বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধুর জন্মস্থানঃ গোপালগঞ্জের মহকুৃমার টুঙ্গীপাড়া গ্রাম (তৎকালীন ফরিদপুর জেলা, বর্তমান গোপালগঞ্জ জেলা)
জন্মতারিখ ⇨ ১৯২০ সালের ১৭ মার্চ
বঙ্গবন্ধুর বাবা ⇨ শেখ লুৎফর রহমান
বঙ্গবন্ধুর মাতা ⇨ সায়েরা খুতুন
শেখ লুৎফর রহমান এন্ট্রাস পাশ
শেখ ফজিতাতুন্নেসা রেণু জন্মগ্রহণ করেন ⇨ ১৯৩০ সালে
শেখ ফজিলাতুন্নেসা রেণুর পিতার নাম ⇨ শেখ জহুরুল হক
শেখ মুজিব প্রাইমারি স্কুলে ভর্তি হন ⇨ ১৯২৭ সালে
গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলটির প্রতিষ্ঠাতা⇨ শেখ আবদুর রশিদ
শেখ মুজিবের বি.এ পরীক্ষায় উত্তীর্ণ পাঠ্য বিষয় ছিল⇨ ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সময় ইত্তেহাদ পত্রিকার প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করেন।
শেখ হাসিনা জন্মগ্রহণ করেন ⇨ ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর
শেখ হাসিন ম্যাট্রিক পাশ করেন ⇨ আজিমপুর গার্লস স্কুল থেকে
শেখ জামাল জন্মগ্রহণ করেন ⇨, ১৯৫৪ সালে
শেখ রেহেনা জন্মগ্রহণ করেন ⇨ ১৯৫৫ সালের ১০ সেপ্টেম্বর
শেখ রাসেল জন্মগ্রহণ করেন ⇨ ১৯৬৪ সালে

রাজনৈতিক জীবনপ্রবাহ
* পূর্ববঙ্গ প্রাদেশিক আইন পরিষদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল⇨ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
* যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করেন ⇨ ১৯৫৪ সালের ১৫ মে
* পাকিস্তান সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ও পুর্ব বাংলায় গভর্নরের শাসন প্রবর্তন করে ⇨ ৯২ক ধারা প্রয়োগ করে ⇨ ১৯৫৪ সালের ২৯ মে
* ১৯৫৬ সালে আওয়ামী লীগ, কংগ্রেস, তফসিলি ফেডারেশন ও গণতন্ত্রী পার্টি সরকার গঠন করলে সে সরকারে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ⇨ আতাউর রহমান খান
* শেখ মুজিব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ⇨ ১৯৫৭ সালে
* শেখ মুজিব যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রিত্ব ছেড়ে দেন ⇨ ১৯৫৭ সালে
* শেখ মুজিবুর রহমানকো বঙ্গবন্ধু  উপাধী দেওয়া হয় ⇨ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
* বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় ⇨ ১৯৭১ সালের ৩ মার্চ
* শেখ মুজিব তার রাজনৈতিক জীবনে কারাভোগ করেন ⇨ প্রায় ১৪ বছর
* স্বদেশ প্রত্যাবর্তনের সময় বঙ্গবন্ধু ব্রিটিশ রাজকীয় কমেট বিমানে দিল্লি হয়ে ঢাকায় আসেন।

স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধুর শাসনামল (১৯৭২-১৯৭৫)
* অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় ⇨ ১৯৭২ সালের ১১ জানুয়ারি
* বঙ্গবন্ধু প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের নিকট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন⇨ ১৯৭২ সালের ১২ জানুয়ারি
* যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট এডওয়ার্ড কেনেডি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে ধানমন্ডির ৩২ নং বাসায় এসেছিলেন ⇨ ১৯৭২ সালে
* বঙ্গবন্ধু স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ⇨ ১৯৭২ সালে
* বঙ্গবন্ধু সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ আইন-১৯৭২ জারি করে ⇨ ১৯৭২ সালে
* বঙ্গবন্ধু সরকার বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ড (Bangladesh Women's Rehabilitation Board) গঠন করে ⇨ ১৯৭২ সালে
* রাষ্ট্রপতি ত্রাণ ও কল্যাণ তহবিল গঠিত হয় ⇨ ১৯৭২ সালে
* বঙ্গবন্ধু কুদরত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করেন ⇨ ১৯৭২ সালের ২৬ শে জুলাই
* বঙ্গবন্ধু ঐতিহাসিক সোভিয়েত ইউনিয়ন সফর করেন ⇨ ১৯৭২ সালে
* বাংলাদেশ সোভিয়েত রাশিয়ার কাছ থেকে বিমানবাহিনীর জন্য উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সাহায্যের আশ্বাস লাভ করে ⇨ ১৯৭২ সালে
* বঙ্গবন্ধু সরকার পরিকল্পনা কমিশন গঠন করে ⇨ ১৯৭২ সালের জানুয়ারি মাসে
* প্রথম পাঁচসালা পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) কার্যকর হয় ⇨ ১৯৭৩ সালের ১ জানুয়ারি
* বঙ্গবন্ধু সরকার বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন আয়োজন করেন ⇨ ১৯৭৩ সালের ৭ মার্চ
* ঢাকা-লন্ডন রুটে প্রথম ফ্লাইট চালু হয় ⇨ ১৯৭৩ সালের ১৮ জুন
* বঙ্গবন্ধু সরকার ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ক্যাডেট প্রশিক্ষণ ইউনিট প্রতিষ্ঠা করেছিল ⇨ ১৯৭৩ সালে
* বঙ্গবন্ধু সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য একটি কমিটি গঠন করে ⇨ ১৯৭৩ সালে
* বাংলাদেশ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ লাভ করেন ⇨ ১৯৭৩ সালে
* বঙ্গবন্ধু সরকার Territorial Waters and Maritime Zones Act জারি করে ⇨ ১৯৭৪ সালে
* বাংলা নৌবাহিনীর সাংগঠনিক কাঠামো গঠিত ও অনুমোদিত হয় ⇨ ১৯৭৫ সালে
* বঙ্গবন্ধু বেতবুনিয়া ভূ-কেন্দ্রটি উদ্বোধন করেন ⇨ ১৯৭৫ সালে
* গ্যাস অনুসন্ধানে ১৯৭৫ সালের পূর্ব পর্যন্ত মোট কূপ খনন করা হয় ⇨ ২৫ টি
* বঙ্গবন্ধু সরকার দায়িত্ব পালন করে ⇨ ৩ বছর ৭ মাস ৩ দিন

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড
* বঙ্গবন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর যে দেশের মসজিদে তার জন্য দোয়া করা হয় ⇨ মালয়েশিয়া

বঙ্গবন্ধু সম্পর্কে উক্তি
* "তোমাদের দেশের অদৃশ্য শক্তিধর এই লোকটির কী অজানা জাদু ছিল" ⇨ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতেরা
* "সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে" ⇨ দ্য টাইমস অব লন্ডন
* "বঙ্গবন্ধুকে চতুর্দশ লুইয়ের সঙ্গে তুলনা করা যায়" ⇨ পশ্চিম জার্মানির পত্রিকা

Comments