বিশ্বের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহ

* স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে সেই সমস্ত রাষ্ট্র যাদের চতুর্দিক স্থল দ্বারা আবদ্ধ এবং যাদের কোনো নিজস্ব সমুদ্রবন্দর নেই।
* বিশ্বের মোট স্থলবেষ্টিত রাষ্ট্রের সংখ্যা ⇨ ৪৫ টি
* এশিয়া মহাদেশের স্থলবেষ্টিত রাষ্ট্রের সংখ্যা ⇨ ১০ টি
* আফ্রিকা মহাদেশের স্থলবেষ্টিত রাষ্ট্রের সংখ্যা ⇨ ১৬ টি
* ইউরোপ মহাদেশের স্থলবেষ্টিত রাষ্ট্রের সংখ্যা ⇨ 
১৭ টি
* দক্ষিণ আমেরিকা মহাদেশের স্থলবেষ্টিত রাষ্ট্রের সংখ্যা ⇨ ২ টি
* ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ ⇨ হাঙ্গেরি

এশিয়া মহাদেশের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহঃ
⇨ নেপাল
⇨ ভুটান
⇨ আফগানিস্তান
⇨ লাওস
⇨ মঙ্গোলিয়া
⇨ কাজাখস্তান
⇨ কিরগিজস্তান
⇨ উজবেকিস্তান
⇨ তাজিকিস্তান
⇨ তুর্কমেনিস্তান

আফ্রিকা মহাদেশের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহঃ
⇨ মালি
⇨ নাইজার
⇨ উগান্ডা
⇨ বতসোয়ানা
⇨ জিম্বাবুয়ে
⇨ রুয়ান্ডা
⇨ বুরুন্ডি
⇨ মালাবি
⇨ জাম্বিয়া
⇨ ইথিওপিয়া
⇨ চাঁদ
⇨ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
⇨ লেসেথো
⇨ বারকিনা ফাসো
⇨ সোয়াজিল্যান্ড
⇨ দক্ষিণ সুদান

ইউরোপ মহাদেশের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহঃ
⇨ হাঙ্গেরি
⇨ অস্ট্রিয়া
⇨ সুইজারল্যান্ড
⇨ মালদোভা
⇨ শ্লোভাকিয়া
⇨ চেক প্রজাতন্ত্র
⇨ কসোভো
⇨ বেলারুশ
⇨ সার্বিয়া
⇨ লুক্সেমবার্গ
⇨ লিচেনস্টাইন
⇨ আর্মেনিয়া
⇨ ভ্যাটিকান সিটি
⇨ অ্যান্ডোরা
⇨ মেসিডোনিয়া
⇨ আজারবাইজান
⇨ স্যান মেরিনো

আমেরিকা মহাদেশের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহঃ
⇨ প্যারাগুয়ে
⇨ বলিভিয়া

Comments