বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপসমূহ
কুরিল দ্বীপ
রাশিয়া ও জাপানের মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট থেকে দ্বীপটি দখল করে নেয়।
শাখালিন দ্বীপপুঞ্জ
রাশিয়া ও জাপানের মধ্যকার বিরোধপূর্ণ একটি দ্বীপ।
এই দ্বীপপুঞ্জে রাশিয়ার একটি নৌঘাটি রয়েছে।
সেনকাকু দ্বীপ
চীন ও জাপানের মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ।
চীনে এটি 'দিয়াওয়াউ' নামে পরিচিত।
স্প্রাটলি দ্বীপপুঞ্জ
চীন ও ভিয়েতনামের মধ্যকার বিরোধপূর্ণ একটি দ্বীপপুঞ্জ।
আবু মুসা দ্বীপ
ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিরোধপূর্ণ একটি দ্বীপ।
দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত।
পেরেজিল দ্বীপ
মরক্কো ও স্পেনের মধ্যকার বিরোধপূর্ণ একটি দ্বীপ।
মরক্কোতে দ্বীপটি 'লায়লা দ্বীপ' নামে পরিচিত।
ফকল্যান্ড দ্বীপ
যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যকার বিরোধপূর্ণ একটি দ্বীপ।
Comments