GPS
* GPS এর পূর্ণরূপ ⇨ Global Positioning System
* পৃথিবীর কোন স্থানের অবস্থান সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে GPS বলে।
* GPS হলো একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা।
* মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো GPS
* GPS দ্বারা কোনো একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায়।
* জিপিএস ট্র্যাকার প্রযুক্তি ব্যবহার করে চুরি হয়ে যাওয়া গাড়ি, জাহাজ, বিমান, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদির অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করা যায়।
Comments