বাগধারা
অ
- অ আ ক খ ⇨ প্রাথমিক জ্ঞান
- অংকুশ তাড়না ⇨ অন্তর্গত আঘাত
- অকাল কুষ্মাণ্ড⇨ অপদার্থ/ অকেজো
- অকালপক্ব ⇨ ইচড়ে পাকা
- অকাল বোধন ⇨ অসময়ে আবির্ভাব
- অকূল পাথার⇨ সীমাহীন দুর্ভোগ
- অকূলে কূল পাওয়া ⇨ ঘোরতর বিপদে আশার আলো দেখা
- অক্কা পাওয়া ⇨ মারা যাওয়া
- অক্ষয়বট ⇨ প্রবীণ ব্যক্তি
- অগস্ত্য যাত্রা ⇨ চিরদিনের জন্য প্রস্থান
- অগাধ জলের মাছ ⇨ সুচতুর ব্যক্তি
- অগ্নিপরীক্ষা ⇨ কঠিন পরীক্ষা
- অগ্নিশর্মা ⇨ অতিশয় ক্রুদ্ধ
- অঘটন ঘটনপটীয়সী ⇨ অসাধ্য সাধনে পটু
- অঞ্চল প্রভাব ⇨ স্ত্রীর প্রভাব
- অতি আশা বাঘের বাসা ⇨ অতিরিক্ত কোনো কিছু ভালো না
- অথৈ জল ⇨ ভীষণ বিপদ
- অদৃষ্টের পরিহাস ⇨ ভাগ্যের নিষ্ঠুরতা
- অন্তর টিপুনি ⇨ অলক্ষ্যে অন্যের মনে ব্যাথা দেওয়া
- অন্ধকার দেখা ⇨ হতাশ হওয়া/ বিপদে দিশেহারা হওয়া
- অন্ধকারে ঢিল মারা ⇨ না জেনে কাজ করা/ আন্দাজে কাজ করা
- অন্ধকারে হাতড়ান ⇨ দিশা না পাওয়া
- অন্ধিসন্ধি ⇨ ফাঁকফোকর
- অন্ধের নড়ি ⇨ একমাত্র অবলম্বন
- অন্ধের যষ্ঠী ⇨ একমাত্র অবলম্বন
- অমাবস্যার চাঁদ ⇨ দুর্লভ বস্তু
- অরণ্যে রোদন ⇨ নিষ্ফল আবেদন/ বৃথা আবেদন
- অর্ধচন্দ্র ⇨ গলা ধাক্কা
- অল্প বিদ্যা ভয়ঙ্করী ⇨ স্বল্পজ্ঞান নিয়ে বাড়াবাড়ি মুর্খতার পরিচয়/ অহেতুক গর্ব
- অহি-নকুল সম্বন্ধ ⇨ ভীষণ শত্রুতা
- অন্ধকারে থাকা ⇨ কিছু না জানা
আ
- আঁতে ঘা ⇨ মনে ব্যথা দেওয়া/ দুর্বল জায়গায় খোঁচা
- আঁধার ঘরের মানিক ⇨ অতি প্রিয়জন
- আকাশ থেকে পড়া ⇨ না জানার ভান করা
- আকাশ ভেঙে পড়া ⇨ ভীষণ বিপদে পড়া
- আকাশ-কুসুম ⇨ অবাস্তব কল্পনা/ কাল্পনিক বস্তু
- আকাশ-পাতাল ⇨ বিশাল ব্যবধান
- আকাশের চাঁদ ⇨ দুর্লভ বস্তু
- আক্কেল গুডুম ⇨ হতবুদ্ধি হওয়া
- আক্কেল দাঁত ⇨ বুদ্ধির পরিপক্বতা
- আক্কেল দাঁত ওঠা ⇨ পাকা বুদ্ধি
- আট কপালে ⇨ হতভাগ্য
- আঠার মাসে বছর ⇨ দীর্ঘসূত্রিতা/ ঢিলেমী
- আঠারো আনা ⇨ বড় বেশি বাড়াবাড়ি
- আড়ি পাতা ⇨ গোপনে শোনা
- আদা জল খেয়ে লাগা ⇨ বিশেষ চেষ্টা
- আদায়-কাচকলায় ⇨ ঘোর শত্রুতা
- আদিখ্যেতা ⇨ ন্যাকামি
- আধাখেচরা ⇨ বিশ্রঙ্খলা
- আপন কোলে ঝোল টানা ⇨ স্বার্থপরতা দেখানো
- আমড়া কাঠের ঢেঁকি ⇨ অপদার্থ
- আলালের ঘরের দুলাল ⇨ বড়লোকের আদুরে ছেলে
- আষাঢ়ে গল্প ⇨ আজগুবি গল্প/ অবিশাস্য কাহিনী
- আসমান জমিন ফারাক ⇨ বিশাল ব্যবধান
- আসরে নামা ⇨ আবির্ভূত হওয়া
ই
- ইঁচড়ে পাকা ⇨ অকালপক্ব/ অল্প বয়সেই বেশি বুঝা
- ইঁদুর কপালে ⇨ নিতান্ত মন্দ ভাগ্য
- ইকড়ি মিকড়ি ⇨ ছোটদের খেলাবিশেষ
- ইতর ⇨বদমেজাজী
- ইতর বিশেষ ⇨ পার্থক্য/ ভেদাভেদ
- ইতস্তত করা ⇨ সংকোচবোধ করা
- ইতিকথা ⇨ উপকথা/ কাহিনী/ উপকথা
- ইতুনিদককুঁড়ে ⇨ অলস
- ইনিয়ে-বিনিয়ে ⇨ ঘুরিয়ে ফিরিয়ে
- ইন্দ্রপতন ⇨ বিখ্যাত ব্যক্তির মৃত্যু
- ইন্দ্রের শচী ⇨ যিনি যখন যার কাছে থাকেন তিনি তখন তার
- ইলশে গুড়ি ⇨ গুড়ি গুড়ি বৃষ্টি
- ইল্লতে কাণ্ড ⇨ নোংরা ব্যাপার/ নোংরা কাণ্ড
- ইশপিশ করা ⇨ অস্থির হওয়া
- ইষ্টনাম জপা ⇨ স্রষ্টাকে স্মরণ
- ইস্ক্রুপের প্যাচ ⇨ কুটিল বুদ্ধি
- ইয়ার বকশি ⇨ বন্ধুবান্ধব/ রসিক লোক
- ঈদের চাদ ⇨ অনাকাঙ্ক্ষিত বস্তু
- উঁচু কপালে ⇨ ভাগ্যবান
- উঁজলপাঁজল ⇨ উথাল-পাথাল
- উকর-ধাকর ⇨ এলোপাথাড়ি
- উজানের কৈ ⇨ সহজলভ্য
- উজুবাট ⇨ সোজা রাস্তা
- উটকো লোক ⇨ অচেনা লোক
- উঠে পড়ে লাগা ⇨ বিশেষভাবে চেষ্টা করা
- উড়নচণ্ডী ⇨ অমিতব্যয়ী/ উচ্ছৃঙ্খল
- উড়নপেকে ⇨ অপব্যয়ী
- উড়ে এসে জুড়ে বসা ⇨ অনধিকার চর্চা
- উড়ো কথা ⇨ গুজব
- উড়ো চিঠি⇨ বেনামি পত্র
- উত্তম মধ্যম ⇨ প্রহার
- উদোগেড়ে ⇨ আলসে
- উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ⇨ একের অপরাধে অপরকে দায়ী করা
- উদোমাদা ⇨ অতি সরল ও বোকাসোকা
- উনিশ-বিশ ⇨ সামান্য পার্থক্য
- উপরোধে ঢেঁকি গেলা ⇨ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
- উপসি ছারপোকা ⇨ অভাবগ্রস্ত লোক
- উপুরহস্ত করা ⇨ দান করা
- উভয় সংকট ⇨ দুদিকে বিপদ
- উলু বনে মুক্তা ছড়ানো ⇨ অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান করা
- উলুখাগড়া ⇨ গুরুত্বহীন লোক
- উসখুস করা ⇨ ছটফট করা
- উস্তন খুস্তন করা ⇨ জ্বালাতন করা
ঊ
- ঊনপঞ্চাশ বায়ু⇨ পাগলামি
- ঊনপাঁজুরে ⇨ হতভাগ্য
- ঊনকোটি চৌষট্টি ⇨ প্রায় সম্পূর্ণ
- ঊর্জস্বল ⇨ বলবান
- ঊর্ধ্বদেহ ⇨ মৃত্যুর পরে প্রাপ্ত শরীর
- ঊর্ধ্ববাহু ⇨ উপরে হাত তুলে আছে এমন
- ঊর্ধ্বলোক ⇨ স্বর্গ
- ঊর্ধ্বনেত্র ⇨ উদাস দৃষ্টি
- ঊর্মিভঙ্গ ⇨ সমুদ্রাদির আছড়ে পরা ঢেউ
- ঊরা ⇨ আবির্ভূত হওয়া
- ঊর্ধ্বচারী ⇨ উচ্চাকাঙ্ক্ষী
- ঊর্মিমালী ⇨ সমুদ্র
- ঊরুস্তম্ভ ⇨ ফোড়া জাতীয় রোগ
- ঊনো বর্ষা দুনো শীত ⇨ যে বছর বৃষ্টি কম হয়, সে বছর শীত বেশি পড়ে
ঈ
- ঈদের চাঁদ ⇨ বহু প্রত্যাশিত বস্তু
এ
- এলাহি কাণ্ড⇨ বিরাট আয়োজন
- এলেবেলে ⇨ নিকৃষ্ট
- এক হাত লওয়া ⇨ প্রতিশোধ নেয়া
- এক গোয়ালের গরু ⇨ একই শ্রেণিভুক্ত
- এক ক্ষুরে মাথা মুড়ানো ⇨ একই স্বভাবের
- এক কথার মানুষ ⇨ দৃঢ় সংকল্প ব্যক্তি
- এসপার ওসপার ⇨ মীমাংসা
- এলতলা বেলতলা ⇨ এদিক ওদিক
- এক ঢিলে দু'পাখি মারা ⇨ এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা
- এলোপাতাড়ি ⇨ বিশৃঙ্খলা
- এলোধাবাড়ি ⇨ বিশৃঙ্খলা
- এক চোখা ⇨ পক্ষপাতিত্ব
- একা দোকা ⇨ নিঃস্ব
- এক বনে দুই বাঘ ⇨ প্রবল প্রতিদ্বন্দ্বী
- এক লহমায় ⇨ এক মুহূর্তে
- এককে একুশ করা ⇨ অযথা বড়ানো
- একা ঘরে গিন্নি ⇨ কর্তৃত্ব
- এলাকাঁড়ি ⇨ অমনোযোগ দেখানো
- এক ডাকের পথ ⇨ কাছাকাছি
- এলকুমি-বেলকুমি ⇨ অঙ্গভঙ্গি
- এণ্ডায় গণ্ডায় ⇨ গোঁজামিল দেওয়া
- এক ছাঁচে ঢালা ⇨ সাদৃশ্য
- এঁড়ে তর্ক ⇨ যুক্তিহীন তর্ক
- একাদশে বৃহস্পতি ⇨ সৌভাগ্যের বিষয়
- এক যাত্রায় পৃথক ফল ⇨ একই কাজের ভিন্ন প্রাপ্তি
- এক মাঘে শীত যায় না ⇨ বিপদ একবারই আসে না
ও
- ওষধ ধরা ⇨ সক্রিয় হওয়া
- ওষধ পড়া ⇨ প্রভাব পড়া
- ওষধ করা ⇨ বশ করা
- ওজন বুঝে চলা ⇨ আত্মসম্মান রক্ষা করা
- ওঝার ঘাড়ে ভূত ⇨ বিপদগ্রস্ত কাণ্ডারী
- ওলা ওঠা ⇨ কলেরা রোগ
- ওলা-ওঠা প্রতি ঘরে ⇨ মহামারি
- ওঁৎ পাতা ⇨ সুযোগের প্রতীক্ষায় থাকা
ক
- ক অক্ষর গোমাংস ⇨ বর্ণ পরিচয়হীন মূর্খ
- কংস মামা ⇨নির্মম আত্মীয়
- কই মাছের প্রাণ ⇨ যে সহজে মরে না
- কইয়ের তেলে কই ভাজা ⇨ অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার
- কচকচি/ কচকচানি ⇨ তর্ক-বিতর্ক/ বাদ-প্রতিবাদ
- কচু পোড়া ⇨ অখাদ্য
- কড়ায় গণ্ডায় ⇨ পুরোপুরি
- কড়ি কপালে ⇨ ভাগ্যবান
- করিকাঠ গোনা ⇨ কাজ না করে কালহরণ
- কত ধানে কত চাল ⇨ যথার্থ হিসাব নিকাশ করা / টের পাওয়ানো
- কতশত ⇨ অসংখ্য
- কথা কাটাকাটি করা ⇨ বাদ-প্রতিবাদ করা
- কথা চালা ⇨ রটনা করা
- কথা দেওয়া ⇨ অঙ্গীকার করা
- কথা দিয়ে কথা নেয়া ⇨ কৌশলে মনের কথা বের করা
- কথা পাড়া ⇨ প্রসঙ্গ উত্থাপন
- কথায় চিঁড়া ভিজা ⇨ ফাঁকা আওয়াজে কাজ হওয়া
- কথার কথা ⇨ গুরুত্বহীন কথা
- কথার ফুলঝুরি ⇨ বাকপটুতা
- কপাল ঠুকে লাগা ⇨ প্রত্যয় নিয়ে
- কপাল ফেরা ⇨ সৌভাগ্য লাভ হওয়া
- কপোল কল্পনা ⇨ মনগড়া কথা
- করাতের দাঁত ⇨ উভয় সংকট
- করে খাওয়া ⇨ জীবিকার উপায় হওয়া
- কলম পেশা ⇨ কেরানিগিরি
- কলমির ঝাড় ⇨ বংশে বহু লোক
- কলমের খোঁচা ⇨ অনিষ্ট করার উদ্যেশ্যে লিখিত আদেশ
- কলির সন্ধ্যা ⇨ দুঃখের আরম্ভ/ দুর্দিনের সূত্রপাত
- কলুর বলদ ⇨একটানা খাটুনি
- কল্কে পাওয়া ⇨ পাত্তা পাওয়া
- কাঁচা পয়সা ⇨ নগদ উপার্জন
- কাঁচা বাশে ঘুণ ধরা ⇨ কৈশোরে নষ্ট হওয়া
- কাঁচা হাত ⇨ অপক্ব/ অপটু
- কাঁটা ঘায়ে নুনের ছিটা ⇨ এক কষ্টের উপর আর এক কষ্ট
- কাঁজি ভক্ষণ নামে গোয়ালা ⇨ হতভাগ্য
- কাঁটা দিয়ে কাঁটা তোলা ⇨ শত্রু দিয়ে শত্রু নাশ
- কাঁটার জ্বালা ⇨ অসহ্য দুঃখ
- কাঁঠালের আমসত্ব ⇨ অসম্ভব বস্তু
- কাক নিদ্রা ⇨ অগভীর সতর্ক নিদ্রা
- কাক ভূষণ্ডি ⇨ দীর্ঘায়ু ব্যক্তি
- কাকতালীয় ব্যাপার ⇨ কার্যকারণহীন ঘটনা
- কাকের ছা বগের ছা ⇨ বিশ্রী হস্তান্তর
- কাক্লান ⇨ কোনোরকম গোসল
- কাগজে-কলমে ⇨ লিখিতভাবে
- কাগুজে বাঘ ⇨ মিথ্যা জুজু (খেলনা বাঘ)
- কাছা ঢিলা ⇨ অসাবধান
- কাজির বিচার ⇨ গোঁজামিল বিচার
- কাজের কাজি ⇨ উপযুক্ত ব্যক্তি
- কাজের থই ⇨ কাজের সীমা
- কাটনার কড়ি ⇨ সামান্য উপার্জন
- কাঠখোট্টা ⇨ নিরস ও অনমনীয়
- কাঠের পুতুল ⇨ জড় পদার্থ/ নির্জীব
- কান কাটা ⇨ সম্মান যাওয়া/ বেহায়া/ নির্লজ্জ
- কান খাড়া করা ⇨ মনযোগী হওয়া
- কান খড়কে ⇨ যার কান খুব সজাগ
- কান পাতলা ⇨ সহজেই বিশ্বাসপ্রবণ
- কান ভারী করা ⇨ কুপরামর্শ দেওয়া
- কানা ছেলের নাম পদ্মলোচন ⇨ যার যে গুণ নেই, সে গুণের ভান করা
- কানাকড়ির সম্পর্ক ⇨ তুচ্ছ সম্পর্ক
- কানু ছাড়া গীত নাই ⇨ একমাত্র অবলম্বন
- কানে তুলো দেওয়া ⇨ নির্বিকার থাকা/ ভ্রুক্ষেপ না করা
- কানে মন্ত্র দেওয়া ⇨ কুপরামর্শ দেওয়া
- কাপুড়ে বাবু⇨ ভণ্ড
- কাবু করা ⇨ শক্তিহীন করা
- কার্তিকে ঝড় ⇨ অসময়ে ঝড়
- কায়দা হওয়া ⇨ বশে আনা
- কায়েতের ঘরে ঢেঁকি ⇨ অপদার্থ লোক
- কালনেমির লঙ্কাভাগ ⇨ দুর্লভ বস্তু লাভের আগে তা উপভোগ করার অলীক কল্পনা
- কালাপানি পাড় ⇨ দ্বীপান্তরে যাওয়া
- কালামুখো ⇨ নির্লজ্জ
- কালেভদ্রে ⇨ কদাচিৎ
- কাষ্ঠ হাসি ⇨ কপট হাসি
- কিম্ভূতিকিমাকার ⇨ অদ্ভুত ও কুৎসিত
- কিপটের জাসু ⇨ অত্যন্ত কৃপণ
- কু ডাকা ⇨ অমঙ্গলের আশঙ্কা করা
- কুনো ব্যাঙ ⇨ সীমিত জ্ঞান
- কুনকি হাতি ⇨ বন্য হাতি ধরতে সাহায্যকারী পোষা হস্তিনী
- কুবেরের ভাণ্ডার ⇨ অফুরন্ত ঐশ্বর্য
- কুম্ভকর্ণের নিদ্রা ⇨ দীর্ঘদিনের আলস্য
- কুরুক্ষেত্রের কাণ্ড ⇨ মহাকলহ
- কুল কাঠের আগুণ ⇨ তীব্র জ্বালা
- কুলে কালি দেয়া ⇨ বংশে কলঙ্ক দেয়া
- কুলোপনা চক্কর ⇨ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন/সারহীন আড়ম্বর
- কুড়ের বাদশা ⇨ ভয়ানক অলস
- কূপমণ্ডুক ⇨ সীমাবদ্ধ জ্ঞান/ সীমিত জ্ঞানের মানুষ
- কূপমণ্ডুক⇨ সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন
- কুঁচো বাসন ⇨ ছোটোকাটো থালাবাটি
- কেঁচু খুড়তে সাপ ⇨ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি/ বিপজ্জনক পরিস্থিতি
- কেঁচে গণ্ডূষ⇨ নতুন করে শুরু করা
- কেঁচো যাওয়া ⇨ পণ্ড হয়ে যাওয়া
- কেতা-দুরস্ত ⇨ পরিপাটি
- কেদোঁ বাঘ ⇨ বিশাল বাঘ
- কেবলা হাকিম ⇨অনভিজ্ঞ
- কেষ্ট-বিষ্ট ⇨ বিশিষ্ট লোক
- চিনির বলদ ⇨ একটানা খাটুনি
- কৈ মাছের প্রাণ ⇨ দীর্ঘজীবী/ যা সহজে মরে না
- কুমড়ো কাটা বটঠাকুর ⇨ অকর্মণ্য লোক
- কেস কেরোসিন ⇨ গুরুতর ব্যাপার
- কেউ কাটা ⇨ সামান্য
- কুম্ভীরাশ্রু ⇨ মায়াকান্না
- কাকস্নান ⇨ অসম্পূর্ণ গোসল
- কৃষ্ণের জীব ⇨ দুর্বল ও অসহায় প্রাণী
- করদানি করা ⇨ বাহাদুরি করা
- কুঁদু লেপনা ⇨ ঝগড়াটে স্বভাব
- কেন্নোর আড়ি ⇨ একরোখা ভাব
- কানে খাটো ⇨ যে কম শুনতে পায়
- কচ্ছবের কামড় ⇨ নাছোড়বান্দা
- কোলে পিঠে মানুষ করা ⇨ লালন-পালন করা
- কলা দেখানো ⇨ ফাঁকি দেওয়া
- কিল খেয়ে কিল চুরি ⇨ অপমান সয়ে চুপ থাকা
- কানে তোলা ⇨ কোনো কথা উত্থাপন করা
- কানি খাওয়া⇨ পক্ষপাতিত্ব
- কড়ার ভিখারি ⇨ দীন
- কথার মানুষ ⇨ কথা ঠিক রাখা ব্যক্তি
- কটু কাটব্য ⇨ তিরস্কার
- কলমি কাপ্তেন ⇨ দরিদ্র কিন্তু বিলাসী
- কমলি ছাড়ে না ⇨ নাছোড়বান্দার পাল্লায় পড়া
- কাট-গোঁয়ার ⇨ অত্যন্ত একগুঁয়ে
- কাবুতে পাওয়া ⇨ বাগে পাওয়া
- কানাগরুর ভিন্ন পথ ⇨ অস্থানে সুনির্দেশনা
- কিষ্কিন্ধাকান্ড ⇨ তুমুল হট্টোগোল
- কলকাঠি নাড়া ⇨ গোপনে কুপরামর্শ দেওয়া
- কেউকেটা ⇨ বিশিষ্ট ব্যক্তি
- কোণঠাসা করা ⇨ বেকায়দায় ফেলা
- কাণ্ডজ্ঞান ⇨ ভালোমন্দ বোধ
- কপাল ফেরা ⇨ ভাগ্য সুপ্রসন্ন হওয়া
খ
- খাঁদা নাকে তিলক⇨ অশোভন সজ্জা
- খয়ের খাঁ⇨তোষামোদকারী/ চাটুকার
- খুঁড়িয়ে বড় হওয়া⇨জোড় করে বড় হওয়ার চেষ্টা করা
- খণ্ড প্রলয়⇨ তুমুল কাণ্ড
- খণ্ড কপাল⇨ দুর্ভাগ্য
- খাল কেটে কুমির⇨ নিজ দোষে বিপদে পরা
- খোদার খাসি⇨ হৃষ্টপুষ্ট/ ভাবনাচিন্তাহীন
- খিচুড়ি পাকানো⇨ জটিল করা
- খর দাজ্জাল ⇨ প্রচন্ড অত্যাচারী
- খাবি খাওয়া ⇨ হিমশিম করা/ ছটফট করা
- খেউর গাওয়া ⇨ গালাগালি করা
- খুদে রাক্ষস ⇨ পেটুক মানুষ
- খোল নলচে বদলানো ⇨ আমূল পরিবর্তন
- খাতা খোলা ⇨ লেনদেন শুরু করা
- খইয়ের বন্ধনে পড়া ⇨ মুশকিলে পড়া
- খ্যাংরাকাঠি ⇨ বিসদৃশরকম মোটা
- খুরে খুরে দণ্ডবৎ ⇨ হার স্বীকার
- খোসাপুরু ⇨ অনুভূতিহীন
- খোদার উপর খোদকারি ⇨ অসংগত হস্তক্ষেপ
- খেজুরে আলাপ ⇨ অকাজের কথা
- খামকাজ! ⇨ ভুলকাজ
- খেরো খাতা ⇨ বাজে হিসাবের খাতা
- খাতির জমা ⇨ নিরুদ্বিগ্ন
- খেলার ছলে ⇨ হালকাভাবে
- খতিয়ে দেখা ⇨ বিবেচনা করা
গ
- গজেন্দ্র গমন⇨ মৃদু মন্থর গমন
- গড্ডলিকা প্রবাহ⇨ অন্ধ অনুকরণ
- গণেশ উল্টান⇨ সমূলে উঠিয়ে যাওয়া
- গদাই লস্করি চাল⇨ মন্থর গতি
- গভীর জলের মাছ⇨ চালাক
- গরজ বড় বালাই⇨ প্রয়োজনে গুরুত্ব
- গরীবের ঘোরা রোগ⇨ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
- গলায় পড়া⇨ দুর্বহ ভার
- গা ছাড়া ভাব⇨ গুরুত্ব না দেওয়া
- গা ঢাকা দেওয়া⇨ নিজেকে লুকানো/ পলায়ন করা
- গাঁয়ে মানে না আপনি মোড়ল⇨ স্বয়ংসিদ্ধ নেতা
- গাছে কাঁঠাল গোঁফে তেল⇨ প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন
- গাছে না উঠতেই এক কাঁদি⇨ কাজে হাত দিয়েই ফল লাভের চেষ্টা
- গাছেরও খাওয়া তলারও কুড়ানো⇨ সমুদয় আত্মসাৎ করা
- গায়ে কাঁটা দেওয়া⇨ ভয়ে শিউরে ওঠা
- গায়ে পড়া⇨ অনধিকার চর্চা করা
- গায়ে পড়া⇨ অযাচিত
- গায়ে ফুঁ দেওয়া⇨ নিশ্চিন্তে ঘুরে বেড়ানো
- গায়ে হাত তোলা⇨ প্রহার করা
- গায়ের ঝাল ঝাড়া⇨ প্রতিশোত নেওয়া
- গুড়ে বালি⇨ আশায় নৈরাশ্য/ আশায় নিরাশ হওয়া
- গুণে ঘাট নেই⇨ চরিত্রহীন
- গুরুমারা বিদ্যে⇨ অর্জিত বিদ্যা দিয়েই বিদ্যাদানকারীকে জব্দ করা
- গোঁফখেজুরে⇨ নিতান্ত অলস
- গোঁয়ার গোবিন্দ⇨ কান্ডজ্ঞানহীন
- গোকুলের ষাঁড়⇨ স্বেচ্ছাচারী/ নিষ্কর্মা অপদার্থ লোক
- গোড়া মারা⇨ মূলোচ্ছেদ
- গোড়ায় গলদ⇨ শুরুতেই ভুল
- গোবর গণেশ⇨ নিরেট মূর্খ
- গোবরে পদ্মফুল⇨ নীচ কুলে মহৎ ব্যক্তি
- গো-বৈদ্য⇨ হাতুরে চিকিৎসা
- গোলমালে হরিবোল⇨ গোঁজামিল দেওয়া
- গোল্লায় যাওয়া⇨ নষ্ট হওয়া/ অধঃপাতে যাওয়া
- গৌরচন্দ্রিকা⇨ ভূমিকা
- গৌরী সেনের টাকা⇨ বেহিসেবি অর্থ
- গোমূর্খ ⇨ অতি মূর্খ
- গাছ পাথর ⇨ হিসাব নিকাশ
- গলাকাটা ⇨ অত্যন্ত চড়া
ঘ
- ঘটিরাম⇨ অপদার্থ/অযোগ্য
- ঘর জাত করা⇨ অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা
- ঘর জ্বালানে পর ভুলানে⇨ যে মাতাপিতাকে কষ্ট দেয় কিন্তু অপরের প্রিয়ভাজন হয়
- ঘর ঠেঙ্গানো⇨ তন্ন তন্ন করে খোঁজা
- ঘর পোড়া গরু⇨ বেদনাদায়ক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
- ঘর ভাঙা⇨ একতা নষ্ট করা
- ঘাট মানা⇨ দোষ বা ত্রুটি স্বীকার করা
- ঘাটের মড়া⇨ অতি বৃদ্ধ/ অকর্মণ্য বৃদ্ধ
- ঘুঘু চরানো⇨ সর্বনাশ করা
- ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি⇨ অধিকতর বিপদ
- ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া⇨ শ্রদ্বেয় ব্যক্তিদের অতিক্রম করে ফল লাভের চেষ্টা করা
- ঘোড়া দেখে খোঁড়া⇨ সুযোগ সন্ধানী
- ঘোড়া রোগ⇨ বিলাসিতা
- ঘোড়ার ঘাস কাটা⇨ বাজে কাজ করা
- ঘোড়ার ডিম⇨ অলীক বস্তু
- ঘোল খাওয়ানো⇨ জব্দ করা
- ঘুণাক্ষর ⇨ সামান্য ইঙ্গিত
চ
- চক্ষু চড়ক গাছ⇨ বিস্ময়ে হতবাক/ বিস্ময়
- চক্ষু দান করা⇨ চুরি করা
- চক্ষুদান⇨ চুরি করা
- চক্ষুলজ্জা⇨ সংকোচ
- চক্ষুশূল⇨ পীড়াদায়ক
- চোখে সরিষা ফুল দেখা⇨ অপ্রত্যাশিত বিপদ অনুভব করা
- চড় মেরে গড়⇨ অপমানের পর সম্মান দেখানো
- চম্পট দেওয়া⇨ পলায়ন করা
- চর্বিতচর্বণ⇨ পুনরাবৃত্তি
- চশমখোর ⇨ নির্লজ্জ
- চাঁদের হাট⇨ প্রিয়জনের সমাগম/ সুখের সংসার
- চাট্টি বাট্টি গোটানো⇨ বাস্তুভিটা ত্যাগ করা
- চামচিকের লাঠি⇨ নগন্য ব্যক্তির কটূক্তি
- চিনির পুতুল⇨ শ্রমকাতুরে/ অলস/যে অল্পতেই ভেঙ্গে পড়ে
- চিনির বলদ⇨ যে খাটে অথচ ফল ভোগ করে না / একটানা খাটুনি
- চিনে জোঁক⇨ নাছোড়বান্দা
- চুল পাকানো⇨ অভিজ্ঞতাসম্পন্ন
- চূড়ার উপর ময়ূর পাখা⇨ সোনায় সোহাগা
- চোখ টাটানো⇨ ঈর্ষা করা
- চোখে আঙ্গুল দিয়ে দেখানো⇨ বিশেষ দৃষ্টি আকর্ষণ
- চোখে মুখে কথা বলা⇨ বাকপটুতা দেখানো
- চোখের চামড়া⇨ লজ্জা
- চোখের জলে নাকের জলে এক করা⇨ অত্যন্ত পীড়া দেওয়া
- চোখের পর্দা⇨ লজ্জা
- চোখের বালি⇨ বিশেষ বিরক্তির বস্তু/ চক্ষুশূল
- চোখের মণি⇨ অত্যন্ত প্রিয় বস্তু
- চোখের মাথা খাওয়া⇨ জানা সত্ত্বেও অবহেলায় এড়িয়ে যাওয়া বা ভুল করা
- চুনোপুটি ⇨ সামান্য ব্যক্তি
- চোখের নেশা ⇨ মোহ
- চোখে সরষে ফুল দেখা ⇨ বিপদে দিশেহারা হওয়া
ছ
- ছ আঙুলের আঙুল⇨ অতিরিক্ত
- ছাই চাপা আগুন⇨ প্রচ্ছন্ন যোগ্যতা/ সুপ্ত প্রতিভা
- ছা-পোষা⇨ অত্যন্ত গরীব/ পোষ্য ভারাক্রান্ত
- ছক্কা পাঞ্জা করা⇨ বড় বড় কথা বলা
- ছুঁচো মেরে হাত গন্ধ করা⇨ নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন
- ছাই ফেলতে ভাঙা কুলো⇨ অতি অকিঞ্চিৎকর বা অপদার্থ মাত্র
- ছেলের হাতের মোয়া⇨ সহজ প্রাপ্য
- ছিনিমিনি খেলা⇨ অপব্যয় করা
- ছুঁচ হয়ে ঢোকা ফাল হয়ে বেরোনো ⇨ সামান্য বিষয় অবলম্বনে ভিতরে গিয়ে সর্বগ্রাসী হওয়া
- ছেঁড়া চুলে খোঁপা বাঁধা⇨বৃথা চেষ্টা/ পরকে আপন করার চেষ্টা
- ছায়া মাড়ানো⇨ নিকটে যাওয়া
- ছিঁচকাঁদুনে ⇨ সামান্যতে কেঁদে ফেলা
জ
- জলাঞ্জলি দেওয়া ⇨ বিসর্জন দেওয়া
- জাহান্নামে যাওয়া⇨ কুপথে যাওয়া
- জাল পাতা⇨ ফাঁদ পাতা
- জিলাপির প্যাঁচ⇨ কুটবুদ্ধি/কুটিলতা
- জগাখিচুড়ি⇨ বিভিন্ন রকমের জিনিসের অবাঞ্চিত মিশ্রণ/ বিশৃঙ্খল
- জো হুকুম⇨ চাটুকারের দল
- জিভে পানি আসা⇨ লোভ
- জলে কুমির ডাঙায় বাঘ⇨উভয় সংকট
- জগদ্দল পাথর⇨ গুরুভার
- জাল গোটানো⇨ কাজ শেষ করে যাবার জন্য আয়োজন
- জবড়জং⇨ এলোমেলো/ আগোছালো/ জমকালো কিন্তু বেমানান
- জোর-কপাল ⇨ সুপ্রসন্ন ভাগ্য
ঝ
- ঝিকে মেরে বউকে শেখানো⇨ একজনকে মেরে অপরজনকে শিক্ষাদান/ ইশারায় শেখানো
- ঝড়ো কাক⇨ বিপর্যস্ত অবস্থা
- ঝাঁকের কৈ⇨ একই দলভুক্ত
- ঝোপ বুঝে কোপ মারা⇨ সুযোগ বুঝে কাজ হাসিল করা
ট
- টনক নড়া⇨ সজাগ হওয়া/ সচেতন হওয়া
- টইটুম্বুর⇨ পরিপূর্ণ/ ভরপুর
- টাকার কুমির⇨ ধনী ব্যক্তি, অনেক টাকার মালিক
- টাকার গরম⇨ ধনের অহংকার
- টিম টিম করা⇨ শেষ অবস্থা
- ট্যাঁক ভারী করা⇨ অতিরিক্ত অর্থ উপার্জন
- টক্কর দেওয়া⇨ প্রতিযোগিতা করা
- টানাপোড়েন⇨ দ্বিধাগ্রস্ত অবস্থা/ উভয় সংকট/ বিরক্তিকর যাতায়াত
- টাল সামলানো⇨ বিপদ হতে মুক্তি লাভ
- টুপ ভুজঙ্গ⇨ নেশায় ভরপুর/ নেশাগ্রস্ত
- টায়ে টায়ে⇨ কোনো রকমে
- টো টো করা⇨ লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো
- টেঁকে গোঁজা⇨ আত্মসাৎ করা
- টীকা ভাষ্য⇨ ব্যাখ্যা বিশ্লেষণ/ দীর্ঘ আলোচনা
ঠ
- ঠোঁট কাটা⇨ স্পষ্টভাষী/ অপ্রিয় সত্য বলতে যে সংকোচ করে না
- ঠেলার নাম বাবাজি⇨ সংকটে পড়লেই কাবু
- ঠাট বজায় রাখা⇨ চালচলন ঠিক রাখা
- ঠাণ্ডা লড়াই⇨ গোপনে দুরভিসন্ধি করা
- ঠুঁটো জগন্নাথ⇨ দায়িত্বহীন অকর্মণ্য ব্যক্তি
- ঠেস দিয়ে কপাল ভাঙা⇨ পরোক্ষভাবে অন্যের বিরুদ্ধে কথা বলা
- ঠোঁট সেলাই করে থাকা⇨ নির্বাক
- ঠক বাছতে গাঁ উজাড়⇨ ভালো ব্যক্তি পাওয়ায় মুশকিল
ড
- ডাকাবুকো⇨ নির্ভিক
- ডান হাতের ব্যাপার/ কারবার/ কাজ⇨ আহার/ খাওয়া
- ডানাকাটা পরী⇨ অসাধারণ সুন্দরী
- ডিমে রোগা⇨ আজন্ম রোগা/ সর্বদা রুগণ
- ডুমুরের ফুল⇨ অদৃশ্য বস্তু বা ব্যক্তি
- ডুরি বাঁধা⇨ লেখাপড়া সাঙ্গ করা
- ভূতের বাপের শ্রাদ্ধ⇨ অপরিমিত ব্যয়
- ডুব মারা ⇨ অদৃশ্য হওয়া
- ডামাডোল ⇨ গোলযোগ
ঢ
- ঢাক ঢাক গুড় গুড়⇨ গোপন রাখার চেষ্টা/ লুকোচুরি
- ঢাকের কাঠি⇨ মোসাহেব/ তোষামোদকারী
- ঢাকের বায়া⇨ অপ্রয়োজনীয়
- ঢি ঢি পড়া⇨ নিন্দা প্রচারিত হওয়া/ দুর্নাম রটনা
- ঢিমে তেতালা⇨ অতিশয় মন্থর গতি
- ঢেঁকির কচকচি⇨ বিরক্তিকর কথা
- ঢেঁকির কুমির⇨ অপদার্থ
- ঢেউ গোনা⇨ বাজে কাজে সময় ব্যয় করা
- ঢুঁ মারা ⇨ অনুসন্ধান করা / চেষ্টা করা
- ঢাক ঢোল পেটানো ⇨ প্রচারণা
ত
- তক্কে তক্কে থাকা⇨ গোপনে সতর্ক থাকা
- তড়িঘড়ি⇨ দ্রুত
- তাইরে নাইরে করা⇨ অমনোযোগী হয়ে কাজ করা
- তামার বিষ⇨ অর্থের কুপ্রভাব
- তালকানা⇨ কান্ডজ্ঞানহীন
- তালপাতার সেপাই⇨ অতিশয় দুর্বল/ ক্ষীণজীবী/ রুগণ
- তাসের ঘর⇨ ক্ষণস্থায়ী
- তিন মাথা এক হওয়া⇨ খুব বৃদ্ধ হওয়া
- তিলকে তাল করা⇨ সামান্য ব্যাপারকে বাড়ানো
- তীর্থের কাক⇨ লোভের প্রতীক্ষাকারী/ সাগ্রহে প্রতীক্ষাকারী
- তুই তোকারি করা⇨ তুচ্ছভাবে সম্বোধন করা
- তুবড়ি ছোটা⇨ বেশি কথা বলা
- তুলকামাল⇨ বিরাট ব্যাপার/ সাংঘাতিক ঘটনা/ হৈ চৈ
- তুলসি বনের বাঘ⇨ ভন্ড
- তেলে-বেগুনে জ্বলা⇨ ক্রোধে অগ্নিশর্মা হওয়া
- তেল মাখানো ⇨ তোষামোদ
- তুষের আগুন ⇨ দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা
- তুর্কি নাচন ⇨ হুলুস্থুল অবস্থা
- তিলে তিলে ⇨ ধীরে ধীরে
- তালগোল পাকানো ⇨ জটপাকানো
থ
- থ হওয়া ⇨ অবাক হয়ে যাওয়া
- থই থই করা
- থতমত খাওয়া
- থৈ পাওয়া ⇨অবস্থা নাগালে আসা
- থানা পুলিশ করা
- থোঁতা মুখ ভোঁতা হওয়া
- থ মারা ⇨ অবাক হওয়া/ বিস্মিত হওয়া
দ
- দক্ষযজ্ঞ ব্যাপার
- দশখান করে বলা
- দহরম-মহরম ⇨ অন্তরঙ্গতা
- দাঁও মারা
- দাঁত খিচুনি
- দাঁতে কুটো কাটা
- দাঁতে দড়ি দিয়ে থাকা
- দা-কুমড়া সম্বন্ধ ⇨ শত্রুভাব
- দিনকে রাত করা ⇨ অসাধ্য সাধন করা / দুষ্কর্ম করা
- দু'কান কাটা ⇨ বেহায়া/ নির্লজ্জ
- দুধ কলা সাপ পোষা
- দুধে ভাতে থাকা
- দুধের মাছি ⇨ সুসময়ের বন্ধু
- দু'মুখো সাপ ⇨ শত্রু-মিত্র উভয়ের পক্ষাবলম্বন
- দূর্বা গজানো⇨অত্যন্ত কুঁড়ে
- দুধের স্বাদ ঘোলে মেটানো ⇨ আসলের অভাব নকলে মেটানো
- দুধে আলতা রং ⇨ রঙের ঔজ্জ্বল্য
- দিল্লিকা লাড্ডু ⇨ যে জিনিস পেলে অনুতপ্ত হয়, অথচ না পেলেও হতাশ হয়।
- দিবাস্বপ্ন ⇨ অলীক কল্পনা
- দাঁত ফোটানো ⇨ কঠিন বিষয় আয়ত্ত করা
- দেঁতো হাসি ⇨ কৃত্রিম হাসি
- দক্ষিণ হস্ত ⇨ প্রধান সহযোগী
ধ
- ধড়া-চূড়া ⇨ সাজপোশাক
- ধরাকে সরা জ্ঞান করা ⇨ অহঙ্কারে সবকিছুকে তুচ্ছ মনে করা
- ধরি মাছ না ছুঁই পানি ⇨কৌশলে কার্যোদ্ধার
- ধর্মপুত্র যুধিষ্টির ⇨ সত্যবাদিতার ভান করা
- ধর্মের কল ⇨ সত্য
- ধর্মের ঢাক আপনি বাজে ⇨ সত্য কখনো চাপা থাকে না
- ধর্মের ষাঁড় ⇨ স্বেচ্ছাচারী ব্যক্তি
- ধামাচাপা দেওয়া
- ধামাধরা ⇨ চাটুকারিতা/ তোষামুদে
- ধোপদুরস্ত ⇨ বাবুয়ানি
- ধোপে টেকা ⇨ সুফল দেওয়া
- ধর্মের কল বাতাসে নড়ে ⇨ সত্য একদিন প্রকাশ পাবেই
ন
- নগদ নারায়ণ ⇨ নগদ অর্থ
- নজর দেওয়া ⇨ কুদৃষ্টি
- ননীর পুতুল⇨ শ্রমবিমুখ
- নয় ছয় হওয়া ⇨ অপচয়/ বিশৃঙ্খল অবস্থা
- নাক সিটকানো ⇨ অবজ্ঞা করা
- নাকানি চুবানি ⇨
- নাকে খত দেওয়া ⇨
- নাগরদোলা ⇨
- নাজেহাল ⇨
- নাড়ির টান⇨ গভীর ও আন্তরিক মমত্ববোধ
- নাম করা ⇨
- নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ ⇨
- নিমক খাওয়া ⇨
- নিমরাজি ⇨
- নিশপিশ করা ⇨
- নেই আঁকড়া⇨ একগুঁয়ে
- নাড়ির খবর ⇨ সকল তথ্য
- নদের চাঁদ ⇨ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
- নকড়া ছকড়া করা ⇨ তুচ্ছ জ্ঞান করা
প
- পই পই করে বলা ⇨
- পগার পার ⇨ পালানো
- পটল তোলা ⇨ মারা যাওয়া
- পথে আসা ⇨
- পথে বসা ⇨ সর্বস্বান্ত হওয়া
- পদ্মপাতায় জল ⇨ ক্ষণস্থায়ী
- পরের ধনে পোদ্দারি ⇨
- পর্বতের মূষিক প্রসব ⇨ বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি
- পাকা ধানে মই⇨ বিপুল ক্ষতি করা
- পাথরের পাঁচ কিল⇨ সুখের সময়
- পায়াভারী⇨ অহংকার
- পালের গোদা⇨ দলপতি
- পুঁটি মাছের প্রাণ ⇨ ক্ষুদ্র প্রাণ
- পুকুর চুরি ⇨ বড় ধরনের চুরি
- পেট পাতলা ⇨ মারা যাওয়া
- পেটে পেটে বুদ্ধি⇨ দুষ্টু বুদ্ধি
- পেটের ভাত চাল হওয়া ⇨
- পোঁ-ধরা ⇨ মোসাহেবি করা
- পোয়া বারো ⇨ অত্যধিক সুবিধে
- পথের কাঁটা ⇨ প্রতিবন্ধক
ফ
- ফতো নবাব
- ফপর দালালি
- ফাঁকা আওয়াজ
- ফাঁদে পা দেওয়া
- ফাঁপা ঢেঁকি
- ফাকতা উড়ানো
- ফুলপুসি
- ফুলবাবু⇨ বিলাসী
- ফুলের আঘাত
- ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া
- ফেঁপে ওঠা
- ফেউ লাগা
- ফ্যা ফ্যা করা
- ফোড়ন কাটা ⇨ কথার মাঝে বিদ্রুপ করা
- ফোঁপরদালালি ⇨ অযাচিত মাতব্বরি করা
ব
- বংশের বাতি
- বক ধার্মিক⇨ ভন্ড সাধু
- বড় মাছের কাঁটাও ভালো
- বরাক্ষুরে
- বর্ণচোরা⇨ কপট ব্যক্তি/ ভণ্ড
- বসন্তের কোকিল⇨ সুসময়ের বন্ধু
- বাঘের আড়ি
- বাঘের দুধ
- বাঘের মাসি হওয়া
- বাড়া ভাতে ছাই
- বামন হয়ে চাঁদে হাত
- বালির বাঁধ
- বালির বাঁধ⇨ ক্ষণস্থায়ী
- বাহাত্তুরে ধরা
- বিড়াল তপস্বী ⇨ ভণ্ড তপস্বী
- বিড়ালের আড়াই পা
- বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া
- বিদুরের খুদ⇨ শ্রদ্ধা ও ভালোবাসার সামান্য দান
- বিনা মেঘে বজ্রপাত
- বিন্দু বিসর্গ
- বিশ বাঁও জলে
- বিষ নয়নে পড়া
- বিষ নেই কুলোপনা চক্কর
- বিষবৃক্ষ⇨ অনাচারের উৎস/ অনিষ্টকারী
- বিসমিল্লায় গলদ ⇨ গোড়ায় ভুল
- বুক দিয়ে পড়া
- বেনা বনে মুক্তা ছড়ানো
- ব্যাঙের আধুলি⇨ সামান্য সম্পদ
- ব্যাঙের সর্দি⇨অসম্ভব ঘটনা/
- বুদ্ধির ঢেঁকি ⇨ নির্বোধ
- বিড়ালের গলায় ঘণ্টা বাধা ⇨ অসাধ্য সাধন করা
- বজ্র আটুনি ফস্কা গেরো ⇨ অসার আস্ফালন
ভ
- ভণিতা করা
- ভরাডুবি ⇨ সর্বনাশ
- ভরাডুবির মুষ্টিলাভ
- ভাতে মারা ⇨ বড় ধরনের ক্ষতি করা
- ভাঁড়ে ভবানী
- ভাঁড়ের কলসি
- ভানুমতির খেলা
- ভালুক জ্বর
- ভিজা বিড়াল⇨ কপটচারী/ সাধু বেচে অসৎ লোক
- ভিটে মাটি চাটি করা
- ভিটেয় ঘুঘু চড়ানো ⇨ সর্বস্বান্ত
- ভুষণ্ডির কাক ⇨ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
- ভূঁইফোড়⇨ নতুন আগমন/ অর্বাচীন
- ভূতের বাপের শ্রাদ্ধ
- ভূতের বেগার খাটা
- ভেক ধরা⇨ ভান করা
- ভেরেণ্ডা ভাজা ⇨
ম
- মণিহারা ফণি
- মাছের মার কান্না
- মগের মুল্লুক⇨ অরাজক দেশ
- মান্ধাত্মার আত্মা
- মানিকজোড় ⇨ প্রগাঢ় বন্ধুত্ব
- মাটির মানুষ
- মাথার মণি ⇨ মহার্ঘ প্রিয় বস্তু
- মিছরির ছুরি
- মরা কান্না
- মাথায় হাত বুলানো
- মাথায় উঠা
- মাকাল ফল⇨ অন্তঃসারশূন্য
- মাছের মার পুত্রশোক ⇨ কৃত্রিম শোক
- মণিকাঞ্চন যোগ⇨ উপযুক্ত মিলন
- মিটির মিটির
- মাথায় রাখা
- মেনিমুখো
- মুখে মুখে
- মনে করা
- মেছো হাট
- মাথার ঘাম পায়ে ফেলা
- মান্ধাত্মার আমল⇨ পুরোনো আমল
- মুখ তুলে চাওয়া⇨ প্রসন্ন হওয়া/ সদয় হওয়া
- মন না মতি⇨ অস্থির মানব মন
- মণিকাঞ্চন যোগ⇨ উপযুক্ত মিলন
- মাথা খাওয়া ⇨ নষ্ট করা
য
- যক্ষের ধন ⇨ কৃপনের ধন
- যত গর্জে তত বর্ষে না
- যবনিকাপাত
- যম-যন্ত্রণা
- যমের দোসর
- যমের ভুল
- যার লাঠি তার মাটি
- যেখানে সেখানে
- যো হুকুমের দল
র
- রক্তের টান
- রগচটা
- রয়ে সয়ে
- রাই কুড়িয়ে বেল
- রাখঢাক
- রাঘব বোয়াল⇨ সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি
- রাঙা মুলো
- রাজযোটক
- রাজা উজির মারা
- রাতকানা
- রাবণের গোষ্ঠী⇨ অনেক লোকসমৃদ্ধ পরিবার
- রাবণের চিতা⇨ চির অশান্তি
- রাশভারী ⇨ গম্ভীর প্রকৃতি
- রাহুর দশা
- রুই কাতলা
ল
- লগন চাঁদা
- লঙ্কা কাণ্ড ⇨হুলুস্থুল অবস্থার সৃষ্টি করা
- লঙ্কা পায়রা
- লঙ্কা পোড়া
- লম্বা দেওয়া
- লাথির ঢেঁকি চড়ে ওঠে না
- লালবাতি জ্বলা
- লেজে খেলানো ⇨ চাতুর্যের সঙ্গে বশীভূত করে রাখা
- লেজে গোবরে
- লেজে পা পড়া
- লেফাফা দুরস্ত⇨ পরিপাটি
শ
- শকুনি মামা⇨ কুচক্রী লোক
- শত্রুর মুখে ছাই
- শরতের শিশির ⇨ ক্ষণস্থায়ী
- শাঁখের করাত⇨ উভয় সংকট
- শাক দিয়ে মাছ ঢাকা ⇨ অপরাধ গোপন করার ভ্রান্ত পদ্ধতি
- শাপে বর ⇨ অমঙ্গলে মঙ্গল হওয়া
- শিবরাত্রীর সলতে⇨ একমাত্র সন্তান
- শিয়ালের ডাক
- শিরে সংক্রান্তি
- শেষ রক্ষা
ষ
- ষাঁড়ের গোবর
- ষণ্ডামার্কা
- ষত্ব-ণত্ব জ্ঞান
- ষাটের কোলে
- ষোল আনা⇨ পুরোপুরি
- ষোলকলা পূর্ণ
- ষোল কড়াই কানা
- ষোল কলা⇨ পুরোপুরি/ সম্পূর্ণ
স
- সাত সতেরো
- সব শেয়ালের এক রা
- সবুরে নেওয়া ফলে
- সবেধন নীলমণি
- সরফরাজি করা
- সাক্ষীগোপাল⇨ নিষ্ক্রিয় দর্শক
- সাতেও নয় পাচঁচেও নয়
- সাপও মরে লাঠিও না ভাঙে
- সাপে নেউলে⇨ শত্রুভাব
- সাপের পাঁচ পা
- সাফাই গাওয়া
- সাবধানের মার নেই
- সুখের পায়রা⇨ সুসময়ের বন্ধু
- সোনায় সোহাগা
- সোনার চাঁদ
- সোনার পাথর বাটি⇨ অলীক বস্তু
- স্বখাতসলিলে
- স্বর্গের সিঁড়ি
- স্বস্তার তিন অবস্থা⇨ কম দামের জিনিস ত্রুটিপূর্ণ
- সপ্তকান্ড নারায়ণ ⇨ বৃহৎ বিষয়
হ
- হ-য-ব-র-ল ⇨ বিশ্রঙ্খলা
- হরিঘোষের গোয়াল⇨ বহুলোকের আড্ডা/ বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
- হরিষে বিষাদ ⇨ আনন্দে বিষাদ
- হস্তিমূর্খ ⇨ নিরেট মূর্খ
- হাঁটুর বয়স ⇨ নিতান্ত শিশু
- হাঘরে ⇨ গৃহহীন
- হাটে হাঁড়ি ভাঙা ⇨ গোপন কথা প্রকাশ
- হাড় ভাজা ভাজা হওয়া
- হাড় হাভাতে ⇨ হতভাগ্যভাগ্য
- হাড়-হদ্দ ⇨ সবকিছু/ নাড়ি নক্ষত্র
- হাড়ে দূর্বা গজানো ⇨ অত্যন্ত কুঁড়ে
- হাড়ে বাতাস লাগা ⇨ শান্তি পাওয়া
- হাত ঝাড়া দিলে পর্বত
- হাত টান⇨ চুরির অভ্যাস
- হাত দিয়ে হাতি ঠেলা ⇨ অসম্বভবকে সম্ভবপর করার চেষ্টা করা
- হাত ধুয়ে বসা ⇨ আশা ত্যাগ করা/ সাধু সাজা/ নিশ্চিত হওয়া
- হাত পাতা⇨ সাহায্য চাওয়া
- হাত ভারি ⇨ কৃপণ/ ব্যয়কুণ্ঠ
- হাতির খোরাক ⇨ যে বেশি পরিমাণে আহার করে
- হাতে না মেরে ভাতে মারা
- হাতে পাঁজি মঙ্গলবার
- হাতে-কলমে⇨ বাস্তব শিক্ষা
- হাতেখড়ি ⇨ শিক্ষার শুরু
- হাতের পাঁচ⇨ শেষ সম্বল
- হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ⇨ সুযোগ নষ্ট করা
- হা-পিত্যেশ ⇨ ব্যাকুল কামনা
- হাড়ে হাড়ে ⇨ গভীরভাবে
- হাল ধরা ⇨, দায়িত্ব গ্রহণ/ নেতৃত্ব গ্রহণ
- হালে পানি পাওয়া⇨, সুবিধা করা/ বিপদমুক্ত হওয়া
- হিতে বিপরীত ⇨
- হীরের টুকরা
- হোমরা চোমরা
- হরিহর আত্মা ⇨ অন্তরঙ্গ
- হরিলুট ⇨ অপচয়
- হেস্তনেস্ত ⇨ মীমাংসা
- হাড়ে হাড়ে চেনা ⇨ মর্মান্তিকভাবে চেনা
- হাত পাকান ⇨ দক্ষতা
- হাঁড়ির হাল ⇨ মলিন
- হালছাড়া ⇨ হতাশ হওয়া
- হাড় জুড়ানো ⇨ শান্তি পাওয়া
- হাত কামড়ানো ⇨ আফসোস করা
- হাত জোড়া থাকা ⇨ কর্মব্যস্ত থাকা
- হাত চালাও ⇨ তাড়াতাড়ি করা
- হচ্ছে হবে ⇨দীর্ঘসূত্রিতা
- হ্রব-দীর্ঘ জ্ঞান ⇨ সাধারণ জ্ঞান
- হতচ্ছাড়া ⇨ লক্ষ্মীছাড়া
- হুঁকো-নাপিত বন্ধ করা ⇨ সমাজচ্যুত হওয়া
- হাতে পাঁজি মঙ্গলবার ⇨ প্রকৃত প্রমাণ দেওয়া
- হাড়ে মাসে জ্বালানো ⇨ অত্যন্ত উত্যক্ত করা
- হদিস পাওয়া ⇨ সঠিক সংবাদ দেওয়া
- হলুদের গুড়া ⇨ সমস্ত ব্যাপাররে যে উপস্থিত
- হাতির গলায় ঘণ্টা ⇨ বয়স্ক বরের বালিকা বধু
- হাতে জল না গলা ⇨ অতিশয় কৃপণ
- হাতে আকাশ পাওয়া ⇨ অভাবিতভাবে কিছু পাওয়া
- হাত ধরা ⇨ বশীভূত
- হামবড়া ভাব ⇨ অহংকার
- হরেদরে ⇨ মোটের ওপর
- হাতির পাঁচ পা দেখা ⇨ অহংকারবোধ করা/ দুঃসাহসী হওয়া
Comments