমান দেশে ১৭,৪৭৮ টি বেসরকারি নাট্সারি পরিচালিত হচ্ছে।

ইলিশ উৎপাদন
বাংলাদেশের মোট উৎপাদিত মাছের ১২.২২ শতাংশ আসে ইলিশ থেকে।
দেশের প্রায় ৬ লক্ষ লোক প্রত্যক্ষভাবে এবং ২৫ লক্ষ লোক পরোক্ষভাবে ইলিশ সম্পর্কিত কার্যক্রমের সঙ্গে জড়িত।
বাংলাদেশ বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশের অধিক ইলিশ উৎপাদন করে থাকে

২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ⇨ ৫.৬৭ লক্ষ মেট্রিক টন (২০১০-১১ এর তুলনায় ৬৬.৭৬ শতাংশ বেশি)
২০১০-১২ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ⇨ ৩.৪০ লক্ষ মেট্রিক টন

জাটকা রক্ষা ও ইলিশ সংরক্ষণ কর্মসূচি
⇨ Hilsha Fisheries Management Action Plan প্রণয়ন ও বাস্তবায়ন
⇨ বঙ্গোপসাগরের ৭০০০ বর্গ কিমি ইলিশের প্রজনন এলাকা চিহ্নিতকরণ
⇨ নিঝুম দ্বীপ সংলগ্ন ৩১২৮ বর্গ কিমি এলাকা মেরিন রিজার্ভ ঘোষণা
⇨ ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুমে ইলিশ আহরণের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ
⇨ জাটকা সংরক্ষণের নিমিত্ত জাটকা আহরণের ওপর ৮ মাস (নভেমৃবর-জুন) নিষেধাজ্ঞা আরোপ
⇨ বঙ্গোপসাগরের সব ধরণের মাছ আহরণের ওপর ৬৪ দিনের নিষেধাজ্ঞা আরোপ
⇨ Vulnerable Group Feeding এবং Alternative Income Generation এর মাধ্যমে ইলিশ জেলেদের জীবিকায়নের ব্যবস্থা করা

সামুদ্রিক মৎস্য উৎপাদন
* ২০২২-২৩ অর্থবছর মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৭.০৬ লক্ষ মেট্রিক টন (প্রক্ষেপিত)
* ২০২১-২২ অর্থবছর মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৭.০৬ লক্ষ মেট্রিক টন
* ২০২০-২১ অর্থবছর মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৬.৮১ লক্ষ মেট্রিক টন
* ২০১৯-২০ অর্থবছর মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৬.৭১ লক্ষ মেট্রিক টন
* ২০১৮-১৯ অর্থবছর মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৬.৬০ লক্ষ মেট্রিক টন
* ২০১৭-১৮ অর্থবছর মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৬.৫৫ লক্ষ মেট্রিক টন
* ২০১৬-১৭ অর্থবছর মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৬.৩৭ লক্ষ মেট্রিক টন
* ২০১৫-১৬ অর্থবছর মোট সামুদ্রিক মৎস্য উৎপাদনের পরিমাণ ⇨ ৬.২৬ লক্ষ মেট্রিক টন

সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা
⇨ অবৈধ্য, অনুল্লিখিত ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ রোধে National Plan of Action বাস্তবায়ন করা হয়েছে
⇨ বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন এবং সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য প্রতি বছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন মাছ আহরণ নিষিদ্ধ ঘোষিত হয়েছে
⇨ সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবহার এবং ব্যবস্থাপনাসহ সামগ্রিক পরিকলৃপনা প্রনয়ন এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে তৈরী করা হচ্ছে Marine Spatial Planning

Comments