Preposition "Through" এর ব্যবহার
Rule-1:
কোনো কিছুর ভিতর দিয়ে গমনশীল বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমনশীল বা এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্তে শেষ করা বুঝাতে Through ব্যবহৃত হয়।
Examples:
⇨ No problem can be solved ------ violence.
⇨ The Thames ------ London.
⇨ One day Mr. Ahmed was walking ------ a wood in the rain.
⇨ I went ------ the window.
⇨ I drove ------ the town at top speed without looking left or right.
Rule-2:
কোন কিছু সম্পূর্ণ অংশজু্ড়ে গতিশীল থাকা বুঝাতে Thtough ব্যবহৃত হয়।
Examples:
We slogged through the mud for hours before turning back and giving up.
Rule-3:
কোনো কিছুর ভিতর দিয়ে দেখা বুঝাতে Through ব্যবহৃত হয়।
Examples:
⇨ The view ------ the open window is very pretty.
Rule-4:
কোনো কিছুর মাধ্যমে কিছু হওয়া বুঝাতে Thtough ব্যবহৃত হয়।
Examples:
⇨ This team believes in winning ------ intimidation.
Rule-4:
নির্দিষ্ট কোনো সময় থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত সবকিছুকে নির্দেশ করতে Through ব্যবহৃত হয়।
Examples:
⇨ Your membership is active ------ March 15, 2013.
⇨ From 1945 ------ 1991.
⇨ From 1 ------ 9.
Comments