ভূগোলের প্রাথমিক ধারণা

* ইংরেজি 'Geography' শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে।
* প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটসথেনিস প্রথম Geography শব্দ ব্যবহার করেন।
* Geo ও Graphy শব্দ দুটি মিলিত হয়ে হয়েছে Geography  যেখানে Geo অর্থ ভূ বা পৃথিবী এবং Graphy শব্দের অর্থ বর্ণনা।
* Geography শব্দটির অর্থ হলো পৃথিবীর বর্ণনা।

ভূগোলের শাখা
ভূগোলের দুটি প্রধান শাখা রয়েছে। যথা-
১) প্রকৃতিক ভূগোল
২) মানবিক ভূগোল

Comments