নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি

NTP চুক্তি
* পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ সংক্রান্ত একটি চুক্তি।
* NTP এর পূর্ণরূপঃ Non-Proliferation Treaty
* চুক্তিটি স্বাক্ষরিত হয় ⇨ ১৯৬৮ সালে
* চুক্তিটি কার্যকর হয় ⇨ ১৯৭০ সালের ৫ মার্চ।
* পারমাণবিক শক্তিধার দেশ ভারত, পাকিস্তান, ইসরায়েল এখনও এই চুক্তিতে স্বাক্ষর করেনি।
* ২০০৩ সালে উত্তর কোরিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।

জীবাণ অস্ত্র সংক্রান্ত চুক্তি (Biological Weapons Convention)
* বিষয়বস্তু ⇨ সব ধরণের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ নিষিদ্ধকরণ এবং ধ্বংস সাধন
* চুক্তিটি স্বাক্ষরিত হয় ⇨ ১৯৭২ সালের ১০ এপ্রিল
* চুক্তিটি কার্যকর হয় ⇨ ১৯৭৫ সালের ২৬ মার্চ
* ইসরায়েল, চাঁদ, ইরিত্রিয়া, কমোরোস, জিবুতি চুক্তিটিতে স্বাক্ষর করেনি।

রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন- CWC
* CWC এর পূর্ণরূপ ⇨ Chemical Weapons Convention
* বিষয়বস্তু ⇨ সব ধরনের রাসায়নিক অস্ত্রের মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধকরণ
* চুক্তিটির খসড়া হয় ⇨ ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর
* চুক্তিটি স্বাক্ষরিত হয় ⇨ ১৯৯৩ সালের ১৩ জানুয়ারি
* চুক্তিটি কার্যকর হয় ⇨ ১৯৯৭ সালের ২৯ এপ্রিল
* মিশর, উত্তর কোরিয়া, এবং দক্ষিণ সুদান এই চুক্তিটিতে স্বাক্ষর করেনি


CTBT চুক্তি
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।
* CTBT এর পূর্ণরূপঃ Comprehensive Nuclear-Test-Ban Treaty
* উদ্দেশ্য ⇨ সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ
* চুক্তিটি স্বাক্ষরিত হয় ⇨ ১৯৯৬ সালে
* স্থান ⇨ যুক্তরাষ্টের নিউইয়র্কে
* ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া প্রভৃতি দেশ চুক্তিটিতে স্বাক্ষর করেনি।

স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Mine Van Treaty)
* বিষয়বস্তু ⇨ স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধকরণ
* চুক্তির অন্য নাম⇨ অটোয়া চুক্তি (Ottawa Treaty)
* চুক্তিটি স্বাক্ষরিত হয় ⇨ ১৯৯৭ সালের ৩ ডিসেম্বর 
* স্বাক্ষরের স্থান ⇨ অটোয়া, অন্টারিও, কানাডা
* চুক্তিটি কার্যকর হয় ⇨ ১৯৯৯ সালের ১ মার্চ
* চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া,  দক্ষিণ কোরিয়া ইরান, ইসরায়েল চুক্তিটিতে স্বাক্ষর করেনি।

START-II চুক্তি
* পূর্ণরূপঃ Strategic Arms Reduction Treaty-II
* মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র হ্রাস সংক্রান্ত একটি চুক্তি।
* চুক্তিটি স্বাক্ষরিত হয় ⇨ ১৯৯৩ সালে

JCPOA চুক্তি
* পূর্ণরূপ ⇨ Joint Comprehension Plan of Action
* ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন),  জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে JCPOA নামক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়।
* এটি ইরান চুক্তি বা ইরান পারমাণবিক চুক্তি নামেও পরিচিত।
* ২০১৮ সালের ৮ মে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বিজেকে প্রত্যাহার করে নেয়।




Comments