ভাষা আন্দোলনবিত্তিক রচনা
ভষা আন্দোলনভিত্তিক প্রথম রচনা
* ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস⇨ আরেক ফাল্গুন (জহির রায়হান)
* ভাষা আন্দোলনভিত্তিক প্রথম কবিতা⇨ কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (মাহবুব উল আলম চৌধুরী)
ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস
* আরেক ফাল্গুন ⇨ জহির রায়হান
* যাপিত জীবন ⇨ সেলিনা হোসেন
* আর্তনাদ ⇨ শওকত ওসমান
ভাষা আন্দোলনভিত্তিক নাটক
* কবর ⇨ মুনীর চৌধুরী
ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র
* জীবন থেকে নেয়া ⇨ জহির রায়হান
ভাষা আন্দোলনভিত্তিক গান
* আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি ⇨ আবদুল গাফফার চৌধুরী
* ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় ⇨ আবদুল লতিফ
ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য সংকলন
* একুশে ফেব্রুয়ারি ⇨ হাসান হাফিজুর রহমান
একুশের গল্প জহির রায়হান | মৌন নয় শওকত ওসমান | প্রথম বধ্যভূমি রাবেয়া খাতুন |
Comments