বিশ্বের ছিদ্রায়িত রাষ্ট্র

যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র অবস্থিত, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে।
পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে ২টি। যথা-
১) ইতালি 
২) দক্ষিণ আফ্রিকা

ইতালির অভ্যন্তরে অবস্থিত দেশসমূহঃ
⇨ সানম্যারিনো
⇨ ভ্যাটিকান সিটি

দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে অবস্থিত দেশঃ
⇨ লেসেথো

সুতরাং পৃথিবীতে মাত্র তিনটি দেশ রয়েছে যেগুলো অন্য একটি দেশ দ্বারা সম্পূর্ণরূপে পরিবেষ্টিত। যথা-
১) সানম্যারিনো
২) ভ্যাটিকান সিটি
৩) লেসেথো

Comments