জাতীয় রাজস্ব বোর্ড

* জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয় ⇨ ১৯৭২ সালে।
* NBR ⇨ National Revenue Board
* বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস ⇨ কর রাজস্ব
* জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান নির্বাহীর পদবী ⇨ চেয়ারম্যান
* বাংলাদেশের কর কাঠামো প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর নিয়ে গঠিত।
* প্রত্যক্ষ করের উদাহরণঃ
⇨ আয়কর
⇨ ভূমি উন্নয়ন কর
⇨ কর্পোরেট কর
⇨ অস্থাবর সম্পত্তি কর
⇨ নন-জুডিশিয়াল স্ট্যাম্প
⇨ নিবন্ধন

* পরোক্ষ করের উদাহরনঃ
⇨ মুসক (মূল্য সংযোজন কর)
⇨ সম্পূরক শুল্ক
⇨ বিদ্যুৎ শুল্ক
⇨ টার্নওভার কর
⇨ বিমান টিকিট কর
⇨ বিজ্ঞাপন কর
⇨ মাদক শুল্ক
⇨ যানবাহন কর

* অনলাইনে কর পরিশোধে জাতীয় রাজস্ব বোর্ড ই-পেমেন্ট চালু করে ২০১২ সালের ২৬ মে।
* প্রতিবছর ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হয়।
*  বাংলাদেশ সরকার মূসক হতে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে।
* বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর (Value added Tax) সংক্ষেপে মূসক প্রবর্তিত হয় ১৯৯১ সালের ১ জুলাই।
* বাংলাদেশে ভ্যাটের হার ১৫ শতাংশ।
* TIN ⇨ Tax Identification Number
*  TIN হলো করদাতা শনাক্তকরণ নম্বর
* জাতীয় রাজস্ব বোর্ড ১০ ডিজিটের TIN কে হালনাগাদ করে ১২ ডিজিটের ইলেক্ট্রনিক TIN  রেজিস্ট্রেশন পদ্দতি চালু করেছে।

Comments