আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা
জাতিসংঘ
জাতিসংঘের রাষ্ট্র সংখ্যা⇨ ১৯৩ টি
জাতিসংঘ স্বাক্ষরিত হয়⇨ ১৯৪৫ সালের ২৬ জুন
জাতিসংঘের অফিসিয়াল ভাষা⇨ ৬ টি (ইংরেজি, আরবি, রুশ, চীনা, ফরাসি, স্প্যানিশ)
জাতিসংঘের সদর দপ্তর⇨ নিউইয়র্ক
বর্তমান মহাসচিব⇨ অ্যান্তেনিও গুতেরেস
বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী জাতিসংঘের মহাসচিব⇨ দ্যাগ হামারশোল্ড

জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যঃ
⇨ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা
⇨ জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা
⇨ 

জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি⇨ মোহাম্মদ আব্দুল মুহিত
বাংলাদেশ জাতিসংঘের সদসয়পদ লাভ করে⇨ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য



আন্তর্জাতিক বিচারালয়
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থার নাম⇨ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)
ICJ /আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ICJ কার্যক্রম শুরু করে⇨ ১৯৪৬ সালের ১৮ এপ্রিল
সদর দপ্তর/ কার্যালয়⇨ নেদারল্যান্ডসের হেগ
বিচারক সংখ্যা⇨ ১৫ জন
বিচারকদের মেয়াদ⇨ ৯ বছর
সভাপতির মেয়াদ⇨ ৩ বছর
কার্যাবলী⇨ জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যকার ভূমির সীমানা, সমুদ্রসীমা এবং আঞ্চলিক সার্বভৌমত্বের মতো বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করা

নিরাপত্তা পরিষদ
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য⇨ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন
নিরাপতা পরিষদের দশটি অস্থায়ী সদস্য⇨
নিরাপত্তা পরিষদের গঠন প্রক্রিয়া
অস্থায়ী সদস্য নির্বাচনঃ
এশিয়া থেকে ২টি দেশ
আফ্রিকা থেকে ৩ টি দেশ
লাটিন আমেরিকা থেকে ২ টি দেশ
পূর্ব ইউরোপ থেকে ১ টি দেশ
পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে ১ টি দেশ
অস্থায়ী সদস্যে মেয়াদ⇨ ২ বছর
সভাপতির মেয়াদ⇨ ১ মাস

নিরাপত্তা পরিষদের প্রধান কাজ
⇨ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা
⇨ শান্তিভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
⇨ শান্তিরক্ষাী বাহিনী মোতায়েন
⇨ অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা
⇨ প্রশাসনিক কার্যাবলি


ACU
পূর্ণরূপ⇨ Asian Clearing Union
১৯৭৪ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়
সদর দপ্তর⇨ ইরানের রাজধানী তেহরান
সদস্য দেশের সংখ্যা⇨ ৯ টি
সদস্য দেশসমূহ⇨ ইরান, পাকিস্তান, ভারত,শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার

ADB
ADB এর পূর্ণরূপ⇨ Asian Development Bank
ADB এর সদর দপ্তর⇨ ফিলিপাইনের ম্যানিলা

Amnesty International
১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাতা⇨ পিটার বেনেনসন
সদর দপ্তর⇨ যুক্তরাজ্যের লন্ডন
১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়

APEC
পূর্ণরূপ⇨ Asia-Pacific Economic Co-operation
সদর দপ্তর⇨ সিঙ্গাপুর
সদস্য দেশের সংখ্যা⇨২১ টি
সদস্য দেশসমূহ
উদ্দেশ্য⇨ সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি

Arab League
১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ (৭ টি)⇨ সৌদি আরব, ইয়েমেন, ইরাক, লেবানন, জর্ডান, সিরিয়া, মিশর
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর⇨ মিশরের কায়রো
১৯৭৯ সালে মিশর-ইসরায়েল শান্তিচুক্তি হলে আরবলীগ থেকে মিশরের সদস্যপদ স্থগিত করা হয়
মিশরের সদস্য পদ স্থগিত হলে সদর দপ্তর কায়রো থেকে তিউনিসে স্থানানৃতর করা হয়
১০ বচর পর ১৯৮৯ সালে মিশরের সদস্যপদ পুনর্বহাল করা হয় 
১৯৯০ সালে পুনরায় সদর দপ্তর কায়রোতে স্থানান্তর করা হয়
বর্তমান সদর দপ্তর⇨ মিশরের রাজধানী কায়রো
বর্তমান সদস্য দেশের সংখ্যা⇨ ২২ টি
সদস্য দেশের সংখ্যা⇨ সৌদি আরব, কাতার, ওমান, ইয়েমেন, কুয়েত, বাহরািন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, মরক্কো, মৌরিতানিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সুদান, জিবুতি, সোমালিয়া, কমোরোস

ASEAN
ASEAN এর পূর্ণরূপ⇨ Association of South East Asian Nations
ASEAN এর সদর দপ্তর⇨ ইন্দোনেশিয়ার জাকার্তা
 সদস্য দেশের সংখ্যা⇨ ১০টি
সদস্য দেশসমূহ⇨ মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ফিলিপাইন
উদ্দেশ্য
⇨ দক্ষিণ পার্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাইরে রাখা
⇨ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক দ্বন্দ্ব-সংঘাতের নিরসন করা
প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ান এর শীর্ষ দেশ⇨ সিঙ্গাপুর
এশিয়ায়যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি⇨ আসিয়ান জোটকে সমর্থন করা

AU
পূর্ণরূপ⇨ African Union
১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাকালীন নাম⇨ Organization of African Union
বর্তমান নামকরণ করা হয়⇨ ২০০২ সালের ৯ জুলাই
সদর দপ্তর⇨ ইথিওপিয়ার আদ্দিস আবাবা

BBC
BBC এর পূর্ণরূপ⇨ British Broadcasting Corporation
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সংস্থা
BBC এর সদর দপ্তর⇨
প্রধান কাজ⇨ টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান তৈরি এবং তথ্য সেবা সরবরাহ করা

BCIM
পূর্ণরূপ⇨ Bangladesh-China-India-Myanmar Forum for Regional Cooperation
অর্থনৈতিক করিডোর
উদ্দেশ্য⇨ অধিকতর পারস্পরিক বাণিজ্য এবং বিনিয়োগের সহযোগিতার জন্য একটি আঞ্চলিক সংগঠন
সদস্য দেশের সংখ্যা⇨ ৪ টি
সদস্য দেশসমূহ⇨ বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার

BIMSTEC
BIMSTEC এর পূর্ণরূপ⇨ Bay of Bangal Initiative for Multi-sectoral Technical and Economic Co-operation
BIMSTEC এর সদর দপ্তর‌⇨  ঢাকা
প্রতিষ্ঠাকাল⇨ ১৯৯৭ সালের ৬ জুন থাইল্যান্ডের ব্যাংককে
প্রতিষ্ঠার লক্ষ্য⇨ অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করা
সদস্য দেশের সংখ্যা⇨ ৭ টি
সদস্য দেশসমূহ⇨ বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান
সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়⇨ ২০২২ সালের মার্চ মাসে শ্রীলঙ্কাতে
১৯৯৭ সালে বাংলাদেশ, ভারত,  শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে নিয়ে গঠিত হয়
প্রতিষ্ঠাকালীন নাম ছিল⇨ Bangladesh-India-Sri Lanka- Thailand Economic Cooperation (BISTEC)
২০০৪ সালের ৩১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বর্তমান নামকরণ করা হয়

BRICS
BRICS এর পূর্ণরূপ⇨ Brazil, Russia, India, China and South Africa
BRICS এর সদর দপ্তর⇨ সদর দপ্তর নেই
BRICS এর অধীনে গঠিত ব্যাংক⇨ New Development Bank

BBC
পূর্ণরূপ⇨ Btitish Broadcasting Corporation
সদর দপ্তর⇨ যুক্তরাজ্যের লন্ডনের ব্রডকাস্টিং হাউস
প্রতিষ্ঠাকাল⇨ ১৯২২ সাল
বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে⇨ ১৯৪১ সালের ১ অক্টোবর
বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ ঘোষণা করে⇨ ২০২২ সালের ৩১ ডিসেম্বর

CEPA
পূর্ণরূপ⇨ Comprehensive Economic Partnership Agency

CIRDAP
CIRDAP এর পূর্ণরূপ⇨ Centre on Integrated Rural Development for Asia and the Pacific
CIRDAP এর সদর দপ্তর⇨ ঢাকার চ্যামেলী হাউস
প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৭৯ সালের ৬ জুলাই
সদস্য সংখ্যা⇨ ১৫ টি
৫ টি সদস্য রাষ্ট্র⇨ বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, 

COMESA
পূর্ণরূপ⇨ Common Market for Eastern and Southern Africa
পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশসমূহের একটি বাণিজ্যিক ব্লক
সদর দপ্তর⇨ জামৃবিয়ার লুসাকা

Commonwealth of Nations
১৯২৬ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইম্পেরিয়াল সম্মেলনে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস ধারণার পত্তন হয়
১৯৩১ সালে জারিকৃত স্ট্যাটু অব ওয়েস্টমিনিস্টার আইনের মাধ্যমে ুপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে স্বাতন্ত্র্য মর্যাদা পায়
১৯৪৯ সালে লন্ডন ঘোষণার মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ কথাটি বাদ দেওয়া হয় এবং কমনওয়েলথ অব নেশনস প্রতিষ্ঠা লাভ করে
ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ কমনওয়েলথ এর সদস্য
কমনওয়েলথ এর প্রধান হলেন⇨ ব্রিটেনর রানি
ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ হচ্ছে⇨ মোজাম্বিক ও রুয়ান্ডা
দক্ষিণ আফ্রিকা, গাম্বিয়া, পাকিস্তান, ফিজি ও মালদ্বীপ কমনওয়েলথ ত্যাগ করেছিল এবং পরবর্তীতে পুনরায় যোগদান করে
আয়ারল্যান্ড কমনওয়েলথ ত্যাগ করে⇨ ১৯৪৯ সালে
জিম্বাবুয়ে কমনওয়েলথ ত্যাগ করে⇨ ২০০৩ সালে
সদর দপ্তর⇨ যুক্তরাজ্যের লন্ডনে মার্লবোরো হাউজ
জনসংখ্যায় কমনওয়েলথ এর বৃহত্তম দেশ⇨ ভারত
আয়তনে কমনওয়েলথ এর বৃহত্তম দেশ⇨ কানাডা
জনসংখ্যায় কমনওয়েলথ এর ক্ষুদ্রতম দেশ⇨ নাউরু
আয়তনে কমনওয়েলথ এর ক্ষুদ্রতম দেশ⇨ নাউরু
কমনওয়েলথ এর সিদ্ধান্ত গৃহীত হয়⇨ সর্বসম্মতিক্রমে

CNN
CNN এর পূর্ণরূপ⇨ Cable News Network
CNN এর সদর দপ্তর⇨ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা
প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৮০ সালে
প্রতিষ্ঠাতা⇨ Red Turner and Reese Schonfeld

CPA
পূর্ণরূপ⇨ Commonwealth of Parliamentary Association
সদর দপ্তর⇨ লন্ডন

 D-8
দশম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়⇨ ঢাকায় (ভার্চুয়াল)
১৯৯৭ সালের সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়
বর্তমান সদস্য দেশ⇨ ৮ টি
সদস্য দেশসমূহ⇨ মিশর, বাইজেরিয়, ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
১৯৯৭ সালের তুরস্কের ইস্তাম্বুলে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শীর্ষ সম্মেলন দুই বছর পর পর অনুষ্ঠিত হয়

EFTA
পূর্ণরূপ⇨ European Free Trade Association
চারটি ইউরোপীয় দেশের একটি মুক্ত বাণিজ্য এলাকা
সদস্য দেশ সমূহ⇨আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন
১৯৬০ সালে যাত্রা শুরু করে

EU
EU এর পূর্ণরূপ⇨ European Union
EU এর সদর দপ্তর⇨ বেলজিয়ামের ব্রাসেলস
মুদ্রা⇨ ইউরো
ইউরো মুদ্রার জনক⇨ রবার্ট মুন্ডেল
ইউরো মুদ্রা চালু হয়⇨ ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে১৯ টি দেশে
বর্তমান সদস্য দেশের সংখ্যা⇨ ২৭ টি
রোম চুক্তি হয়⇨ ১৯৫৭ সালের ২৫ মার্চ
রোম চুক্তি কার্যকর হয়⇨ ১৯৫৮ সালের ১ জানুয়ারি
রোম চুক্তির ফলে European Economic Community ( EEC) প্রতিষ্ঠিত হয়
১৯৯৩ সালে EEC এর নাম পরিবর্তন করে European Community করা হয়
ম্যাসট্রিচট চুক্তি হয়⇨ ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে
ম্যাসট্রিচট চুক্তি কার্যকর হয়⇨ ১৯৯৩ সালের ১ নভেম্বর
ম্যাসট্রিচট চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে European Union প্রতিষ্ঠিত হয়
লিসবন চুক্তি স্বাক্ষরিত হয়⇨ ২০০৭ সালের ১৩ ডিসেম্বর
লিসবন চুক্তি কার্যকর হয়⇨ ২০০৯ সালের ১ ডিসেম্বর
লিসবন চুক্তি ৫০ নং অনুচ্ছেদে জোট থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া সর্মর্কে বলা হয়েছে।
শেনজে চুক্তি স্বাক্ষরিত হয়⇨ ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে
শেনজেন চুক্তি কার্যকর হয়⇨ ১৯৯৫ সালের ২৬ মার্চ
শেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি
শেনজেন চুক্তির ফলে ভিসামুক্ত ইুরোপের যাত্রা শুরু হয়
বর্তমানে ইউরোপের ২৬ টি দেশ শেনজেন এলাকাভুক্ত
Brexit প্রশ্নে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হয়⇨ ২০১৬ সালের ২৩ জুন
ইইউ থেকে যুক্তরাজ্য বের হয়ে যায়⇨ ২০২০ সালের ৩১ জানুয়ারি
European Parliament এর সদর দপ্তর⇨ ফ্রান্সের স্ট্রাসবার্গ
European Parliament এর রশাসনিক কার্যালয় অবস্থিত⇨ লুক্সেমবার্গ
ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিস এর সদর দপ্তর⇨ লুক্সেমবার্গ
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর⇨ জার্মানির ফ্রাঙ্কফুট

FIFA
FIFA এর পূর্ণরূপ⇨ Federation of International Football Association
FIFA এর সদর দপ্তর⇨ সুইজারল্যান্ডের জুরিখ

G-7
সদস্য দেশের সংখ্যা⇨ ৭ টি
সদস্য দেশ সমূহ⇨ যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান
সর্বশেষ (৪৭ তম) সম্মেলন অনুষ্ঠিত হয়⇨ যুক্তরাজ্যের কর্নওয়ালে ১১-১৩ জুন, ২০২১
প্রতিষ্ঠাকাল⇨ ১৯৭৫ সালের ১৫ নভেম্বর
সদর দপ্তর⇨ নাই

G-15
৩য় বিশ্বের দেশসমূহের একটি অর্থনৈতিক গ্রুপ
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়
সদস্য দেশের সংখ্যা⇨ ১৭ টি
সদর দপ্তর⇨ জেনেভা

G-20
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়
সদস্য দেশের সংখ্যা⇨ ২০ টি
সদস্য দেশসমূহ⇨ G-7 এর সাতটি দেশ + BRICS এর ৫ টি দেশ + মেক্সিকো, আর্জেন্টিনা, সৌদি আরব, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া
G-20 Members represents abput 90% Global GDP.

 G-77
জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক সংঘটন
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাতা সদস্য দেশের সংখ্যা⇨ ৭৭ টি
বর্তমান সদস্য দেশের সংখ্যা⇨ ১৩৪ টি
Main Purpose: To provide a forum for developing nations to promote their economic interests

GATT
পূর্ণরূপ⇨ General Agreement on Tariffs and Trade

Global Zero Campaign
Global Zero Campaign is related to Elimination of Nuclear Weapons
Launched in December, 2008

GMT
পূর্ণরূপ⇨ Greenwitch Mean Time

Greenpeace
বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা
সদর দপ্তর⇨ নেদারল্যান্ডের আমস্টারডাম
১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়
২৯৬০ এর দশকের শেষার্ধে যুক্তরাষ্ট্টের আলাস্কার ভূমিকম্পণপ্রবণ আমচিটকা দ্বীপে পরমাণ অস্ত্রের ভূগর্ভস্থ পরীক্ষার প্রতিবাদে ১৯৬৯ সাল কানাডার ভ্যাঙ্কুভারে Don't Make A Wave Committee গঠিত হয় যা ১৯৭১ সালে Greenpeace নাম ধারণ করে

Hamas
১৯৮৭ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়
ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠন
সদর দপ্তর⇨ গাজা

Human Rights Watch
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাকালীন নাম⇨ হেলসিংকি ওয়াচ
Human Rights Watch নামকরণ করা হয়⇨ ১৯৮৮ সালে
সদর দপ্তর⇨ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক

IAEA
IAEA এর পূর্ণরূপ⇨  International Atomic Energy Agency
IAEA প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৫৭ সালে
সদর দপ্তর⇨ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা

IBRD
পূর্ণরূপ⇨ International Bank for Reconstruction and Development
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি
সদস্য সংখ্যা

ICARDA
পূর্ণরূপ⇨ International Center for Agricultural Research in the Dry Areas

ICC
পূর্ণরূপ⇨ International Cricket Council
সদর দপ্তর⇨ সংযুক্ত আরব আমিরাতের দুবাই

ICRC
পূর্ণরূপ⇨ International Committee of the Red Cross

ICSID
পূর্ণরূপ⇨ International Centre for Settlement of Investment Disputes
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি
সদস্য সংখ্যা⇨ 
প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৬৬ সালে

IDA
IDA এর পূর্ণরূপ⇨ International Development Association
 IDA এর সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি


IDB
পূর্ণরূপ⇨ Islamic Development Bank
IDB এর সদর দপ্তর⇨ সৌদি আরবের জেদ্দা

IFC
পূণরূপ⇨ International Finance Corporation
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি
সদস্য  সংখ্যা⇨ 
প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৯৪ সালে

ILO
পূর্ণরূপ⇨  International Labour Organization
সদর দপ্তর⇨ জেনেভা
প্রতিষ্ঠাকাল⇨ ১৯১৯ সাল
নোবেল পুরস্কার লাভ করে⇨ ১৯৬৯ সালে

IOM
IOM এর পূর্ণরূপ⇨ International Organization for Migration


IMF
পূর্ণরূপ⇨ International Monetary Fund
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি

INTERPOL
পূর্ণরূপ⇨ International Criminal Police Organization
প্রধান কাজ⇨ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা
প্রতিষ্ঠিত হয়⇨ ১৯২৩ সালে ভিয়েনাতে
প্রতিষ্ঠাকালীন নাম⇨ International Criminal Police Commission
বর্তমান নামে পরিবর্তিত হয়⇨ ১৯৫৬ সালে
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ⇨ ৫০ টি
বর্তমান সদস্য দেশ⇨ ১৯৪ টি
বাংলাদেশ সদস্যপদ লাভ করে⇨ ১৯৭৬ সালে
বাংলাদেশ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়⇨ ১৯৮৮ সালে
সদর দপ্তর⇨ ফ্রান্সের লিওঁ
বাৎসরিক খরচ⇨ ৫৯ মিলিয়ন ডলার

প্রধান উদ্দেশ্য
⇨ পলিশ বাহিনীকে অপরাধী ধরার ব্যাপারে পারস্পরিক সহযোগিতা করা
⇨ 
⇨ 
⇨ 
⇨ 

 IPU
পূর্ণরূপ⇨ Inter Parliamentary Union 
বাংলাদেশে ২০১৭ সালের ১ এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৩৬ তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

IS
IS এর পূর্ণরূপ⇨ Islamic State
IS এর প্রধান নেতা⇨ আবু আল হুসাইন আল হুসাইনি আল কুরাইশি
প্রতিষ্ঠিত হয়⇨ ২০০৪ সালে (আল কায়েদার অন্যতম শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়)
আল কায়েদা থেকে বেরিয়ে আসে⇨ ২০১৪ সালে
পূর্ণরূপ⇨  Islamic State
আদর্শগত উদ্দেশ্য⇨ অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে ইসলামি খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা
পদ্ধতিগত উদ্দেশ্য⇨ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান উদারনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে শরিয়াহ আইনভিত্তিক রাজনৈতিক মূল্যবোধ তৈরি করা
সিরিয়ার সেনাবাহিনী আইএস এর বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দেন⇨ ২০১৭ সালের ১৯ নভেম্বর
সিরিয়াতে রাশিয়া আইএস এর বিরুদ্ধে অভিযান শেষ করে⇨ ২০১৭ সালের ৭ ডিসেম্বর
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বাগদাদে আইএস এর বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ শেষ করেন⇨ ২০১৭ সালের ৯ ডিসেম্বর

IUCN
পূর্ণরূপ⇨ International Union for Conservation of Nature
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি  সংঘ
উদ্দেশ্য⇨ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
প্রতিষ্ঠাকাল⇨ ১৯৪৮ সালের ৫ অক্টোবর
সদর দপ্তর/ কার্যালয়⇨ সুইজারল্যান্ডের জেনেভা

JICA
পূর্ণরূপ⇨ Japan International Cooperation Agency

Lions Club International
বিশ্বব্যাপী ধনী ব্যক্তিদের দ্বারা গঠিত সংস্থা
প্রতিষ্ঠাতা⇨ মেলভিন জোন্স
সদর দপ্তর⇨ যুক্তরায্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্য

MERCOSER
দক্ষিণ আমেরিকার মুক্ত বাণিজ্য ব্লক
১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়
সদস্য দেশের সংখ্যা⇨ ৫টি
সদস্য দেশসমূহ⇨ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে
সদর দপ্তর⇨ উরুগুয়ের রাজধানী মন্টিভিডিও
২০১৬ সাল থেকে ভেনিজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে
১৯৬০ সালে সম্পাদিত LAFTA চুক্তির শাসনতন্ত্র সম্পর্কিত আলোচনার মধ্যেই Mercoser এর জন্মসূত্র নিহিত ছিল

MIGA
পূর্ণরূপ⇨ Multilateral Investment Guarantee Agency
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি
সদস্য দেশ⇨
প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৮৮ সালে

NASA
পূর্ণরূপ⇨ National Aeromatics and Space Administration
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি
প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৪৮ সালের ২৯ জুলাই
প্রতিষ্ঠাতা⇨ Dwight D. Eisenhower

NATO
পূর্ণরূপ⇨ North Atlantic Treaty Organization
সদর দপ্তর⇨ 
বর্তমান সদস্য দেশের সংখ্যা⇨ ৩০ টি

OAS
পূর্ণরূপ⇨ Organization of American States
OAS এর সনদ গৃহীত হয়⇨ ১৯৪৮ সালে কলম্বিয়ায়
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি

OIC
পূর্ণরূপ⇨ Organization of Islamic Cooperation
উদ্দেশ্য⇨ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন দখল ও বায়তুল মোকাদ্দেস মসজিদে আগুন লাগার প্রতিক্রিয়া

OPEC
পূর্ণরূপ⇨ Organization of Petrolium Exporting Countries
সদর দপ্তর⇨ 
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশের সংখ্যা⇨ ৫ টি
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশসমূহ⇨ ভেনিজুয়েলা, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব
বর্তমান সদস্য দেশ⇨ ১৩ টি
সদস্য দেশসমূহ⇨ ভেনিজুয়েলা, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, অ্যাঙ্গোলো, গ্যাবন, নিরক্ষীয় গিনি, কঙ্গো প্রজাতন্ত্র
বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশসমূহের সরকারদেশ সমন্বয়ে গঠিত একটি সংস্থা
এটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে
১৯৬০ সালে ভনিজুয়েলার উদ্যোগে OPEC প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল⇨ জেনেভা
বর্তমান সদর দপ্তর⇨ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা
ইকুয়েডর ১৯৯২ সালে ওপেক থেকে বেরিয়ে যায় এবং ২০০৭ যোগদান করে। পুনারয় ২০২০ সালে ত্যাগ করে

Orbis International
উড়ন্ত চক্ষু হাসপাতাল
সদর দপ্তর⇨ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
উদ্দেশ্য⇨ প্রতিরোধ করা সমৃভব এমন অন্ধত্ব নির্মূল করা

Oxfam International
১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর⇨ যুক্তরাজ্যের অক্সফোর্ড
বর্তমান সদর দপ্তর⇨ কেনিয়ার নাইরোবি

PLO
পূর্ণরূপ⇨ Palestine Liberation Front
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রবগঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
১৯৭৪ সাল থেকে PLO জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা ভোগ করছে
সদর দপ্তর⇨ পশ্চিম তীরের রামাল্লা

QUAD
পূর্ণরূপ⇨ Quadilateral Security Dialogue
সদস দেশ (৪ টি)⇨ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, জাপান
প্রাথমিক উদ্দেশ্য⇨ উন্মুক্ত, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা
মূল উদ্দেশ্য⇨ চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্রযাত্রা প্রতিহত করা
কোয়াড গঠনের প্রস্তাব উত্থাপনকারী/সময়⇨ জাপানের/২০০৭ সাল প্রধানমন্ত্রী শিনজো আবে
অস্ট্রেলিয়া কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করে⇨ ২০০৮ সালে
জাপানের শিনজো অ্যাবে পুনরায় ক্ষমতায় আসেন⇨ ২০১২ সালে
২০২০ সালে কোয়াড প্লাসের সদস্যপদ হয়⇨ দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড
প্রথমবারের মত কোয়াড সদস্যরা মালাবার মহড়ায় অংশ নেয়⇨ ২০২০ সালের নভেম্বর এ
কোয়াডের চার সদস্য পুনরায় মিলিত হয়⇨ ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর

Rotary International
১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাতা⇨ পল হ্যারিস
সদর দপ্তর⇨ যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যের ইভানস্টোন
উদ্দেশ্য⇨ ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন


Red Cross And Red Cresent
বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা
সদর দপ্তর⇨ জেনেভা
International Committee of the Red Cross ১৮৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়
International Federation of Red Cross and Red Cresent Socirties (IFRC)১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাতা⇨ সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ড
মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিত নাম⇨ রেড ক্রিসেন্ট
মুসলিম বিশ্বে রেড ক্রসের প্রতীক⇨ অর্ধাকৃতি চাঁদ
ইসরাইলে রেড ক্রসের প্রতীক⇨ রেড ক্রিস্টাল
বাকি বিশ্বে টেড ক্রসের প্রতীক⇨ লাল ক্রস
নোবেল পুরস্কার পায়⇨ ১৯১৭ সাল, ১৯৪৪ সাল এবং ১৯৬৩ সাল


SAARC
SAARC এর পূর্ণরূপ⇨ South Asian Association for Regional Cooperation
SAARC এর সদর দপ্তর/ সচিবালয়⇨ নেপালের রাজধানী কাঠমুন্ডু
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ গৃহীত হয়
সার্ক সনদে ৮ টি লক্ষ্য স্থির করা হয়
প্রতিষ্ঠিত হয়⇨ ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর
সদস্য দেশ⇨ ৮ টি ( বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান)
সর্বশেষ সদস্য রাষ্ট্র⇨ আফগানিস্তান
আফগানিস্তান সার্কে যোগদান করে⇨ ২০০৭ সালের ৩ এপ্রিল
বর্তমান মহাসচিব (১৪তম)⇨ এসালা রুয়ান উইরাকুন (শ্রীলঙ্কা)
মোট ভূমির অনুপাতে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি সমৃদ্ধ দেশ⇨ ভুটান ( ৬৯%)
সার্ক ধারণার উদ্ভাবক⇨ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান
সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়⇨ ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর, ঢাকায়
সার্কের প্রথম মহাসচিব নিযুক্ত হন⇨ বাংলাদেশের আবুল আহসান
ঢাকায় সর্বমোট তিনবার সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়⇨ ১ম (১৯৮৫), ৭ম (১৯৯৩), ১৩তম (২০০৫)
সার্কের পর্যবেক্ষক দেশ (৮টি)⇨ যুক্তরাষ্ট্র, মরিশাস, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়া
সার্কের পর্যবেক্ষক সংস্থা (১) টি)⇨ ইউরোপীয় ইউনিয়ন
সার্ক কৃষি কেন্দ্র অবস্থিত⇨ ঢাকায়
সার্ক যক্ষ্মা ও HIVMAIDS কেন্দ্র অবস্থিত⇨ নেপালের কাঠমুন্ডুতে
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত⇨ শ্রীলঙ্কার কলম্বোতে
সার্ক জ্বালানি কেন্দ্র অবস্থিত⇨ পাকিস্তামের ইসলামাবাদ
সার্ক দুর্যোগ ব্যবস্থা কেন্দ্র অবস্থিত⇨ ভারতের গুজরাটের গান্ধীনগরে
সার্ক পুরস্কার প্রবর্তন করা হয়⇨ ২০০৪ সালে
প্রথম সার্ক পুরস্কার পান⇨, প্রেসিডেন্ট জিয়াউর রহমান

SAFTA
পূর্ণরূপ⇨ South Asian Free Trade Area
 ২০০৪ সালের ৬ জানুয়ারি স্বাক্ষরিত হয়
২০০৬ সালের ১ জানুয়ারি কার্যকর হয়

SAPTA
পূর্ণরূপ⇨ SAARC preferential Trading Arrangement
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য চুক্তি
১৯৯৩ সালের ১১ এপ্রিল স্বাক্ষরিত হয়
১৯৯৫ সালের ৭ ডিসেম্বর কার্যকর হয়

SASEC
পূর্ণরূপ⇨ South Asian Sub-regional Economic Cooperation
সদর দপ্তর⇨ ফিলিপাইনের রাজধানী ম্যানিলা
সদস্য দেশসমূহ⇨ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার

Scout Movement
১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাতা⇨ রবার্ট ব্যাডেন পাওয়ে
১৯৭২ সালের ৮-৯ এপ্রিল বাংলাদেশে স্কাউট আন্দোলন শুরু হয়
বিভাগ
১। World Organization of the Scout Movement (WOSM)⇨ শুধুমাত্র ছেলেদের জন্য প্রতিষ্ঠান
২। World Association of Girl Guides and Girl Scouts (WAGGGS) ⇨ শুধুমাত্র মেয়েদের জন্য প্রতিষ্ঠান
বয়েজ স্কাউটদের সর্ববৃহৎ সম্মেলনকে বলা হয়⇨ জাম্বুরি

SOS Children's Villages
আন্তর্জাতিক শিশু পল্লী
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়
প্রতিষ্ঠাতা⇨ হারম্যান মেইনার

SWIFT
পূর্ণরূপ⇨ Society for Worldwide Inter-bank Financial Telecommunications
প্রতিষ্ঠাকাল⇨ ১৯৭৩ সাল
সদর দপ্তর⇨ বেলজিয়ামের লা হালপে

UNDP
পূর্ণরূপ⇨ United Nations Development Programme
সদর দপ্তর⇨ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
বর্তমান সদস্য সংখ্যা⇨ 

পূর্ণরূপ⇨ United Nations Environment Programme
সদর দপ্তর ⇨ কেনিয়ার নাইরোবি

UNESCO
UNESCO এর পূর্ণরূপ⇨ United Nations Educational, Scientific and Cultural Organization
UNESCO এর সদর দপ্তর⇨ ফ্রান্সের প্যারিস


UNHCR
ধরণ⇨ জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন
UNHCR এর পূর্ণরূপ⇨ United Nations High Commissioner for Refugees
UNHCR এর সদর দপ্তর⇨ সুইজারল্যান্ডের জেনেভা
জাতিসংঘের কোন সংস্থা বিশ্বের শরণার্থী সংকট মোকাবেলায় সহায়তা প্রদানের দায়িত্বপ্রাপ্ত⇨ UNHCR
প্রতিষ্ঠাকাল⇨ ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর
প্রধান পদ⇨ হাইকমিশনার
নোবেল পুরস্কার লাভ করে⇨ ১৯৫৪ সাল ও ১৯৮১ সাল

UNICEF
UNICEF এর পূর্ণরূপ⇨ United Nations International Children's Emergency Fund
UNICEF এর সদর দপ্তর⇨ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক


UNO
পূর্ণরূপ⇨ United Nations Organization


UPU
পূর্ণরূপ⇨ Universal Postal Code (বিশ্ব ডাক সংস্থা)
সদর দপ্তর⇨ সুইজারল্যান্ডের বার্ন

USMCA
পূর্ণরূপ⇨ United States-Mexico-Canada Agreement
মুক্ত বাণিজ্য চুক্তি
২০২০ সালের ১ জুলাই চুক্তিটি কার্যকর হয়
এটি ১৯৯৪ সালের NAFTA চুক্তির স্থলাভিষিক্ত হয়


YMCA
পূর্ণরূপ⇨ Young Men's Christian Association
প্রতিষ্ঠিত হয়⇨ ১৮৪৪ সালের ৬ জানুয়ারি
সদর দপ্তর⇨ জেনেভা
প্রতিষ্ঠাতা⇨ George Williams
বর্তমান প্রেসিডেন্ট⇨ Patricia Pelton

WEF
পূর্ণরূপ⇨ World Economic Forum
পূর্বনাম⇨ European Management Forum
১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়
সদর দপ্তর⇨ সুইজারল্যান্ডের কলগনি

WHO
WHO এর পূর্ণরূপ⇨ World Health Organization
WHO এর সদর দপ্তর⇨ সুইজারল্যান্ডের জেনেভা
প্রতিষ্ঠাকাল⇨ ১৯৪৮ সালের ৭ এপ্রিল
বর্তমান সদস্য দেশের সংখ্যা⇨ ১৯৪ টি
লক্ষ্য ও উদ্দেশ্য⇨ সম্ভাব্য সকল উপায়ে মানুষের স্বাস্থ্যের উন্নয়ন সাধন করা
WHO কোভিড-১৯ কে Pandemic হিসেবে ঘোষণা করে⇨ ২০২০ সালের ১১ মার্চ
WHO কর্তৃক ঘোষিত বৈশ্বিক মহামারি রোগের সংখ্যা⇨ ৩ টি ( Spanish Flu, Swine Flu, Covid-19)
বর্তমান মহাসচিব⇨ টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস


World Bank
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি


World Watch Institute
বিশ্ব পরিবেশবাদী গবেষণা সংস্থা
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি

WRI
পূর্ণরূপ⇨ World Redources Institute
প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়নে কাজ করে
১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়
সদর দপ্তর⇨ ওয়াশিংটন ডিসি


WTO
পূর্ণরূপ⇨ World Trade Organization
সদর  দপ্তর⇨ জেনেভা
প্রতিষ্ঠাকাল⇨ ১৯৯৫ সালের ১ জানুয়ারি


WWF
পূর্ণরূপ⇨ World Wide Fund For Nature
সদর দপ্তর⇨ সুইজারল্যন্ডের গ্লান্ড
সংস্থাটি বিশ্বব্যাপী প্টকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করে

Comments