বাংলা সাহিত্যে ত্রয়ী উপন্যাস
ত্রয়ী উপন্যাসঃ
কোনো লেখার তিনটি সিরিজ বা তিনটি পার্ট থাকলে তাকে ত্রয়ী উপন্যাস বলে। ইংরেজিতে একে ট্রিলজি বলে। এ তিনটি সিরিজে ধারাবাহিকতা থাকে। আবার প্রত্যেকটি স্বতন্ত্র গ্রন্থ হিসেবে পাঠযোগ্য।
⇨ ভাওয়ালগরের উপাখ্যান (১৯৬৩)
⇨ পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪)
⇨ সংকর সংকীর্তন (১৯৮০)
* তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসঃ
⇨ ধাত্রীদেবতা (১৯৩৯)
⇨ গণদেবতা (১৯৪২)
⇨ পঞ্চগ্রাম (১৯৪৩)
* বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসঃ
⇨ আনন্দমঠ (১৮৮২)
⇨ দেবী চৌধুরাণী (১৮৮৪)
⇨ সীতারাম (১৮৮৭)
* বিমল মিত্রের ত্রয়ী উপন্যাসঃ
⇨ সাহেব বিবি গোলাম (১৯৫৩)
⇨ কড়ি দিয়ে কিনলাম (১৯৬২)
⇨ একক দশক শতক (১৯৬৩)
* শওকত আলীর ত্রয়ী উপন্যাসঃ
⇨ দক্ষিণায়নের দিন (১৯৮৫)
⇨ কুলায় কালস্রোত (১৯৮৬)
⇨ পূর্বরাত্রী পূর্বদিন (১৯৮৬)
* মানিক বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসঃ
⇨ পুতুলনাচের ইতিকথা (১৯৩৬)
⇨ শহরবাসের ইতিকথা (১৯৪৬)
⇨ ইতিকথার পরের কথা (১৯৫২)
* প্রেমেন্দ্র মিত্রের ত্রয়ী উপন্যাসঃ
⇨ পাঁক (১৯২৬)
⇨ কুয়াশা (১৯৩০)
⇨ মিছিল (১৯৩৩)
* হুমায়ূন আহমেদের ত্রয়ী উপন্যাসঃ
⇨ জোছনা ও জননীর গল্প (২০০৪)
⇨ মধ্যাহ্ন (২০০৮)
⇨ মাতাল হাওয়া (২০১০)
* সুনীল গম্গোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসঃ
⇨ সেই সময় (১৯৮১)
⇨ পূর্ব-পশ্চিম (১৯৮৮)
⇨ প্রথম আলো (১৯৯৬)
* সমরেশ মজুমদারের ত্রয়ী উপন্যাসঃ
⇨ উত্তরাধিকার (১৯৭৯)
⇨ কালবেলা (১৯৮৩)
⇨ কালপুরুষ (১৯৮৫)
* তাহমিমা আনামের ত্রয়ী উপন্যাসঃ
⇨ এ গোল্ডেন এজ (২০০৭)
⇨ দ্য গুড মুসলিম (২০১১)
⇨ দ্য বোনস ষব গ্রেস (২০১৬)
Comments