বিশ্বের গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ
গ্রিনল্যান্ড দ্বীপ
⇨ আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত।
⇨ সারাবছর তুষারে আবৃত থাকে
⇨ দ্বীপটির মালিকানা ডেনমার্ক
নিউগিনি দ্বীপ
⇨ দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত
⇨ দ্বীপটির মালিকানা ইন্দোনেশিয়া
⇨ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ
⇨ আয়তন ৭,৮৬,০০০ বর্গকিলোমিটার
⇨ দ্বীপের পূর্ব অর্ধেকটি স্বাধীন পাপুয়া নিউগিনি রাজ্যের প্রধান স্থলভূমি।
বোর্নিও দ্বীপ
⇨ এশিয়ার তৃতীয় বৃহত্তম দ্বীপ
⇨ দ্বীপটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয় দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত।
⇨ দ্বীপটির পূর্বে সুলু সাগর, সেলেবিস সাগর এবং মাকাসার প্রণালী; দক্ষিণে জাভা সাগর; এবং পশ্চিম ও উত্তরে দক্ষিণ চীন সাগর অবস্থিত।
⇨ দ্বীপটির মোট আয়তন ৭,৫১,১০০ বর্গকিমি (২৯০,০০০ বর্গ মাইল)।
অকল্যান্ড দ্বীপপুঞ্জ
⇨ দ্বীপটির মালিকানা নিউজিল্যান্ড
এই দ্বীপে কোনো স্থায়ী মানুষ নেই।
মাদাগাস্কার
⇨ ভারত মহাসাগরে অবস্থিত
⇨ ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ
বাফিন দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা কানাডা
পাম দ্বীপ
⇨ সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ দুবাইয়ের শান্ত সাগরে পাম গাছ আকৃতির তিনটি দ্বীপ তৈরি করেছেন যথা পাম জুমাইরা, পাম জেবেল আলী এবং পাম দেইরা। দ্বীপ তিনটি একত্রে পাম দ্বীপ নামে পরিচিত।
রোবেন দ্বীপ
⇨ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত
⇨ কেপ টাউন থেকে 11 কিমি দূরে টেবিল বে- এর প্রবেশপথে অবস্থিত এই দ্বীপটি 1488 সালে বার্তোলোমিউ ডায়াস আবিষ্কার করেছিলেন
সেন্ট হেলেনা দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা যুক্তরাজ্য
⇨ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত
⇨ ১৮১৫ সালে নেপোলিয়ান বোনাপার্টকে এই দ্বীপে নির্বাসন দেয়া হয় (যুক্তরাজ্য)
⇨ ১৮২১ সালে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ান বোনাপার্ট মারা যান
শাখালিন দ্বীপপুঞ্জ
⇨ দ্বীপটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত
⇨ দ্বীপটিকে নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে।
কুড়িল দ্বীপপুঞ্জ
⇨ দ্বীপটির মালিকানা জাপান
⇨ দ্বীপটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত
⇨ দ্বীপটিকে নিয়ে জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে।
⇨ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট থেকে দ্বীপটি দখল করে নেয়।
ম্যাকাও দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা চীন
⇨ দক্ষিণ চীন সাগরে অবস্থিত
স্প্রাটলি দ্বীপপুঞ্জ
⇨ দক্ষিণ চীন সাগরে অবস্থিত
⇨ দ্বীপটিকে নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে।
সুমাত্রা দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা ইন্দোনেশিয়া
⇨ ভারত মহাসাগরে অবস্থিত
জাভা দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা ইন্দোনেশিয়া
⇨ ভারত মহাসাগরে অবস্থিত
বালি দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা ইন্দোনেশিয়া
⇨ ভারত মহাসাগরে অবস্থিত
সেলিবিস দ্বীপ
⇨ দ্বীপটির ইন্দোনেশিয়া
⇨ ভারত মহাসাগরে অবস্থিত
মান্নার দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা শ্রীলঙ্কা
⇨ ভারত মহাসাগরে অবস্থিত
মরিশাস দ্বীপ
⇨ ভারত মহাসাগরে অবস্থিত
লাক্কাদ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা ভারত
⇨ ভারত মহাসাগরে অবস্থিত
আন্দামানা ও নিকোবর দ্বীপপুঞ্জ
⇨ দ্বীপটির মালিকানা ভারত
⇨ বঙ্গোপসাগরে অবস্থিত
আবু মুসা দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা ইরান
⇨ পারস্য উপসাগরে অবস্থিত
⇨ ইরান ও সংযুক্ত আরব আমিরাতের একটি বিরোধপূর্ণ দ্বীপ
ফকল্যান্ড দ্বীপ
⇨ আটলান্টিক মহাসাগরে অবস্থিত
⇨ দ্বীপটির বর্তমান মালিকানা যুক্তরাজ্য
⇨ দ্বীপটিকে নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে বিরোধ রয়েছে।
সিসিলি দ্বীপ
⇨ দ্বীপটির মালিকানা ইতালি
⇨ ভূমধ্যসাগরে অবস্থিত
⇨ ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ
কোর্সিকা দ্বীপ
⇨ ভূমধ্যসাগরে অবস্থিত
এলবা দ্বীপ
⇨ ভূমধ্যসাগরে অবস্থিত
মাল্টা দ্বীপ
⇨ আন্টলান্টিক মহাসাগরের অন্তর্গত ভূমধ্যসাগরে অবস্থিত
⇨ মাল্টা দ্বীপের রাজধানী ভ্যালেটা
সারদানিয়া দ্বীপ
⇨ আন্টলান্টিক মহাসাগরের অন্তর্গত ভূমধ্যসাগরে অবস্থিত
ক্রিট দ্বীপ
⇨ আন্টলান্টিক মহাসাগরের অন্তর্গত ভূমধ্যসাগরে অবস্থিত।
Comments