বাংলা সাহিত্যে বিভিন্ন গ্রন্থের বিখ্যাত চরিত্র
চণ্ডীমঙ্গল ⇨ ফল্লুরা, ভাড়ুদত্ত, ধনপতি সওদাগর, লহনা, খুল্লুনা
মনসামঙ্গল ⇨ চাঁদ সদাগর, বেহুলা, লখিন্দর
শ্রীকৃষ্ণকীর্তন ⇨ রাধা, কৃষ্ণ, বড়ায়ি
বুড়ো শালিকের ঘারে রোঁ ⇨ ভক্তপ্রসাদ বাবু
পথের পাঁচালী ⇨ অপু, দুর্গা
অন্নদামঙ্গল ⇨ ঈশ্বর পাটনী
নীল দর্পণ ⇨ নবীন মাধব, তোরাপ
সধবার একাদশী ⇨ নিমচাঁদ, কেনারাম
কাবুলিওয়ালা ⇨ রহমত, খুকী
শাস্তি ⇨ চন্দরা
পোস্টমাস্টার ⇨ রতন
সমাপ্তি ⇨ মৃন্ময়ী (নায়িকা)
হৈমন্তী ⇨ অপু, গৌরীশঙ্কর
নষ্টনীড় ⇨ চারুলতা, অমল
খোকাবাবুর প্রত্যাবর্তন ⇨ রাইচরণ
একরাত্রি ⇨ সুরবালা
জীবিত ও মৃত ⇨ কাদম্বিনী
বিসর্জন ⇨ জয়সিংহ, রঘুপতি, অর্পণা, গুণবতী
ডাকঘর ⇨ অমল
গোরা ⇨ গোরা, ললিতা, বিনয়
শেষের কবিতা ⇨ অমিত, লাবণ্য, শোভনলাল
চোখের বালি ⇨ মহেন্দ্র, বিনোদিনী, আশালতা, রাজলক্ষ্মী
যোগাযোগ ⇨ মধুসূদন, কুমুদিনী
দুইবোন ⇨ শর্মিলা, ঊর্মিলা, শশাঙ্ক
ঘরে-বাইরে ⇨ নিখিলেশ, বিমলা, সন্দীপ
ছুটি ⇨ ফটিক
বনফুল ⇨ বিজয়, কমল, নীরদ, নীরজা
কবি-কাহিনী ⇨ রবীন্দ্রনাথ, নলিনী
করুণা ⇨ মহেন্দ্র, মোহিনী, রজনী
চার অধ্যায় ⇨ অতিন, এলা, ইন্দ্রনাথ
মালঞ্চ ⇨ নীরজা, আদিত্য, সরলা
বৌঠাকুরানীর হাট ⇨ বসন্ত রায়, উদয়াদিত্য, রামচন্দ্র
চিত্রাঙ্গদা (নৃত্যনাট্য) ⇨ অর্জুন
আনোয়ারা ⇨ আনোয়ারা
একুশের গল্প ⇨ তপু, রেণু
হাজার বছর ধরে ⇨ টুনি, মন্তু, মকবুুল
রক্তাক্ত প্রান্তর ⇨ জোহরা, ইব্রাহিম কার্দী
বিষাদ-সিন্ধু ⇨ ইমাম হোসেন, এজিদ
দুর্গেশনন্দিনী ⇨ আয়েশা, তিলোত্তমা, জগৎসিংহ
কপালকুণ্ডলা ⇨ কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক, মতি
বিষবৃক্ষ ⇨ কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী
কৃষ্ণকান্তের উইল ⇨ রোহিণী, গোবিন্দলাল
মহেশ ⇨ গফুর, আমেনা
মেজদিদি ⇨ হেমাঙ্গিনী, কেষ্ট, কাদম্বিনী
বড়দিদি ⇨ মাধবী, সুরেন্দ্রনাথ, ব্রজরাজ, প্রমীলা
দত্তা ⇨ নরেন, বিজয়া
শ্রীকান্ত ⇨ রাজলক্ষ্মী, অভয়া, ইন্দ্রনাথ
গৃহদাহ ⇨ সুরেশ, অচলা, মহিম
চরিত্রহীন ⇨ সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী
পথের দাবী ⇨ সব্যসাচী
দেবদাস ⇨ পার্বতী, চন্দ্রমুখী
পল্লী সমাজ ⇨ রমা, রমেশ, বেণী, বলরাম
দেনাপাওনা ⇨ জীবানন্দ, ষোড়শী
শেষপ্রশ্ন ⇨ শিবনাথ, মনোরমা, অজিত, কমল, নীলিমা, আশুবাবু
বিপ্রদাস ⇨ দ্বিজদাস, বন্দনা
নিষ্কৃতি ⇨ গিরিশ, রমেশ, সিদ্ধেশরী, শৈলজা
লালসালু ⇨ মজিদ, জমিলা, আমেনা
বিবাহ বিভ্রাট ⇨ নন্দলাল
সূর্য দীঘল বাড়ী ⇨ জয়গুন, হাসু, মায়মুন
সারেং বৌ ⇨ কদম সারেং, নবিতুন
সংশপ্তক ⇨ হুরমতি, লেকু, রমজান, আনোয়ার
কৃষ্ণকুমারী ⇨ ভিমসিং, বিলাসবতী
পদ্মানদীর মাঝি ⇨ কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া
পুতুলনাচের ইতিকথা ⇨ শশী, কুমুদ
আলালের ঘরের দুলাল ⇨ ঠকচাচা
হুতোম প্যাঁচার নকশা ⇨ দনুবানু
মেঘনাদবধ ⇨ প্রমীলা, রাবণ
বাঁধনহারা ⇨ নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা, রাবেয়া
Comments