বাচ্য পরিবর্তন

বাচ্য পরিবর্তন
কর্তৃবাচ্য
*  আমি বই পড়ছি।
* রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেছেন।
* নজরুল অগ্নিবীণা লিখেছেন।
* আমি ফুল তুলিয়াছি।
* তুমি আমাকে শান্তি দিলে না
* আমি আর গেলাম না
* তোমরা কখন এলে?
* এবার তাহলে আসি।
* তুমি হা্টবে।
* কোথায় থাক?
* একটি গান করো।

কর্মবাচ্য
⇨ আমার বই পড়া হয়েছে।
⇨ রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে।
⇨ নজরুল কর্তৃক অগ্নিবীণা লিখিত হয়েছে।
⇨ আমা দ্বারা ফুল তোলা হয়েছে।
⇨ তোমা হতে আমার শাতি আসলো না।

ভাববাচ্য
⇨ তোমাকে হাঁটতে হবে।
⇨ কোথায় থাকা হয়?
⇨ একটি গান করা হউক।
⇨ আমার আর যাওয়া হলো না
⇨ তোমাদের কখন আসা হল?
⇨ এবার তাহলে আসা যাক।

Comments