Article
Article: A., An এবং The কে Article বলে। Wren & Martin এর মতে, A, An, The ইত্যাদি Articles গুলি Noun এর পূর্বে বসে সংখ্যা এবং নির্দিষ্টতা নির্দেশ করে বলে এদেরকে Demonstrative Adjective বলে। তবে এখন এগুলিকে Determiner বলে।
Article এর প্রকারভেদঃ Articld দুই প্রকার। যথাঃ
i) Indefinite Article (A, An)
ii) Defiite Article (The)
* Indefinite Article: A এবং An কে Indefinite Article বলে। কারণ, তারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশ করে না। তারা শুধুমাত্র Singular countable noun এর পূর্বে বসে।
* Definite Article: C he কে Definite Ariticle বলে। কারণ, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট করে বোঝাতে the ব্যবহৃত হয়। Definite Article- Singular এবং Plural উভয় প্রকার noun এর পূর্বে ব্যবহৃত হতে পারে।
Uses of A, an: Sound এর ভিত্তিতে A, an ব্যবহৃত হয়। Word এর প্রথমে Consonant sound থাকলে a এবং vowel sound থাকলে an বসে। কিন্তু vowel এর উচ্চারণ you (ইউ) বা w (ওয়া) এর মত হলে a এবং consonant এর উচ্চারণ vowel এর মত হলেan বসে। তাই sound নয়, Pronunciation এর উপর ভিত্তি করে Article ব্যবহৃত হয়।
Rule: কোনো Word এর প্রথমে vowel (a, e, i, o, u) থাকলে তার পূর্বে an বসে। যেমন, an ass, an enemy, ugly bird. কিনৃতু প্রথমে vowel থাকা সত্ত্বেও উচ্চারণ you বা w এর মত হলে তার পূর্বে a বসে। যেমন, union, university, uiform, unique, useful, universal, unanimous, unit, eulogy, euphemism, European, Usage, ewe ইত্যাদির পূর্বে a বসে। ব্যতিক্রমঃ the universe.
Rule: O দ্বারা শুরু সকল শব্দের পূর্বে an বসে। শুধু one এর পূর্বে a বসে। যেমন, office, oasis, এর পূর্বে an বসে কিন্তু one-eyed man এর পূর্বে a বসে।
Rule: কোনো word এর প্রথমে Consonant থাকলে a বসে। যেমন a word, a quarter, a B.A কিন্তু প্রথমে Consonant থাকলেও যদি vowel এর মত হলে an বসে। যেমন, an honest boy, an heir, an hour, an M.A, an F.R.C.S, an L.L.B, an S.D.O, an O.C.
N.B: A, E, F, I, L, M, N, O, R, S, X দ্বারা শুরু সকল Abbreviation এর পূর্বে an বসে।
Rule: শব্দের শুরুতে থাকা h এর উচ্চারণ 'হ' হলে তার পূর্বে 'a' বসে। যেমন, a Half, a horse, a heroic, a hero, a holiday, a holy etc.
কিন্তু শব্দের শুরুতে h থাকলেও যদি উচ্চারণ 'হ' এর মত না হয় তাহলে an বসে। যেমন, an honourary, an honourable, an hour, an honest, an heir, an honours.
Rule: সাধারণত singular common noun এর পূর্বে a/an ব্যবহৃত হলে ঐ শ্রেণির সবগুলোকে বুঝায়। যেমন,
⇨ An orange is round
⇨ A/The cow is a useful animal.
⇨ An orange contain viamin C
Rule: কারও দ্বারা বাদ্যযত্র
Rule: কোনো রোগের নামের পূর্বে the বসে না। ব্যতিক্রমঃ the gout, the measles, the mumps
উদাহরণঃ
⇨ ------ AIDS virus infection is incurable. (No article)
Rule: সাধারণত material noun এর পূর্বে article বসে না। তবে এদের নির্দিষ্ট করে বুঝালে article বসে। যেমন,
⇨ ------ gold is a precious metal. (No article)
⇨ ------ salt tastes salty, and ------ pepper tastes hot. (No article)
⇨ A paid a one taka note for ------ old paper. (No article)
⇨ ------ gold of south Africa is of good quality. (The)
⇨ ------ water of this pond is clear. (The)
Rule: সাধারণত Abstract noun এর পূর্বে article বসে না। যেমন,
⇨ Patience is ------ virtue. (No article)
⇨ My neighbour is a photographer; let's ask him for ------ advice about colour films. (No article)
⇨ ------ agriculture is an important activity in Bangladesh. (No article)
⇨ It is a pleasure to do ------ business with such an efficient organization.
তবে abstract noun কে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the বসে। যেমন,
⇨ ------ kindness of Mohsina is great. (The)
⇨ I don't have ------ patience to hear your complaints again. (The)
⇨ I can't forget ------ kindness with which he treared me. (The)
Rule: কোন কিছুর বিশেষ অংশ বোঝাতে adjective এর পূর্বে the বসে।
উদাহরণঃ
⇨ He entered ------ thick of the forest. (The)
⇨ I like ------ yellow of an egg. (The)
⇨ The child likes ------ yellow of an egg. (The)
Rule: লেখকের নাম যদি তার রচিত সাহিত্যকর্ম বোঝাতে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে কোন article বসে না। অর্থাৎ
১। গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম থাকলে কোন article বসে না
২। লেখকের নাম দ্বারা বইয়ের নাম বোঝালে কোন article বসে না।
উদাহরণঃ
⇨ I have read ------ Rabindranath. (No article)
⇨ I have read ------ Shakespeare. (No article)
⇨ She reads ------ Nazrul's Agnibina. (No article)
⇨ Rina reads ------ Homer's Illiad. (No article)
Rule: সাধারণত Telephone, Television ইত্যাদি এর পূর্বে কোনো article বসে না। তবে বিশেষার্থে এদের পূর্বে article বসে। যেমন,
⇨ ------ telephone has had ------ enormous impact on how we communicate. (No article, an)
⇨ I have bought------telephone set. (a)
Rule: সাধারণত Breakfast, Lunch, Dinner, Supper ইত্যাদি এর পূর্বে কোন Article বসে না। তবে এদের পূর্বে adjective থাকলে অথবা বিশেষার্থে এদের পূর্বে article বসে। যেমনঃ
⇨ What did you eat for ------ breakfast this morning? (No article)
⇨ I gave------lunch in the honour of the guest. (a)
Rule: কতগুলো Idiomatic phrases এ the ব্যবহৃত হয়। যেমনঃ
⇨ On the wane
⇨ In the wrong
⇨ Speak the truth
⇨ Get the upper hand
⇨ Take the bull by the horns
⇨ In the know of sth.
⇨ In the dark.
Rule: Transitive verb এর object complemenr এর পূর্বে arricle বসে না। যেমন,
⇨ He was elected chairman of the board.
⇨ They made him captain.
⇨ Mr. Sen became --- Principal of the college. (No article)
ব্যতিক্রমঃ
⇨ We called him a fool.
⇨ He was called a fool.
N.B: Transitive verb এর object পরবর্তী noun বা adjective এবং subject যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে তাকে object complement বলে।
Comments