প্রহসন (বাংলা সাহিত্য)

 

প্রহসন
প্রহসন লেখক
সধবার একাদশী দীনবন্ধু মিত্র
বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্র
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ মাইকেল মধুসূদন দত্ত
একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্ত
এর উপায় কি মীর মশাররফ হোসেন
ভাই ভাই এইতো চাই মীর মশাররফ হোসেন
ফাঁস কাগজ মীর মশাররফ হোসেন
বাঁধা খাতা মীর মশাররফ হোসেন
যেমন কর্ম তেমন ফল রামনারায়ণ তর্করত্ন
উভয়সঙ্কট রামনারায়ণ তর্করত্ন
বিবাহ বিভ্রাট অমৃতলাল বসু
চোরের উপর বাটপারি অমৃতলাল বসু
ডিসমিস অমৃতলাল বসু
কৃপণের ধন অমৃতলাল বসু
কিঞ্চিত জলযোগ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
বৈকুণ্ঠের খাতা রবীন্দ্রনাথ ঠাকুর
চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুর
গোড়ায় গলদ রবীন্দ্রনাথ ঠাকুর
হাস্যকৌতুক রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ রক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর

Comments