Rule Redundancy

Redundancy শব্দের অর্থ হলো অপ্রয়োজনীয়তা, গুরুচন্ডালী বা শব্দবাহুল্য দোষে দুষ্ট। বাক্যে অনাবশ্যক শব্দের পুনরাবৃত্তি বা বাক্যে প্রয়োজন নেই এমন শব্দের ব্যবহারকেই Redundancy বলে। Redundancy দুইভাবে হতে পারে।
১। একই অর্থপ্রকাশ করে এমন একাধিক Word বা Phrase এর পুনরাবৃত্তি।
২। বাক্যে প্রয়োজন নেই এমন Word/Phrase এর ব্যবহার।

Rule-1: একই অর্থপ্রকাশ করে এমন একাধিক Word বা Phrase এর পুনাবৃত্তি:
⇨ Await এর অর্থ Wait for তাই Await এর পর for বসে না।
⇨ Revert এর অর্থ go back তাই Revert এর সাথে back বসে না।
⇨ Return এর অর্থ  go back, come back তাই  এর সাথে back বসে না।
⇨ Conclusion এর অর্থ Final decisionতাই  এর সাথে final বসে না।
⇨ Restore এর অর্থ  bring back তাই  এর সাথে back বসে না।
⇨ Advance এর অর্থ go/move forward  তাই  এর সাথে forward বসে না।
⇨ Join এর অর্থ  stick together, faster together তাই  এর সাথে together বসে না।
⇨ Dictionary এর অর্থ phrase book, word book  তাই  এর সাথে book বসে না।
⇨ Innovation এর অর্থ a new idea/method তাই  এর সাথে new বসে না।
⇨ Matinee এর অর্থ performance afternoon of a play, a film show of a film/movieতাই এর সাথে performance বসে না।
⇨ Invention এর অর্থ New design/existence তাই এর সাথে new বসে না।
⇨ Lodging এর অর্থ temporary housing তাই এর সাথে house বসে না।
⇨ Twin এর অর্থ one of the two children born to the same mother at the same time/one of two very similar things তাই Twin এর সাথে two বসে না।
⇨ Better এর অর্থ comparatively well তাই better এর সাথে comparatively বসে না।
⇨ Proceed এর অর্থ move forward  তাই Proceed এর সাথে forward বসে না।
⇨ Progress এর অর্থ move forward তাই Progress এর সাথে forward বসে না।
⇨ Prosper এর অর্থ move forward তাই prosper এর সাথে forward বসে না।
অনুরূপভাবে-
⇨ Period এর সাথে time বসে না।
⇨ Compete এর সাথে Together বসে না।
⇨ Discover এর সাথে new বসে না।
⇨ Cousin এর সাথে brother/sister বসে না।
⇨ Sufficient এর সাথে enough বসে না।
⇨ Back এর সাথে side বসে না
⇨ Refer এর সাথে back বসে না।
⇨  United এর সাথে together বসে না।
⇨ Combine এর সাথে together বসে না।
⇨ Renew এর সাথে again বসে না।
⇨ Entire এর সাথে whole বসে না।
⇨ Nearly এর সাথে almost বসে না।
⇨ Same এর সাথে identical বসে না।
⇨ Reason এর সাথে because বসে না।

Examples:
⇨ I await your decision.
⇨ He resembles his father.
⇨ He has a monopoly of the the trade.
⇨ Fetch some water for me.
⇨ This is a fact.
∞ Do not repeat the mistake.
⇨ Repeat it.

Rule-2: বাক্যে প্রয়োজন নেই এমন Word/Phrase এর ব্যবহার:
 নিম্নলিখিত word গুলো transitive হওয়ায় এদের পরে কোনো Prepositio বসবে নাঃ
⇨ Answer (Reply to, Respond to)
⇨ Approach (Come near to)
⇨ Discuss (Talk about)
⇨ Emphasize
⇨ Enter (go into)
⇨ Investigate (look into)
⇨ Meet (be familiar with)
⇨ Order (ask for)
⇨ Paint (Cover with colour)
⇨ Reach home (arrive at)
⇨ Recommend
⇨ Resemble (be similar to)
⇨ Resign (give up a job)
⇨ Violate (go againt a law/agreement)

Examples:
⇨ Let's discuss our problem.
⇨ He ordered a cup of tea.
⇨ He has redigned his post.
⇨ I want to go abroad after my my studies.

কিন্তু এদের Noun form থাকলে তার পরে Preposition বসে।
যেমনঃ
⇨ I want to discuss the matter with you. (Transitive form)
⇨ I have a discussion about the matter with you. (Noun form)
⇨ He resembles his father. (Transitive form)
⇨ Two brothers show resemblance to each other. (Noun form)
⇨ Please answer the qhestion. (Transitive form)
⇨ His answer to my question was quite wrong. (Noun form)

Comments