Preposition "Since" এবং "For" এর মধ্যে ব্যবহারগত পার্থক্য
Rule-1:
Period of time এর পূর্বে for বসে।
Period of time হচ্ছে সেই সময়কালকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘণ্টা, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা যায়। যেমনঃ এক মিনিট, দুই মিনিট, এক ঘণ্টা, দুই ঘণ্টা, এক দিন, এক মাস, দশ মাস, এক বছর, দুই বছর, বিশ বছর ইত্যাদি।
Examples:
⇨ We have been reading in this school ------ four years.
⇨ We haven't seen him ------ almost a year.
⇨ Julia has been ill ------ three months.
⇨ It has been raining ------ two days.
⇨ It has been raining ------ one hour.
⇨ We have been waiting ------ twenty minutes.
⇨ Sally has been working here ------ six months.
Rule-2:
Pint of time এর পূর্বে since বসে।
Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা,গণনা করা যায় না বরং কোনো বিশেষ মুহূর্ত বা সময়কে নিদ্রেশ করে। যেমনঃ গত সোমবার, গত শুক্রবার, গত সপ্তাহ, 3 O'clock, 3.30 pm, half past three, 1975 সাল, 2000 সাল ইত্যাদি।
Examples:
⇨ I have been living in Dhaka ------ 2000.
⇨ She has lived here ------ 1975.
⇨ I have been waiting ------ five O'clock.
⇨ I have been always interested in photography ------ my school days.
⇨ Mr. Rahim has been absent from the office ------ Friday last.
⇨ I have been waiting ------ half past three (সাড়ে তিনটা).
Comments