বাংলা ধ্বনি ও বর্ণ সংক্রান্ত পরিসংখ্যান

বাংলা ধ্বনি ও বর্ণ সংক্রান্ত পরিসংখ্যান
বাংলা বর্ণ ⇨ ৫০ টি
স্বরবর্ণ ⇨ ১১ টি
ব্যঞ্জনবর্ণ ⇨ ৩৯ টি

পূর্ণমাত্রার বর্ণ ⇨ ৩২ টি
অর্ধমাত্রার বর্ণ ⇨ ৮ টি (ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ)
মাত্রাহীন বর্ণ ⇨ ১০ টি (এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)
পূর্ণমাত্রা স্বরবর্ণ ⇨ ৬ টি (অ, আ, ই, ঈ, উ, ঊ) 
পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ ⇨ ২৬ টি

অর্ধমাত্রা স্বরবর্ণ ⇨ ১ টি (ঋ)
অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ ⇨ ৭ টি (খ, গ, ণ, থ, ধ, প, শ) 

মাত্রাহীন স্বরবর্ণ ⇨ ৪ টি (এ, ঐ, ও, ঔ)
মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ ৬ টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)

বাংলা স্বরধ্বনি ⇨ ১১ টি
মৌলিক স্বরধ্বনি ⇨ ৭ টি (অ, আ, ই, উ, এ্যা, এ, ও)
যৌগিক স্বরধ্বনি ⇨ ২৫ টি

যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ⇨ ২ টি (ঐ, ঔ)
মৌলিক স্বরজ্ঞাপক বর্ণ ⇨ ৭ টি (অ, আ, ই, উ, এ্যা, এ, ও)
স্পর্শধ্বনি ⇨ ২৫ টি
শিশধ্বনি ⇨ ৪ টি (শ, ষ, স, হ)
অঘোষ অল্পপ্রাণ শিশধ্বনি ⇨ ৩ টি (শ, ষ, স)
ঘোষ মহাপ্রাণ শিশধ্বনি ⇨ ১ টি (হ)
অনুনাসিক বা নাসিক্য ধ্বনি ⇨ ৫ টি (ঙ, ঞ,ণ, ন, ম)
অন্তঃস্থ ধ্বনি ⇨ ৪ টি (য, র, ব, ল)
পরাশ্রয়ী ধ্বনি ⇨ ৩ টি (ং, ঃ, ঁ)
কম্পনজাত ধ্বনি ⇨ ১ টি (র)
তাড়নজাত ধ্বনি ⇨ ২ টি (ড়, ঢ়)
পার্শিক ধ্বনি ⇨ ১ টি (ল)
হ্রস্ব স্বর ⇨ ৪ টি (অ, ই, উ, ঋ)
দীর্ঘ স্বর ⇨ ৭ টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)

মৌলিক ধ্বনি ⇨ ৩৭ টি
মৌলিক স্বরধ্বনি ⇨ ৭ টি
যৌগিক ব্যঞ্জনধ্বনি ⇨ ৩০ টি
বাংলা বর্ণের সংখ্যা⇨  ৫০ টি
স্বরবর্ণ ⇨ ১১ টি
ব্যঞ্জনবর্ণ ⇨ ৩৯ টি
কারবর্ণ ⇨ ১০ টি
অনুবর্ণ ⇨ ৩ টি (ফলা, রেফ, বর্ণসংক্ষেপ)
যুক্তবর্ণ ⇨ ২ প্রকার (স্বচ্ছ যুক্তবর্ণ ও অস্বচ্ছ যুক্তবর্ণ)
সংখ্যাবর্ণ ⇨ ১০ টি (১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০)

বিবৃত স্বরধ্বনি/ নিম্নবিবৃত স্বরধ্বনি ⇨ ২ টি (অ, আ)
উচ্চ স্বরধ্বনি/ সংবৃত স্বরধ্বনি/ উচ্চ সংবৃত স্বরধ্বনি  ⇨ ২ টি (ই, উ)
উচ্চ-মধ্য স্বরধ্বনি/ অর্ধ সংবৃত/ উচ্চ-মধ্য অর্ধ সংবৃত স্বরধ্বনি ⇨  ২ টি (এ, ও)
নিম্ন-মধ্য স্বরধ্বনি/ নিম্ন-মধ্য অর্ধ-বিবৃত স্বরধ্বনি ⇨ ৩ টি (অ, অ্যা)
নিম্ন স্বরধ্বনি/ নিম্ন বিবৃত স্বরধ্বনি ⇨ ১ টি (আ)
সম্মুখ স্বরধ্বনি ⇨ ৩ টি (অ্যা, ই, এ)
মধ্য স্বরধ্বনি ⇨ ১ টি (আ)
পশ্চাৎ স্বরধ্বনি ⇨ ৩ টি (অ, উ, ও)

Comments