বাক্য সংকোচন
যা কষ্টে নিবারণ করা যায় ⇨ দুর্নিবার
যা কষ্টে লাভ করা যায় ⇨ দুর্লভ
যা কষ্টে জয় করা যায় ⇨ দুর্জয়
যা কষ্টে অর্জন করা যায় ⇨ কষ্টার্জিত
যা সহ্য করা যায় না ⇨ দুর্বিষহ
যা সহজে মরে না ⇨ দুর্মর
যা সহজে লঙ্ঘন করা যায় না ⇨ দুর্লঙ্ঘ্য
কষ্টে অতিক্রম করা যায় না যা ⇨ দুরতিক্রম্য
যা দমন করা কষ্টকর ⇨ দুর্দমনীয়
যা সহজে দমন করা যায় না ⇨ দুর্দম
যাতে সহজে গমন করা যায় না ⇨ দুর্গম
যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না ⇨ দুস্তর
যা মুছে ফেলা যায় না ⇨ দুর্মোচ্য
যা সহজে পাওয়া যায় না ⇨ দুষ্প্রাপ্য
যা অতিক্রম করা যায় না ⇨ অনতিক্রম্য
যা সহজে অতিক্রম করা যায় না ⇨ দুরতিক্রম্য
কষ্টে অতিক্রম করা যায় না যা ⇨ দুরতিক্রম্য
যা সহজে জানা যায় না ⇨ দুর্জ্ঞেয়
যা জয় করা যায় না ⇨ অজয়
যা নিবারণ করা যায় না ⇨ অনিবারিত
কোনোভাবেই যা নিবারণ করা যায় না ⇨ অনিবার্য
অক্ষির সমীপে ⇨ সমক্ষ
অক্ষির অভিমুখে ⇨ প্রত্যক্ষ
অক্ষির অগোচরে ⇨ পরোক্ষ
চক্ষুর সম্মুখে সংঘটিত ⇨ চাক্ষুস
ইতিহাস রচনা করেন যিনি ⇨ ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ⇨ ইতিহাসবেত্তা
সর্বজনের হিতকর ⇨ সর্বজনীন
সকলের জন্য প্রযোজ্য ⇨ সর্বজনীন
সকলের জন্য মঙ্গলকর ⇨ সর্বজনীন
সর্বজন সম্বন্ধীয় ⇨ সার্বজনীন
সকলের জন্য অনুষ্ঠিত ⇨ সার্বজনীন
দেবতার তুল্য ⇨ দেবোপম
যা ক্রমশ দূরে সরে যাচ্ছে ⇨ অপসৃয়মান
ইতস্তত গমণশীল/সঞ্চরণশীল ⇨ বিসর্পী
যে পা দিয়ে চলে না ⇨ পন্নগ
নীল বর্ণ পদ্ম ⇨ ইন্দিবর
রক্ত বর্ণ পদ্ম ⇨ কোকনদ
শ্বেত বর্ণ পদ্ম ⇨ পুন্তরীক
ক্ষুদ্র নদী ⇨ সারণী
যে নারীর স্বামী বিদেশে থাকে ⇨ প্রোষিতভর্তৃকা
যে স্বামীর স্ত্রী বিদেশে থাকে ⇨ প্রোষিতপত্নীক
২৫ বছর পূর্তিতে যে অনুষ্ঠান ⇨ রজত জয়ন্তী/ Silver Jubilee
৫০ বছর পূর্তিতে যে অনুষ্ঠান ⇨ সুবর্ণ জয়ন্তী / Golden Jubilee
৬০ বছর পূর্তিতে যে অনুষ্ঠান ⇨ হীরক জয়ন্তী/ Diamond Jubilee
৭৫ বছর পূর্তিতে যে অনুষ্ঠান ⇨ প্লাটিনাম জয়ন্তী/ Platinum Jubilee
১০০ বছর পূর্তিতে যে অনুষ্ঠান ⇨ শতবর্ষ/ Century
১৫০ বছর পূর্তিতে যে অনুষ্ঠান ⇨ সার্ধশতবর্ষ
জয়সূচক যে উৎসব ⇨ জয়ন্তী
জয়ের জন্য যে উৎসব ⇨ জয়ন্তী/ জয়োৎসব
আমার তুল্য ⇨ মাদৃশ
ইহার তুল্য ⇨ ঈদৃশ
তার তুল্য ⇨ তাদৃশ
হনন/হত্যা করার ইচ্ছা ⇨ জিঘাংসা
জানবার ইচ্ছা ⇨ জিজ্ঞাসা
মুক্তি পাওয়ার ইচ্ছা ⇨ মুক্তিকামী
সেবা করার ইচ্ছা ⇨ শুশ্রূষা
প্রবেশ করার ইচ্ছা ⇨ বিবক্ষা
রমণ বা সঙ্গমের ইচ্ছা ⇨ রিরংসা
পান করার ইচ্ছা ⇨ পিপাসা
লাভ করার ইচ্ছা ⇨ লিপ্সা
সৃষ্টি করার ইচ্ছা ⇨ সিসৃক্ষা
নির্মাণ করার ইচ্ছা ⇨ নির্মিৎসা
প্রতিবিধান করার ইচ্ছা ⇨ প্রতিবিধিৎসা
ক্ষমা করার ইচ্ছা ⇨ চিক্ষমিষা
অনুসন্ধান করার ইচ্ছা ⇨ অনুসন্ধিৎসা
বিজয় লাভের ইচ্ছা ⇨ বিজিগীষা
জয় করার ইচ্ছা ⇨ জিগিষা
বমন করিবার ইচ্ছা ⇨ বিবমিষা
খাইবার ইচ্ছা ⇨ ক্ষুধা
যেরূপ ইচ্ছা ⇨ যদৃচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা ⇨ জিজীবিষা
উদক / জল পানের ইচ্ছা ⇨উদন্যা
হিত করার ইচ্ছা ⇨ হিতৈষা
ত্রাণ লাভ করার ইচ্ছা ⇨ তিতীর্ষা
মুক্তি পেতে ইচ্ছা ⇨ মুমুক্ষা
মুক্তি লাভের ইচ্ছুক ⇨ মুমুক্ষু
যুদ্ধ করতে ইচ্ছুক ⇨ যুযুৎসু
ভোজন করার ইচ্ছা ⇨ বুভুক্ষা
বাস করার ইচ্ছা ⇨, বিবৎসা
দান করার ইচ্ছা ⇨ দিৎসা
গমন করার ইচ্ছা ⇨ জিগমিষা
নিন্দা করার ইচ্ছা ⇨ জুগুপ্সা
পাওয়ার ইচ্ছা ⇨ ঈপ্সা
দেখবার ইচ্ছা ⇨ দিদৃক্ষা
হরণ করার ইচ্ছা ⇨ জিহীর্ষা
করিবার ইচ্ছা ⇨ চিকীর্ষা
প্রিয় কাজ করার ইচ্ছা ⇨ প্রিয়চিকীর্ষা
অপকার করার ইচ্ছা ⇨ অপচিকীর্ষা
উপকার করার ইচ্ছা ⇨ উপচিকীর্ষা
প্রতিকার করার ইচ্ছা ⇨ প্রতিচিকীর্ষা
অনুকরণ করার ইচ্ছা ⇨ অনুচিকীর্ষা
অশ্বের ডাক ⇨ হ্রেষা
ময়ূরের ডাক ⇨ কেকা
বাঘের ডাক ⇨ গর্জন
পাখির ডাক ⇨ কূজন
কোকিলের ডাক ⇨ কুহু
কুকুরের ডাক ⇨ বুক্কুন
মোরগের ডাক ⇨ শকুনিবাদ
হাতির ডাক ⇨ বৃংহতি/ বৃংহণ
সিংহের ডাক ⇨ হুঙ্কার
রাজহাঁসের কর্কশ ডাক ⇨ ক্রেঙ্কার
অলঙ্কারের ধ্বনি ⇨ শিঞ্জন
গম্ভীর ধ্বনি ⇨ মন্দ্র
অব্যক্ত মধুর ধ্বনি ⇨কলতান
ধনুকের ধ্বনি ⇨ টংকার
বীরের গর্জন ⇨হুঙ্কার
আনন্দজনক ধ্বনি ⇨ নন্দিঘোষ
ঝনঝন ধ্বনি ⇨ ঝনৎকার
শুকনো পাতার শব্দ ⇨ মর্মর
সেতারের ঝংকার ⇨ কিঙ্কিনি
আনন্দের আতিশয্যে সৃষ্ট কোলাহল ⇨ হররা
ভ্রমরের শব্দ ⇨ গুঞ্জন
সমুদ্রের ঢেউয়ের শব্দ ⇨ কল্লোল
বাদ্যযন্ত্রের ধ্বনি ⇨ ঝংকার
বিহঙ্গের ধ্বনি ⇨ কাকলি
নুপুরের ধ্বনি ⇨ নিক্বন
হরিনের চামড়া ⇨ অজিন
হরিণের চমড়ার আসন ⇨ অজিনাসন
বাঘের চামড়া ⇨ কৃত্তি
সাপের খোলস ⇨ নির্মোক/ কুঞ্জক
হাতির শাবক ⇨ করভ
ব্যাঙের ছানা ⇨ ব্যাঙাচি
যে দার (স্ত্রী) পরিগ্রহ করেছে ⇨ কৃতদার
যে দার (স্ত্রী) পরিগ্রহ করেনি ⇨ অকৃতদার
যে পুরুষ বিয়ে করেছে ⇨ কৃতদার
যে পুরুষ বিয়ে করেনি ⇨ অকৃতদার
যে পুরুষ স্ত্রীর বশীভূত ⇨ স্ত্রৈণ
যে পুরুষের চেহারা দেখতে সুন্দর ⇨ সুদর্শন
যে পুরুষ পত্নীসহ বর্তমান ⇨ সপত্নীক
যে পুত্রের মাতা কুমারী ⇨ কানীন
পুরুষের কর্ণভূষণ ⇨বীরবৌলি
পুরুষের উদ্দাম নৃত্য ⇨ তাণ্ডব
পুরুষের কটিবন্ধ ⇨ সরাসন
যে পুরুষের দাঁড়ি গোঁফ গজায়নি ⇨ অজাতশ্মশ্রু
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে ⇨ প্রোষিতপত্নীক/ প্রোষিতভার্য
যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার (স্ত্রী) পরিগ্রহ করেছে ⇨ অধিবেত্তা/ অধিবেদন
যে নারী প্রিয় কথা বলে ⇨ প্রিয়ংবদা
প্রিয় বাক্য বলে যে ⇨ প্রিয়ভাষী
যে নারী সুন্দরী ⇨ রামা
যে নারীর পতি/ স্বামী নেই, পুত্রও নেই ⇨ অবীরা
যে নারীর পঞ্চ স্বামী ⇨ পঞ্চর্ভৃকা
যে নারী বীর সন্তান প্রসব করে ⇨ বীরপ্রসু
যে নারী আনন্দ দান করে ⇨ বিনোদিনী
যে নারীর কোনো সন্তান হয় না ⇨ বন্ধ্যা
যে নারী শিশুসন্তানসহ বিধবা ⇨ বালপুত্রিকা
যে নারী সাগরে বিচরণ করে ⇨ সাগরিকা
যে নারী কলহপ্রিয় ⇨ খাণ্ডানী
নারীর কটিভূষণ ⇨ রশনা
যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা ⇨ পরভৃতা/ পরভর্তৃকা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী ⇨ অঘটনঘটনপটিয়সী
যে নারী অন্য করো প্রতি আসক্ত হয় না ⇨ অনন্যা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল ⇨ অন্যপূর্বা
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা ⇨ মহাশ্বেতা
যে নারী বীর ⇨ বীরাঙ্গনা
যে নারীর দুটি মাত্র পুত্র ⇨ দ্বিপুত্রিকা
যে নারীর বিয়ে হয় না ⇨ অনূঢ়া
যে নারীর সন্তান বাঁচে না ⇨ মৃতবৎসা
যে নারীর সতীন নেই ⇨ নিঃসপ্ত
যে নারীর শত্রু নেই ⇨ নিঃসপ্ত
যে নারীর সহবাসে মৃত্যু হয় ⇨ বিষকন্যকা
যে নারী দুগ্ধবতী ⇨ পয়স্বিনী
যে মেয়ের বয়স দশ বৎসর ⇨ কন্যকা
নারীর লীলাময়ী নৃত্য ⇨ লাস্য
নারীর কোমরবেষ্টনিভূষণ ⇨ মেখলা
যে নারীর বিয়ে হয়নি ⇨ কুমারী
যে নারী বার (সমূহ) গামিনী ⇨ বারাঙ্গনা
যে নারী নিজে বর বরণ করে নেয় ⇨ স্বয়ংবরা
যে নারীর হাসি সুন্দর ⇨ সুষ্মিতা
যে নারীর হাসি কুটিলতাবর্জিত ⇨ শুচিষ্মিতা
যে নারীর বিয়ে হয়েছে ⇨ ঊঢ়া
যে নারীর হিংসা (অসূয়া) নাই ⇨ অনসূয়া
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে ⇨ নবোঢ়া
যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না ⇨ অঙ্গনা
যে নারীর চিত্রে অর্পিতা/ নিবন্ধা ⇨ চিত্রার্পিতা
যে নারীর নখ শূর্পের (কুলা) মত ⇨ শূর্পানখা
কুমারীর পুত্র ⇨ কানীন
যে নারীর স্বামী ও পুত্র জীবিত ⇨ বীরা/ পুরন্ধ্রী
উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণের নৃত্য ⇨যৌবত
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে ⇨ কাকবন্ধা
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে ⇨ অধিবিন্না
যে নারীর স্বামী বিদেশে থাকে ⇨ প্রোষিতভর্তৃকা
যে নারীর মুখ সূর্যও দেখতে পারে না ⇨ অসূর্যস্পর্শা
যে নারী কখনো সূর্যকে দেখেনি ⇨ অসূর্যস্পর্শা
অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার বিয়ে হয় ⇨ অগ্রোদিধিসু
যে নারী চিরকাল পিতৃগৃহবাসিনী ⇨ চিরণ্ঢী
* অকালে উৎপন্ন কুমড়া ⇨ অকালকুষ্মাণ্ড
* অগ্রহায়ন মাসে সন্ধ্যাকালীন ব্রত ⇨ সেজুঁতি
* অনশনে মৃত্যূ ⇨ প্রায়
* অন্ন গ্রহণ করিয়া যে প্রাণধারণ করে ⇨ অন্নগত প্রাণ
* অন্য ভাষায় রূপান্তর ⇨ অনুবাদ
* অন্য ভাষায় রূপান্তরিত ⇨ অনূদিত
* অপর প্রান্তের হাসি ⇨ বক্রোষ্ঠিকা
* অভ্রান্ত জ্ঞান ⇨ প্রমা
* অরণ্যের অগ্নিকাণ্ড ⇨ দাবানল
* অর্থ নাই যাহার ⇨ নিরর্থক
* অরিকে দমন করে যে ⇨ অরিন্দম
* অকাল পক্ব হয়েছে যা ⇨ অকালপক্ব
* অসম সাহস যাহার ⇨ অসমসাহসিক
* অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি ⇨ উন্নাসিক
* অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান ⇨ পিঁজরাপোল
* অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ ⇨ উপচার
* অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য ⇨ জলপান
* অভ্র লেহন করে যা ⇨ অভ্রংলিহ
* অভ্র স্পর্শ করে যা ⇨ অভ্রংলিহ
* অকালে যাকে জাগরণ করা হয় ⇨ অকালবোধন
* অন্তরে জল আছে এমন যে ⇨ অন্তঃসলিলা
* অনেকের মধ্যে প্রধান ⇨ শ্রেষ্ঠ
* অনেকের মধ্যে একজন ⇨ অন্যতম
* দুইয়ের মধ্যে একজন/একটি ⇨ অন্যতর
* অহংকার নেই যার ⇨ নিরহংকার
* অভিজ্ঞতার অভাব আছে যার ⇨ অনভিজ্ঞ
* অতিশয় ঘটা ⇨ আড়ম্বর
* অতিশয় জাঁকজমক ⇨ আড়ম্বর
* অজকে ( ছাগল) গ্রাস করে যা ⇨ অজগর
* অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে ⇨ অর্থকরী
* অন্য লিপিতে রূপান্তর ⇨ লিপ্যন্তর
* অন্যদিকে মন যার ⇨ অন্যমনা
* অনায়াসে লাভ করা যায় যাহা ⇨ অনায়াসলভ্য
* অন্যের অপেক্ষা করতে হয় না যাকে ⇨ অনপেক্ষ
* অন্য গতি নাই যার ⇨ অগত্যা
* অনেক বিষয়ে অভিজ্ঞ যিনি ⇨ বহুদর্শী
* আকাশে ওরে যে বাজি ⇨ খ-ধূপ
* আত্ম সম্পর্কে অতিশয় সচেতনতা ⇨ অহমিকা
* আবক্ষ জলে নেমে স্নান ⇨ অবগাহন
* আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর ⇨ হিংটিংছট
* আয়ুর পক্ষে হিতকর ⇨ আয়ুষ্য
* আশি বছরের বেশি বয়সী ব্যক্তি ⇨ অশীতিপর
* আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা ⇨ বরাভয়
* আশ্বিনমাসের পূর্ণিমা তিথি ⇨ কোজাগর
* আকাশ ও পৃথিবী ⇨ ত্রন্দসী
* আকাশ ও পৃথিবীর অন্তরালোক ⇨ রোদসী
* আদি নাই যাহার ⇨ অনাদি
* আচারে নিষ্ঠা আছে যার ⇨ আচারনিষ্ঠ
* আশ্বিনমাসের পূর্ণিমা তিথি ⇨ কোজাগর
* আটমাসে মাতৃগর্ভে থাকিয়া ভূমিষ্ট হয় যে ⇨ আটাসে
* আকাশে চড়ে বেড়ায় যে ⇨ আকাশচারী/ খেচর
* আদি থেকে অন্ত পর্যন্ত ⇨ আদ্যন্ত
* আচরণে যার নিষ্ঠা আছে ⇨ নিষ্ঠাবান
* আল্লাহর দ্বীন/ ইসলাম কায়েম ও রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন ⇨ শহিদ
* আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার ⇨ নাস্তিক
* আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার ⇨ আস্তিক
* ইন্দ্রের অশ্ব ⇨ উচ্চৈঃশ্রবা
* ইন্দ্রজাল যানেন যিনি ⇨ ঐন্দ্রজালিক
* ইন্দ্রকে জয় করেন যিনি ⇨ ইন্দ্রজিত
* ইন্দ্রিয়কে জয় করেন যিনি ⇨ জিতেন্দ্রীয়
* ইহলোক সম্পর্কিত ⇨ ইহলৌকিক
* ইহলোকে যা সাধারণ নয় ⇨ আলোকসামান্য
* ইহলোকে যা সামান্য নয় ⇨ আলোকসামান্য
* ঈষৎ উষ্ণ ⇨ কবোষ্ণ
* ঈষৎ কম্পিত ⇨ আধত
* ঈষৎ আমিষ গন্ধ যার ⇨ আঁষটে
* উদয় হইতেছে এমন ⇨ উড্ডীন/ উড্ডীয়মান
* উপস্থিত বুদ্ধি আছে যার ⇨ প্রত্যুৎপন্নমতি
* উচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির ⇨ টঙ্গি
* উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান ⇨ উপজ্ঞা
* ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় ⇨ ঋণান
* ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ⇨ ঋত্বিক
* এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা ⇨ অধ্যাস
* একই সময়ে ⇨ যুগপৎ
* একই সময়ে বর্তমান ⇨ সমসাময়িক
* এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট ⇨ একাগ্রচিত্ত
* এক থেকে শুরু করে ⇨ একাদিক্রমে
* এখনও যার বালকত্ব যায়নি ⇨ নাবালক
* এখনও শত্রু জন্মায় নাই যাহার ⇨ অজাতশত্র
* ঐতিহাসিককালেরও আগের ⇨ প্রাগৈতিহাসিক
* কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ ⇨ বুকনি
* কর দান করে যে ⇨ করদ
* ক্লান্তি নাই যার ⇨ অক্লান্ত
* কি করতে হবে তা বুঝতে না পারা ⇨ কিংকর্তব্যবিমূঢ়
* কাজে যার অভিজ্ঞতা আছে ⇨ করিতকর্মা
* কোথাও উঁচু কোথাও নিচু ⇨ বন্ধুর
* কামনা দূর হয়েছে যার ⇨ বিতষ্কাম
* কর্মে যাহার ক্লান্তি নাই ⇨ অক্লান্তকর্মী
* কোনট দিগ/বিদিগ এই জ্ঞান নাই যাহার ⇨ দ্বিগ্বিদিগজ্ঞানশূন্য
* কোনো কিছু থেকে যার কোন ভয় নেই ⇨ অকুতোভয়
* ক-তে চড়ে যে ⇨ কপোত
* কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ ⇨ কর্মঠ
* কর্ম সম্পাদনে অতিশয় পরিশ্রমী ⇨ কর্মঠ
* কাচের তৈরি বাড়ি ⇨ শিশমহল
* খেয়া পার করে যে ⇨ পাটনী
* গাছে উঠতে পটু যে ⇨গেছো
* গদ্যপদ্যময় কাব্য ⇨ চম্পু
* গ্রীবা সুন্দর যার ⇨ সুগ্রীব
* গরুর খুরে চিহ্নিত স্থান ⇨ গোষ্পদ
* গলায় কাপড় দিয়া ⇨ গলবস্ত্র
* গুরুর বাসগৃহ ⇨গুরুকূল
* ঘরের অভাব ⇨ হা-ঘর
* ঘুমে আচ্ছন্ন যে ⇨ ঘুমন্ত/ সুপ্ত
* চারি শাখা হস্তী, অশ্ব, রথ ও পদাতিক বিশিষ্ট সেনা ⇨ চতুরঙ্গ
* চিন্তার অতীত ⇨ চিন্ততীত
* চৈত্র মাসের ফসল ⇨ চৈতালী
* ছল/ ছলনা করিয়া কান্না ⇨ মায়াকান্না
* ছল জানে না যে ⇨ অমায়িক
* জাগিয়া রহিয়াছে এমন ⇨ জাগরুক/ জাগন্ত
* জ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারা ⇨ জ্ঞানেন্দ্রিয়
* জলপানের জন্য দেয় অর্থ ⇨ জলপানি (বৃত্তি)
* জ্বল জ্বল করছে যা ⇨ জাজ্বল্যমান
* ঠেঙিয়ে ডাকাতি করে যারা ⇨ ঠ্যাঙারে
* ঠিকমত নামধাম আছে যাহাতে ⇨ ঠিকানা
* ঢাকায় উৎপন্ন ⇨ ঢাকাই
* তৃণাচ্ছাদিত ভূমি ⇨ শাদ্বল
* তিন মোহনার মিলন যেখানে ⇨ ত্রিমোহনা
* ত্রিকালের ঘটনা জানেন যিনি ⇨ ত্রিকালদর্শী/ত্রিকালজ্ঞ
* তল স্পর্শ করা যায় না যার ⇨ অতলস্পর্শী
* তীক্ষ্ণ বুদ্ধি ধারণ করে যে ⇨ ধুরন্ধর
* দান গ্রহণ করা উচিত নয় যার থেকে ⇨ অপ্রতিগৃহ্য
* দিন ও রাতের সন্ধিক্ষণ ⇨ গোধূলী
* দেহ সম্বন্ধীয় ⇨ দৈহিক
* দমন করা যায় না যাকে ⇨ অদম্য
* দুয়ের মধ্যে একটি ⇨অন্যতর
* দ্বারে থাকে যে ⇨ দৌবারিক
* দমন করা কষ্টকর যাকে ⇨ দুর্দমনীয়
* দর্শন করা হয়েছে এমন ⇨ প্রেক্ষিত
* দিনে একবার আহার করে যে ⇨ একাহারী
* দেখে চোখের আশা মেটে না যাকে ⇨ অদৃপ্তদৃশ্য
* দুই নদীর মধ্যবর্তী স্থান ⇨ দোয়াব
* দুই নদীর মিলনস্থল ⇨ সংগম
* ধুর ধারণ করে যে ⇨ ধুরন্ধর
* নিশাকালে চরে বেড়ায় যে ⇨ নিশাচর
* ন্যায় শাস্ত্র জানেন যিনি ⇨ নৈয়ায়িক
* নদী ভাঙনে সর্বস্বান্ত জনগণ ⇨ নদী সিকস্তি
* নদী মাতা যার ⇨ নদীমাতৃক
* নদী মেখলা যে দেশের ⇨ নদীমেখলা
* নষ্ট হওয়ায় স্বভাব যার ⇨ নশ্বর
* নিজেকে বড় ভাবে যে ⇨ হামবড়া
* নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে ⇨ নাবিক
* নিতান্ত দগ্ধ হয় যে সময়ে ⇨ নিদাঘ
* ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ ⇨ প্রব্রজা
* ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন ⇨ পরিব্রাজন
* পরকে প্রতিপালন করে যে ⇨ পরভৃৎ
* পরের দ্বারা প্রতিপালিত ⇨ পরভৃত
* পাঁচসেরের সমাহার ⇨ পশুরী
* পূর্ব ও পরের অবস্থা ⇨ পৌর্বাপর্য
* পৌষ মাসে উৎপন্ন ফসল ⇨ পৌষালী
* প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা ⇨ লবেজান
* পরকাল সম্পর্কিত ⇨ পারলৌকিক
* পিতার ভ্রাতা ⇨ পিতৃব্য
* পা থেকে মাথা পর্যন্ত ⇨ আপাদমস্তক
* পা ধুইবার জল ⇨ পাদ্য
* পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে এমন ⇨ দেদীপ্যমান
* পূণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন ⇨ পুণ্যাহ
* পরস্পর আঘাত ⇨ সংঘর্ষ
* পাঠ করিতে হইবে এমন ⇨ পঠিতব্য
* প্রকাশিত হইবে এমন ⇨ প্রকাশিতব্য
* পথ চলার খরচ ⇨ পাথেয়
* পঙক্তিতে বসার অনুপযুক্ত ⇨ অপাঙতেয়
* ফুল হইতে তৈরি ⇨ ফুলেল
* বাহুতে ভর করে চলে যে ⇨ ভুজঙ্গ
* বৃষ্টির জল ⇨ শীকর
* বেতন নেয়া হয় না যাতে ⇨অবৈতনিক
* বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে ⇨ পরিবেদন
* বহু দেখেছে যে ⇨ বহুদর্শী
* বাতাসে চড়ে যে ⇨ কপোত
* বিদেশে থাকে যে ⇨ প্রবাসী
* বিশেষ খ্যাতি আছে যার ⇨ বিখ্যাত
*:বহু ঘর থেকে ভিক্ষা সংগ্রহ করা ⇨ মাধুকরী/ মধুকরী
* বন্দুক বা তির ছোঁড়ার অনুশীলনের জন্য স্থাপিত লক্ষ্য ⇨ চাঁদমারি
* বুঝিতে পারা যায় এমন ⇨ বোধগম্য
* বেলাকে অতিক্রান্ত ⇨ উদ্বেল
* বহুর মধ্যে একটি ⇨ অন্যতম
* ভুলহীন ঋষি বাক্য ⇨ আপ্তবাক্য
* মর্মভেদী করিয়া যায় যাহা ⇨ মর্মভেদী
* মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন ⇨ উপাবৃত্ত
* মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন ⇨ অভিসার
* মেঘ স্পর্শ করে যে ⇨ অভ্রংলিহ
* মাছিও প্রবেশ করে না যেখানে ⇨ নির্মক্ষিক
* মোটাও নয়, রোগাও নয় ⇨ দোহারা
*:মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া ⇨ প্রত্যুদগমন
* মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে যাওয়া ⇨ অনুব্রজন
* মর্মকে পীড়া দেয় যা ⇨ মর্মান্তিক/ মর্মন্তুদ
* মর্মকে স্পর্শ করে এমন ⇨ মর্মস্পর্শী
* মাসের শেষ দিন ⇨ সংক্রান্তি
* মায়া জানে না যে ⇨ অমায়িক
* মৃত্তিকা দ্বারা নির্মিত ⇨ মৃন্ময়
* মধু পান করে যে ⇨ মধুকর
* মাটির মত রং যার ⇨ মেটে
* যা বলা হয়নি ⇨ অনুক্ত
* যা বলা উচিত নয় ⇨ অকথ্য
* যা বলা হয়েছে ⇨ উক্ত
* যা বলা হচ্ছে ⇨ কক্ষ্যমাণ
* যা বলা হবে ⇨ বক্তব্য
* যা প্রকাশ করা হয়নি ⇨ অব্যক্ত
* যাদু যানেন যিনি ⇨ ঐন্দ্রজালিক
* যা অধ্যয়ন করা হয়েছে ⇨ অধীত
* যা দূর করা কষ্টকর ⇨ দূরপনেয়
* যা প্রমাণ করা যায় না ⇨ অপ্রমেয়
* যা চুষে খাওয়া হয় ⇨ চুষ্য
* যা চেটে খেতে হয় ⇨ লেহ্য
* যা চিচিয়ে খাইবার যোগ্য ⇨ চর্ব্য
* যা স্থলে চরে⇨ স্থলচর
* যা জলে চরে ⇨জলচর
* যা জলে ও স্থলে চরে ⇨ উভচর
* যা কাঁপছে ⇨ কম্পমান
* যা বপন করা হয়েছে ⇨ উপ্ত
* যা অবশ্যই ঘটবে ⇨ অবশ্যম্ভাবী
* যা গতিশীল ⇨ জঙ্গম
* যা গতিশীল নয় ⇨ স্থাবর
* যা লাভ করা দুঃসাধ্য ⇨ সাধ্যাতীত
* যা ধারণ করে ⇨ ধর্ম
* যা পোষণ করে ⇨ ঊর্ম
* যা হতে পারে না ⇨ অসম্ভব
* যা বার বার দুলছে ⇨ দোদুল্যমান
* যা চিন্তা করা যায় না ⇨ অচিন্তনীয়/ অচিন্ত্য
* যা আঘাত পায়নি ⇨ অনাহত
* যা আহুত হয়নি ⇨ অনাহুত
* যা ডাকা হয়নি ⇨ অনাহুত
* যা খুব শীতল বা উষ্ণ নয় ⇨ নাতিশীতোষ্ণ
* যা বিনা যত্নে লাভ করা গিয়েছে ⇨ অযত্নলব্ধ
* যা বহুকাল হতে চলে আসছে ⇨ চিরন্তন
* যা বিশ্বাস করা যায় না ⇨ অবিশ্বাস্য
* যা অতি দীর্ঘ নয় ⇨ নাতিদীর্ঘ
* যা অপনয়ন করা যায় না ⇨ অনপনেয়
* যা দূর করা যায় না ⇨ অনপনেয়
* যা উচ্চারণ করা যায় না ⇨ অনুচ্চার্য
* যা আগুনে পোড়ে না ⇨ অগ্নিসহ
* যা দীপ্তি পাচ্ছে ⇨ দেদীপ্যমান
* যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে ⇨ দেদীপ্যমান
* যা পুনঃ পুনঃ দুলছে ⇨ দোদুল্যমান
* যা শল্য ব্যথা দূরীকৃত করে ⇨ বিশল্যকারী
* যা নিজের দ্বারা অর্জিত ⇨ স্বোপার্জিত
* যা সহজেই ভেঙ্গে যায় ⇨ ভঙ্গুর/ ঠুনকো
* যা হেমন্তকালে জন্মে ⇨ হৈমন্তিক
* যা মুষ্টি দ্বারা পরিমাণ করা যায় ⇨ মুষ্টিমেয়
* যা অস্ত যায় ⇨ অস্তায়মান
* যা উচ্চারণ করা কঠিন ⇨ দুরুচ্চার্য
* যা বহন করা হচ্ছে ⇨ নীয়মান
* যা মাটি ভেদ করিয়া উপরে উঠে ⇨ উদ্ভিদ
* যা সাধারণের মধ্যে দেখা যায় না ⇨ অনন্য সাধারণ
* যা বালকের মধ্যেই সুলভ ⇨ বালসুলভ
* যা প্রমাণ করা যায় না ⇨ অপ্রমেয়
* যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না ⇨ অপ্রতর্ক্য
* যা অপনয়ন করা কষ্টকর ⇨ দূরপনেয়
* যা অনুভব করা হচ্ছে ⇨ অনুভূয়মান
* যা উপলব্ধি করা হচ্ছে ⇨ উপলভ্যমান
* যার চক্ষু লজ্জা নেই ⇨ চশমখোর/ নির্লজ্জ
* যার দুটি মাত্র দাঁত ⇨ দ্বিরদ
* যার খ্যাতি আছে ⇨ খ্যাতিমান
* যার বিশেষ খ্যাতি আছে ⇨ বিখ্যাত
* যার দুই হাত সমান চলে ⇨ সব্যসাচী
* যার উদ্দেশ্যে পত্রটি রচিত ⇨ প্রাপক
* যার দাঁড়ি গোঁফ উঠেনি ⇨ অজাতশ্মশ্রু
* যার সবকিছু হারিয়েছে ⇨ হৃতসর্বস্ব
* যার দুই দিকে জল ⇨ দ্বীপ
* যার চারদিকে জল ⇨ দ্বীপ
* যার চার দিকে স্থল ⇨ হ্রদ
* যার সর্বস্ব হারিয়ে গেছে ⇨ সর্বহারা/ হৃতসর্বস্ব
* যার কিছু নাই ⇨ সর্বহারা/ হৃতসর্বস্ব
* যার কিছুই নেই ⇨ নিঃস্ব
* যার অন্য উপায় নাই ⇨ নিরুপায়
* যার তুলনা নাই ⇨ অতুলনীয়
* যার বরাহের মতো খুর ⇨ বরামুখ
* যার পুত্র নেই ⇨ অপুত্রক
* যার উপস্থিত বুদ্ধি আছে ⇨ প্রত্যুৎপন্নমতি
* যার অর্থ নেই ⇨ অর্থহীন
* যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না ⇨ অজ্ঞাতকুলশীল
* যার আগমনের কোনো তিথি নেই ⇨ অতিথি
* যার আকার কুৎসিত ⇨ কদাকার
*ঃযার কোনো কিছু থেকেই ভয় নেই ⇨ অকুতোভয়
* যার বেশবাস সংবৃত নয় ⇨ অসংবৃত
* যার দুটি মাত্র দাঁত ⇨ দ্বিরদ ( হাতি)
* যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না ⇨ ক্ষণপ্রভা
* যিনি ভালো ব্যাকরণ জানেন ⇨ বৈয়াকরণ
* যিনি ন্যায় শাস্ত্র জানেন (যিনি) ⇨ নৈয়ায়িক
* যিনি বক্তৃতা দানে পটু ⇨ বাগ্মী
* যিনি সব জানেন ⇨ সবজান্তা
* যিনি অতিশয় হিসাবি ⇨ পাটোয়ারি
* যে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ ⇨ সংশপ্তক
* যুদ্ধ থেকে যে বীর পালায় না ⇨ সংশপ্তক
* যুদ্ধে স্থির থাকেন যিনি ⇨ যুধিষ্ঠির
* যুক্তি সংগত নয় ⇨ অযৌক্তিক
* যে পরের গুণেও দোষ ধরে ⇨ অসূয়ক
* যে প্রবীণ নয় ⇨ নবীন
* যে বিষয়ে মতভেদ নেই এমন ⇨ ঐকমত্য
* যে বিষয়ে কোনো বিতর্ক নেই ⇨ অবিসংবাদী
* যে বিষয়ে কোনো বিরোধ নেই ⇨ অবিসংবাদী
* যে বিবেচনা না করে কাজ করে ⇨ অবিবেচক
* যে শুনেই মনে রাখতে পারে ⇨ শ্রুতিধর
* যেদিন তিন তিথির মিলন ঘটে ⇨ ত্রহ্যস্পর্শ
* যে অন্য দিকে মন দেয় না ⇨ অনন্যমনা
* যে ক্রমাগত রোদন করছে ⇨ রোরূদ্যমান
* যে গাঁজায় নেশা করে ⇨ গেঁজেল
* যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালোবাসে ⇨ বারমুখো
* যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় ⇨ কুম্ভীলক
* যে সকল অত্যাচারই সয়ে যায় ⇨ সর্বংসহা
* যে রব শুনে এসেছে ⇨ রবাহূত
* যে সুপথ থেকে কুপথে যায় ⇨ উন্মার্গগামী
* যে আকৃষ্ট হচ্ছে ⇨ কৃষ্যমাণ
* যে বিদ্যা লাভ করেছে ⇨ কৃতবিদ্যা
* যে আলোতে কুমুদ ফোটে ⇨ কৌমুদ
* যেখানে মৃত জন্তু ফেলা হয় ⇨ ভাগাড়
* যে মেঘে প্রচুর বৃষ্টি হয় ⇨ সংবর্ত
* যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ ⇨ শ্বাপদসংকুল
* যে তির নিক্ষেপে পটু ⇨ তিরন্দাজ
* যে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত ⇨ হাতুড়ে
* যিনি প্রথম পথ দেখান ⇨ পথিকৃৎ
*:যে গাভী প্রসবও করে না, দুধও দেয় না ⇨ গোবশা
* রাত্রিকালীন যুদ্ধ ⇨ সৌপ্তিক
* রাত্রির মধ্যভাগ ⇨ মহানিশা
* রাহ্ বা রাস্তায় ডাকাতি ⇨ রাহাজানি
* রোদে শুকানো আম ⇨ আমশি
* রেশম দিয়ে নির্মিত ⇨ রেশমি
* লবণ কম দেওয়া হয়েছে এমন ⇨ আলুনি
* শত্রুকে দমন করে যে ⇨ অরিন্দম
* শত্রুকে পীড়া দেয় যে ⇨ পরন্তপ
* শত্রুকে হত্যা করেন যিনি ⇨ শত্রুঘ্ন
* শত্রুকে বধ করে যে ⇨ শত্রুঘ্ন
* শুনিতে পারা যায় এমন ⇨ শ্রবণীয়/ শ্রাব্য
* শক্তিকে অতিক্রম না করিয়া ⇨ যথাশক্তি
* শ্রম করিতে কষ্টবোধ করে যে ⇨ শ্রমকাতর
* শ্রম করিতে চাহে না যে ⇨ শ্রমবিমুখ
* শক্তির উপাসনা করে যে ⇨ শাক্ত
* শোনামাত্র যার মনে থাকে ⇨ শ্রুতিধর
* শোনা যায় এমন ⇨ শ্রুতিগ্রাহ্য
* সজ্ঞানে অন্যায় করে যে ⇨ জ্ঞানপাপী
* সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ⇨ সাবন
* স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ) ⇨ উপদা
* স্বর্গ ও মত্য ⇨ ত্রন্দসী
* সমুদ্রের ঢেউ ⇨ ঊর্মি
* সদ্য দোহনকৃত উষ্ণ দুধ ⇨ ধারোষ্ণ
* সর্বকিছু সহ্য করেন যিনি ⇨ সর্বংসহা
* স্বামীর চিতায় পুরে মরা ⇨ সহমরণ
* স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে ⇨ স্বৈরাচারী
* সস্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন ⇨ অসমীক্ষিত
* সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল ⇨ ব্রাক্ষ্মমুহূর্ত
* সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা ⇨ প্রত্যুদগমন
* সৈনিকদলের বিশ্রাম শিবির ⇨ স্কান্দাবার
* স্তন পান করে যে ⇨ স্তন্যপায়ী
* স্বাদ গ্রহণ করা হয়েছে এমন ⇨ স্বাদিত
* সূর্যের ভ্রমণপথের অংশ ⇨ অয়নাংশ
* সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে ⇨ সততসঞ্চরমান
* হাতির পিঠে আরোহী বসার স্থান ⇨ হাওদা
* হিত ইচ্ছা করে যে ⇨ হিতৈষী
* হেমন্তকালে উৎপন্ন ফসল ⇨ হৈমন্তিক
* হরেক রকম কথা বলে যে ⇨ হরবোলা
* হাতির বাসগৃহ ⇨ গজগৃহ
* হিরণ্য দ্বারা নির্মিত ⇨ হিরন্ময়
* হয়তো হবে ⇨ সম্ভাব্য
Comments