Noun

Noun:
Noun শব্দটির অর্থ হচ্ছে নাম। যে Word দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে Noun বলে। 

Kinds of Noun:
Noun প্রধাণত  দুই প্রকার। যথাঃ
1. Concrete Noun
2. Abstract Noun

Concrete Noun:  যে Noun গুলোকে দেকা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রানণ এবং স্বাদ নেয়া যায় সেই Noun গুলোকে Concrete Noun বলে।
Concrete Noun আবার চার প্রকার। যথাঃ
1. Proper Noun (বিশেষ নাম)
2. Common Noun (জাতিবাচক নাম)
3. Collective Noun (সমষ্টিবাচক নাম)
4. Material Noun (বস্তুবাচক নাম)

Abstract Noun: যে Noun গুলো দ্বারা কোনো কিছুর দোষ/গউণ, অবস্থা অথবা কাজেন নাম বোঝায় তাকে Abstract Noun বলে। 

সুতরাং Noun মোট পাঁচ প্রকারে বিভক্ত। যথাঃ
1. Proper Noun
2. Common Noun
3. Collective Noun
4. Material Noun
5. Abstract Noun

Proper Noun:
Capital letter সূচিত একটি নির্ূিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে Proper Noun বলে।

Common Noun:
যে সকল Noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু,  স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বোঝায় তাদেরকে Common Noun বলে।সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়।

Proper Noun এবং Common Nounএর মধ্যে পার্থক্যঃ

Plural Common Noun:
কোন noun একের অধিক হলেই তাকে Plural Common Noun বলে। আবার, Adjective এর সাথে s যুক্ত হয়ে Plural common noun হয় না কিন্তু The + Adjective কোনো বিশেষ শ্রেণির সকলকে বোঝায় বলে একে Plural Common Noun বলে এবং এদের পরবর্তী Verb টি Plural হয়।

Collective Noun:
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই Collective Noun বলে।

Common Noun এবং Collective Noun এর মধ্যে পার্থক্যঃ

Moun of Multitude:
Collective Noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বুঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে Noun of Multitude বলে।
Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর Verb ও Pronoun দুটোই Singular হয়ে থাকে।
e.g. The jury is unanimous in its decision.

কিন্তু Noun of Multitude এর Verb এবং Pronoun দুটোই Plural হয়ে থাকে।
e.g. 
⇨ The jury were divided in their opinions.
⇨ The jury are arguing among  themselves.
⇨ The committee were unable to agree on this question.

Material Noun:
যে সকল Noun দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিবাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে Material Noun বলে।
আবার, যে Material বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে Material Noun বলে।
কোন noun দ্বারা খাদ্য বুঝালে তা material noun হয়। তাই যেকোন Animal এর মাংস সাধারণত Material noun হবে।
Examples:
⇨ He eats poultry every weak.
Fish is good for food.
Mango is my favourite fruit.

Material Noun থেকে উৎপন্ন বস্তুতে উক্ত Material অপরিবর্তিত থাকলে এবং উৎপ্ন্ন বস্তুটি গণনা করা গেলে তা Common Noun হবে।
Material Noun এর অপর নাম Mass Adjective



Abstract Noun:
যে সকল Noun দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়,  তাদেরকে Abstract Noun বলে। এদের শেষে ce, cy, th, ty, ness, ment, hood, tion, sion, dom, ry ইত্যাদি Suffix থাকে।

Formation of Abstract Noun from Adjective

Formation of Abstract Noun from Common Noun

Formation of Abstract Noun from Verb

নিম্নোক্ত শব্দগুলো Verb এবং Abstract Noun একই form হয়ে থাকে। যথাঃ-
Cry, Desire, Fall, Fear, Hope, Laugh, Love, Move, Order, Regret, Ride, Rise, Run, Sob, Stay, Step, Stop, Taste, Touch, Walk, Work ইত্যাদি

Transformation of Proper Non to Common Noun:
Rule-1: সাদৃশ্য তুলনা করলে তুলনীয় Proper Noun টি Common Noun হয়ে যায় এবং এক্ষেত্রে Common Noun টির পূর্বে article বসে। স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বুঝালে the এবং অনির্দিষ্ট বা অনেকের মত একজন বুঝালে a/an বসে।

Rule-2: একই নামের একাধিক বা অনেককে বুঝালে Proper noun টি Common noun হয়ে যায়। এক্ষেত্রে Proper noun টির Plural হয়।

Transformation of Abstract Noun to Common Noun:
Rule-1: Abstract Noun এর পূর্বে the বসিয়ে নির্দিষ্ট করলে Abstract Noun টি Common Noun হয়ে যায়।

Rule-2: যখন Abstract Noun দ্বারা কোনো গুণ না বুঝিয়ে ঐ গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝায় তখন তা Common Noun হয়ে যায়। এক্ষেত্রে Abstract Noun টির পূর্বে article বসে অথবা Abstract Noun টির Plural হয়।

Transformation of Material Noun to Common Noun
Rule-01: Material noun এর পূর্বে The এবং পরে Of বসিয়ে নির্দিষ্ট করলে Material Noun টি Common Noun হয়ে যায়।
Examples:
⇨ The water of the Ganga is sacred.
⇨ The rice of Dinajpur is fine.

Rule-02: যখন material noun দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিস বোঝায় তখন তা Common noun হয়ে যায়। এক্ষেত্রে Material noun টির পূর্বে article বসে অথবা plural হয়।
Examples:
⇨ He was put in irons. (Chain maid of iron)
⇨ He bought an iron.
⇨ Drive the nail into the table.

Transformation of Collective noun to Common noun
Rule-01: Collective noun এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে অথবা s/es যুক্ত করলে তা Common noun হয়ে যায়।

Transfromation of Common noun to Proper noun
Rule-01: Common noun দ্বারা একটি নির্দিষ্ট নাম বুঝালে এবং তা Capital Letter দ্বারা শুরু হলে তা Proper noun হয়ে যায়।

Transformation of Common noun to Abstract noun
Rule-01: Common  noun টি দ্বারা অভ্যন্তরীণ গুণ বোঝালে তা Abstract noun হয়ে যায়। এক্ষেত্রে common noun টির পূর্বে The এবং পরে in থাকে।

Transformation of Abstract noun to Proper noun
Rule-01: Abstract noun টিতে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হলে এবং Capital letter এ লিখলে তা Proper noun হয়ে যায়।

The same word but different noun according to the sense:
⇨ He feeds his poultry everyday. (Collective noun)
⇨ He eats poultry every week. (Material noun)

⇨ Fish live in water. (Common noun)
⇨ Fish is good for food. (Material noun)

⇨ I like mangoes. (common noun)
⇨ Mango is my favourite fruit. (Material noun)

Countable Noun:
যে সকল noun কে গণনা করা যায় তাদেরকে Countable noun বলে। Countable noun এর plural করা যায় এবং এদের পূর্বে article বসে। শুধুমাত্র Common noun ই হচ্ছে Countable noun এবং অন্য সকল noun হচ্ছে Uncountable noun ।
American Countable noun কে বলা হয় Cont noun.

Uncountable Noun
যে সকল noun কে গণনা করা যায় না (পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম)  তাদেরকে Uncountable  noun বলে। Uncountabke noun এর plural হয় না এবং এদের পূর্বে article বসে না। Anerican  Uncountable noun কে বলা হয় Non-Count noun.

Rule: কতকগুলো Uncountable noun এর আলাদা Countable noun ব্যবহার করা হয়। আবার, Uncountable noun এর পূর্বে piece, item, slice, bar, loaf, ear, clap, flash, game ইত্যাদি বসিয়ে Countable noun করা হয়ে থাকে। নিম্নে সেগুলো তুলে ধরা হলোঃ
Uncountable noun ⇨ Countable noun
Accommodation ⇨ A place to live
Baggage ⇨ A case/trunk/bag
Bread ⇨ A loaf, a roll
Equipment ⇨ a tool
Furniture ⇨ a chair, a table etc
Knowledge ⇨ a fact
Money ⇨ a coin, a note, a sum
News ⇨ a piece of news
Poetry ⇨ a poem
Progress ⇨ an advance
Publicity ⇨ an advertisement
Research ⇨ an experiment
Traffic ⇨ a car, a bus
Vocabulary ⇨ a word
Work ⇨ a job
Information ⇨ a piece/an item of information

Rule: The following singular and plural expressions are idiomatic
Singular noun ⇨ Plural noun
A piece of advice ⇨ Two pieces of advice
A piece of bread ⇨ Two pieces of bread
A piece of furniture ⇨ Two pieces of furniture
A piece of luggage ⇨ Two pieces of luggage
A piece of jewelry ⇨ Two pieces of jewelry
A  clap of thunder ⇨ Two claps of thunder
A bolt of lighting ⇨ Teo bolts of lighting
A piece of music ⇨ Two pieces of music
A piece of equipment ⇨ Two pieces of equipment
A piece of news ⇨ Two pieces of news
A piece of toast ⇨ Two pieces of toast
A bar of soap ⇨ Two bars of soap
An ear of corn ⇨ Two ears of corn
A loaf of bread ⇨ Two loafs of bread
A piece of mail ⇨ Two pieces of mail
A slice of bread ⇨ Two slices of bread
A gust of wind ⇨ Two gust of wind
A piece of information ⇨ Two pieces of information



Comments