সমার্থক শব্দ ( একটু ভিন্ন আঙ্গিকে মনে রাখার টেকনিক সহকারে)
সমার্থক শব্দ ⇨ অর্থ
* অংশু ⇨ জ্যোতি
* অক্ষি ⇨ চোখ
* অখিল ⇨ পৃথিবী
* অঙ্গনা ⇨ নারী
* অচল ⇨ পর্বত
* অটবি ⇨ বৃক্ষ/ বন
* অণুপ্রভা ⇨ বিদ্যুৎ
* অতিশয় ⇨ ভয়ঙ্কর
* অদিতি ⇨ পৃথিবী
* অদ্রি ⇨ পর্বত
* অধিরাজ ⇨ রাজা
* অনন্ত ⇨ আকাশ
* অনল ⇨ আগুন
* অনিন্দ্য ⇨ খ্যাতি
* অনিল ⇨ বাতাস
* অনুপম ⇨ সুন্দর/মনোরম
* অন্তরীক্ষ ⇨ আকাশ
* অন্তর্যামী ⇨ আল্লাহ
* অন্তিম ⇨ ইতি
* অন্ত্য ⇨ ইতি
* অন্যপুষ্ট ⇨ কোকিল
* অপ ⇨ পানি
* অবধি ⇨ অবশিষ্ট
* অবনী ⇨ পৃথিবী
* অবলা ⇨ নারী
* অবসান ⇨ ইতি
* অভিনিবেশ ⇨ মনোযোগ
* অভিপ্রায় ⇨ ইচ্ছা
* অভিলাষ ⇨ ইচ্ছা
* অভ্র ⇨ আকাশ
* অভ্র ⇨ মেঘ
* অমরা ⇨ স্বর্গ
* অমরাবতি ⇨ স্বর্গ
* অমরালয় ⇨ স্বর্গ
* অমা ⇨ অন্ধকার
* অমানিশা ⇨ অন্ধকার/ রাত
* অমিত্র ⇨ শত্রু
* অম্বর ⇨ আকাশ
* অম্বু ⇨ পানি
* অম্বুধী ⇨ সমুদ্র
* অয়ন ⇨ পথ
* অরণ্য ⇨ বন
* অরণ্যানী ⇨ বন
* অরবিন্দ ⇨ পদ্ম
* অরি ⇨ শত্রু
* অরুণ ⇨ সূর্য/ রক্ত/ লাল
* অর্ক ⇨ সূর্য
* অর্ণব ⇨ সমুদ্র
* অলক ⇨ চুল
* অলি ⇨ মৌমাছি
* অলিক ⇨ কপাল/ভাগ্য
* অশনি ⇨ বজ্র
* অশ্ব ⇨ ঘোড়া
* অশ্ম ⇨ পাথর
* অসহায় ⇨ দরিদ্র
* অসি ⇨ তরবারি
* অসিত ⇨ কালো
* অহ ⇨ দিবস
* অহি ⇨ সাপ
* অহ্ন ⇨ দিবস
* আঁখি ⇨ চোখ
* আঁখি-নীর ⇨ অশ্রু
* আঁধিয়ার ⇨ অন্ধকার
* আওরাত ⇨ নারী
* আগার ⇨ গৃহ
* আত্মজ ⇨ পুত্র
* আত্মজা ⇨ কন্যা
* আদিত্য ⇨ সূর্য
* আধার ⇨ অন্ধকার
* আপণ ⇨ দোকান
* আফতাব ⇨ সূর্য
* আবার ⇨ শব্দ/ধ্বনী
* আবির ⇨ রক্ত
* আভা ⇨ আলো
* আরব ⇨ শব্দ/ধ্বনী
* আলতো ⇨ মৃদু
* আলয় ⇨ গৃহ
* আশ্রয় ⇨ তীর
* আসমান ⇨ আকাশ
* আস্ফালন ⇨ অহংকার
* আহব ⇨ যুদ্ধ
* ইন্দু ⇨ চাঁদ
* ইন্দ্রজাল ⇨ ছলনা
* ইন্দ্রলোক ⇨ স্বর্গ
* উৎপল ⇨ পদ্ম
* উত্তেজনা ⇨ রাগ
* উদক ⇨ পানি
* উদধি ⇨ সমুদ্র
* উদ্ভাস ⇨ আলো
* উরগ ⇨ সাপ
* উর্বী ⇨ পৃথিবী
* উল্লাস ⇨ উচ্ছ্বাস
* উষ্মা ⇨ রাগ
* ঊর্মি ⇨ ঢেউ
* ঝাণ্ডা ⇨ পতাকা
* ঐরাবত ⇨ হাতি/হাতী
* ঐশ্বর্য ⇨ ধন
* কটি ⇨ কোমর
* কঠিন ⇨ বজ্র/দৃঢ়/শক্ত/ অটল
* কদলী ⇨ কলা
* কপোত ⇨ কবুতর
* কপোল ⇨ গাল
* কবরী ⇨ চুল
* কবিলা ⇨ নারী
* কমল ⇨ পদ্ম
* কর ⇨ জ্যোতি
* কর ⇨ হাতি/হাতী
* করন ⇨ হাতি/হাতী
* করী ⇨ হাতি/হাতী
* কর্জ ⇨ ঋণ
* কর্ণম ⇨ কান
* কর্বুর ⇨ স্বর্ণ
* কর্মঠ ⇨ দক্ষ
* কর্মণ্য ⇨ দক্ষ
* কলকণ্ঠ ⇨ কোকিল
* কলত্র ⇨ স্ত্রী
* কলানাথ ⇨ চাঁদ
* কলানিধি ⇨ চাঁদ
* কলাপী ⇨ ময়ূর
* কলি ⇨ মুকুল
* কলিকা ⇨ মুকুল
* কলেবর ⇨ দেহ
* কল্লোল ⇨ ঢেউ
* কাঁকর ⇨ পাথর
* কাঁকাল ⇨ কোমর
* কাকপুষ্ট ⇨ কোকিল
* কাকোদর ⇨ সাপ
* কাঞ্চন ⇨ স্বর্ণ
* কাতরহীন ⇨ দরিদ্র
কাদম্বিনী ⇨ মেঘ
কানন ⇨ বন
কানাই ⇨ কালো
কান্ত ⇨ স্বামী
কান্তা ⇨ নারী
কান্তা ⇨ স্ত্রী
কান্তার ⇨ বন
কান্তিমান ⇨ সুন্দর/মনোরম
কাবেরী ⇨ গঙ্গা
কামিনী ⇨ নারী
কায়া ⇨ দেহ
কারা ⇨ জেলখানা
কিনারা ⇨ তীর
কিরণ ⇨\জ্যোতি
কিরণমালী ⇨ সূর্য
কুঁড়ি ⇨ মুকুল
কুঞ্জ ⇨ বন
কুঞ্জর ⇨ হাতি/হাতী
কুন্তল ⇨ চুল
কুবলয় ⇨ পদ্ম
কুমুদ ⇨ পদ্ম
কুমুদীনাথ ⇨ চাঁদ
কুরঙ্গ ⇨ হরিণ
কুল ⇨ বংশ
কুলিশ ⇨ বজ্র
কুসুম ⇨ পুষ্প
কুহক ⇨ ছলনা
কূল ⇨ তীর
কূলবতী ⇨ নদী
কৃপাণ ⇨ তরবারি
কৃশানু ⇨ আগুন
কৃষ্ণ ⇨ কালো
কৃষ্ণ ⇨ শ্রীকৃষ্ণ
কেকা ⇨ ময়ূর
কেকী ⇨ ময়ূর
কেতন ⇨ পতাকা
কেশ ⇨ চুল
কেশব ⇨ শ্রীকৃষ্ণ
কেশরী ⇨ সিংহ
কোকনাদ ⇨ পদ্ম
কোপ ⇨ রাগ
কোরক ⇨ মুকুল
কৌমুদী ⇨ চাঁদের আলো
কৌলীন্য ⇨ বংশ
ক্ষণপ্রভা ⇨ বিদ্যুৎ
ক্ষিতি ⇨ পৃথিবী
ক্ষিতিতল ⇨ পৃথিবী
ক্ষিতিধর ⇨ পর্বত
খগ ⇨ পাখি
খড়গ ⇨ তরবারি
খেচর ⇨ পাখি
গগন ⇨ আকাশ
গজ ⇨ হাতি/হাতী
গণ্ড ⇨ গাল
গতর ⇨ দেহ
গন্ধবহ ⇨ বাতাস
গরুড় ⇨ পাখি
গর্ভধারিণী ⇨ মাতা
গহন ⇨ বন
গা ⇨ দেহ
গাঙ ⇨ নদী
গাত্র ⇨ দেহ
গাভ ⇨ সমুদ্র
গাভী ⇨ গরু
গিরি ⇨ পর্বত
গিরি নিঃস্রাব ⇨ নদী
গো ⇨ গরু
গোত্র ⇨ বংশ
গোপাল ⇨ শ্রীকৃষ্ণ
গোমতী ⇨ গঙ্গা
গোসা ⇨ রাগ
ঘোটক ⇨ ঘোড়া
চঞ্চলা ⇨ বিদ্যুৎ
চন্দ্র ⇨ চাঁদ
চন্দ্রমা ⇨ চাঁদ
চন্দ্রালোক ⇨ চাঁদের আলো
চন্দ্রিকা ⇨ চাঁদের আলো
চন্দ্রিমা ⇨ চাঁদের আলো
চপলা ⇨ বিদ্যুৎ
চর্মপাদুকা ⇨ জুতা
চাঁদনী ⇨ চাঁদের আলো
চারু ⇨ সুন্দর/মনোরম
চিকুর ⇨ চুল
চিত্ত ⇨ মন
চিত্তপট ⇨ মন
চূর্ণন ⇨ পেষণ
ছিদ্র ⇨ গর্ত
জগন্নাথ ⇨আল্লাহ
জনার্দন ⇨ শ্রীকৃষ্ণ
জনিকা ⇨ মাতা
জলদ ⇨ মেঘ
জলধর ⇨ মেঘ
জলধি ⇨ সমুদ্র
জলনিধি ⇨ সমুদ্র
জাহ্নকন্যা ⇨ গঙ্গা
জাদু ⇨ ছলনা
জায়া ⇨ স্ত্রী
জাহান ⇨ পৃথিবী
জাহ্নবী ⇨ গঙ্গা
জীমূত ⇨ মেঘ
জীমূত ⇨ সমুদ্র
জেনানা ⇨ নারী
জেরা ⇨ জিজ্ঞাসা
জোছনা ⇨ চাঁদের আলো
জ্যোৎন্সা ⇨ চাঁদের আলো
জ্যোতি ⇨ আলো
ঝঞ্ঝা ⇨ ঝড়
ঝটিকা ⇨ ঝড়
ঝষ্য ⇨ হরিণ
ঝি ⇨ কন্যা
ডর ⇨ ভয়
তট ⇨ তীর
তটিনী ⇨ নদী
তড়িৎ ⇨ বিদ্যুৎ
তথ্য ⇨ সংবাদ
তনয় ⇨ পুত্র
তনয়া ⇨ কন্যা
তনু ⇨ দেহ
তনুজ ⇨ পুত্র
তপন ⇨ সূর্য
তম ⇨ অন্ধকার
তমঃ ⇨ অন্ধকার
তমসা ⇨ অন্ধকার
তমিগ্র ⇨ অন্ধকার
তরঙ্গিনী ⇨ নদী
তরু ⇨ বৃক্ষ
তামরস ⇨ পদ্ম
তামসী ⇨ রাত
তালাস ⇨ সংবাদ
তালিম ⇨ অনুশীলন
তিমির ⇨ অন্ধকার
তীর ⇨ তীর
তুফান ⇨ ঝড়
তুরগ ⇨ ঘোড়া
তুরঙ্গ ⇨ ঘোড়া
তুরঙ্গম ⇨ ঘোড়া
তোয় ⇨ পানি
তোয়দ ⇨ মেঘ
ত্রিদশালয় ⇨ স্বর্গ
ত্রিদিব ⇨ স্বর্গ
ত্রিযাত্রা ⇨ রাত
ত্রিযামা ⇨ রাত
দম্ভ ⇨ অহংকার
দম্ভোলি ⇨ বজ্র
দয়িত ⇨ স্বামী
দয়িতা ⇨ স্ত্রী
দর ⇨ ভয়
দরিকা ⇨ কন্যা
দরিয়া ⇨ সমুদ্র
দর্প ⇨ অহংকার
দলন ⇨ পেষণ
দহন ⇨ আগুন
দামিনী ⇨ বিদ্যুৎ
দার ⇨ স্ত্রী
দারক ⇨ পুত্র
দারা ⇨ স্ত্রী
দিনকর ⇨ সূর্য
দিনেশ ⇨ সূর্য
দিবাকর ⇨ সূর্য
দিল ⇨ মন
দীন ⇨ দরিদ্র
দীপ্তি ⇨ আলো
দীপ্তি ⇨ জ্যোতি
দুনিয়া ⇨ পৃথিবী
দুলাল ⇨ পুত্র
দুহিতা ⇨ কন্যা
দৃঢ় ⇨ বজ্র
দেনা ⇨ ঋণ
দেবলোক ⇨ স্বর্গ
দৌলত ⇨ ধন
দ্বিজ ⇨ পাখি
দ্বিজরাজ ⇨ চাঁদ
দ্বিপ ⇨ হাতি/হাতী
দ্বিরদ ⇨ হাতি/হাতী
দ্বিরেফ ⇨ মৌমাছি
দ্যুতি ⇨ আলো
দ্যুলোক ⇨ আকাশ
দ্যুলোক ⇨ স্বর্গ
দ্রুম ⇨ বৃক্ষ
ধাতা ⇨ আল্লাহ
ধাম ⇨ গৃহ
ধার ⇨ ঋণ
ধার ⇨ তীর
ধীর ⇨ মৃদু
ধেনু ⇨ গরু
ধোঁকা ⇨ ছলনা
ধ্বজা ⇨ পতাকা
নগ ⇨ পর্বত
নদীকান্ত ⇨ সমুদ্র
নন্দন ⇨ পুত্র
নন্দিত ⇨ খ্যাতি
নন্দিনী ⇨ কন্যা
নভঃ ⇨ আকাশ
নরেন্দ্র ⇨ রাজা
নরেশ ⇨ রাজা
নলিনী ⇨ পদ্ম
নসিব ⇨ কপাল/ভাগ্য
নাথ ⇨ স্বামী
নাদ ⇨ শব্দ/ধ্বনী
নিকেতন ⇨ গৃহ
নিখিল ⇨ পৃথিবী
নিগম ⇨ পথ
নিনাদ ⇨ শব্দ/ধ্বনী
নিপুণ ⇨ দক্ষ
নিবাস ⇨ গৃহ
নিবাস ⇨ গৃহ
নির্গমন ⇨ পথ
নির্ঝরিণী ⇨ নদী
নির্যাস ⇨ সত্ত্ব
নিশা ⇨ রাত
নিশাকর ⇨ চাঁদ
নিশান ⇨ পতাকা
নিশাপতি ⇨ চাঁদ
নিশি ⇨ রাত
নিশীথ ⇨ রাত
নিশীথিনী ⇨ রাত
নিস্বন ⇨ শব্দ/ধ্বনী
নীর ⇨ পানি
নীরদ ⇨ মেঘ
নীলাম্বু ⇨ সমুদ্র
নীলিমা ⇨ আকাশ
নূর ⇨ আলো
নৃপ ⇨ রাজা
নৃপতি ⇨ রাজা
নৃপাল ⇨ রাজা
নৃপেন্দ্র ⇨ রাজা
নেজা ⇨ বর্শা
নেত্র ⇨ চোখ
নোটন ⇨ কবুতর
পঙ্কজ ⇨ পদ্ম
পঞ্চত্বপ্রাপ্তি ⇨ মৃত্যু
পটল তোলা ⇨ মৃত্যু/ মারা যাওয়া
পটু ⇨ দক্ষ
পণ্যগৃহ ⇨ দোকান
পণ্যশালা ⇨ দোকান
পতি ⇨ স্বামী
পত্রগোটা ⇨ কলা
পন্নগ ⇨ সাপ
পবন ⇨ বাতাস
পয় ⇨ পানি
পয়জার ⇨ জুতা
পয়স্বিনী ⇨ গরু
পয়োদ ⇨ মেঘ
পয়োধি ⇨ সমুদ্র
পরপুষ্ট ⇨ কোকিল
পরভৃত ⇨ কোকিল
পরভৃৎ ⇨ কাক
পরাক্রম ⇨ সত্ত্ব
পরাণ ⇨ মন
পর্ণী ⇨ বৃক্ষ
পল্লবী ⇨ বৃক্ষ
পশুরাজ ⇨ সিংহ
পাটনি ⇨ খেয়া ঘাটের মাঝি
পাণি ⇨ হাত
পাথার ⇨ সমুদ্র
পাদপ ⇨ বৃক্ষ
পাদুকা ⇨ জুতা
পাবক ⇨ আগুন
পাবন ⇨ আগুন
পায়রা ⇨ কবুতর
পারদর্শী ⇨ দক্ষ
পারাবাত ⇨ কবুতর
পারাবার ⇨ সমুদ্র
পারীন্দ্র ⇨ সিংহ
পাষাণ ⇨ পাথর
পিক ⇨ কোকিল
পিল ⇨ হাতি/হাতী
পুছা ⇨ জিজ্ঞাসা
পুত ⇨ পুত্র
পুত্রী ⇨ কন্যা
পুলক ⇨ আনন্দ
পুলিন ⇨ তীর
পুষ্কর ⇨ পদ্ম
পৃথ্বী ⇨ পৃথিবী
প্রণিধান ⇨ মনোযোগ
প্রতারণা ⇨ ছলনা
প্রবর ⇨ বংশ
প্রবাহিনী ⇨ নদী
প্রভঞ্জন ⇨ ঝড়
প্রভা ⇨ আলো
প্রভা ⇨ জ্যোতি
প্রভাকর ⇨ সূর্য
প্রভু ⇨ স্বামী
প্রসূতি ⇨ মাতা
প্রসূন ⇨ পুষ্প
প্রস্তর ⇨ পাথর
প্রাণদ ⇨ পানি
প্রীতি ⇨ আনন্দ
ফরমান ⇨ সংবাদ
ফল্গু ⇨ নদী
ফুল ⇨ পুষ্প
বচঃ ⇨ কথা
বচন ⇨ কথা
বড়াই ⇨ অহংকার
বণিক ⇨ ব্যবসায়ী
বনানী ⇨ বন
বনিতা ⇨ স্ত্রী
বরাত ⇨ কপাল/ভাগ্য
বর্ণ ⇨ বংশ
বর্হিণ ⇨ ময়ূর
বর্হী ⇨ ময়ূর
বলাহক ⇨ মেঘ
বসন্তদূত ⇨ কোকিল
বসুধা ⇨ পৃথিবী
বসুমতি ⇨ পৃথিবী
বসুমাতা ⇨ পৃথিবী
বহ্নি ⇨ আগুন
বাজ ⇨ বজ্র
বাজী ⇨ ঘোড়া
বাঞ্ছা ⇨ ইচ্ছা
বাট ⇨ পথ
বাটী ⇨ গৃহ
বাণ ⇨ ধনুকের তির
বাত ⇨ বাতাস
বাত্যা ⇨ ঝড়
বানিয়া ⇨ ব্যবসায়ী
বামা ⇨ নারী
বায় ⇨ বাতাস
বায়স ⇨ কাক
বায়ুভুক ⇨ সাপ
বারি ⇨ পানি
বারিদ ⇨ মেঘ
বারিধি ⇨ সমুদ্র
বারীশ ⇨ সমুদ্র
বারুণ ⇨ পানি
বালা ⇨ কন্যা
বালাখানা ⇨ প্রাসাদ
বাসর ⇨ দিবস
বাহু ⇨ হাত
বিকাশ ⇨ উচ্ছ্বাস
বিগ্রহ ⇨ যুদ্ধ
বিজলী ⇨ বিদ্যুৎ
বিটপী ⇨ বৃক্ষ
বিধু ⇨ চাঁদ
বিপণি ⇨ দোকান
বিপিন ⇨ বন
বিবর ⇨ গর্ত
বিবস্বান ⇨ সূর্য
বিভর ⇨ ধন
বিভা ⇨ আলো
বিভাকর ⇨ সূর্য
বিভাবরী ⇨ রাত
বিভাবসু ⇨ আগুন
বিভাবসু ⇨ সূর্য
বিভোর ⇨ আত্মহারা
বিরাম ⇨ ইতি
বিল ⇨ গর্ত
বিশদ ⇨ সাদা
বিষ্ণু ⇨ শ্রীকৃষ্ণ
বিহগ ⇨ পাখি
বিহঙ্গম ⇨ পাখি
বীচি ⇨ ঢেউ
বুধ ⇨ বিজ্ঞ
বুলি ⇨ কথা
বেনে ⇨ ব্যবসায়ী
বৈজয়ন্তী ⇨ পতাকা
বৈভব ⇨ ধন
বৈরী ⇨ শত্রু
বৈশ্বানর ⇨ আগুন
বোল ⇨ কথা
ব্যোম ⇨ আকাশ
ভাগীরথী ⇨ গঙ্গা
ভাতি ⇨ আলো
ভানু ⇨ সূর্য
ভামিনী ⇨ নারী
ভার্যা ⇨ স্ত্রী
ভাস্কর ⇨ সূর্য
ভীম ⇨ ভয়ঙ্কর
ভুজ ⇨ হাত
ভুজঙ্গ ⇨ সাপ
ভুজঙ্গম ⇨ সাপ
ভূধর ⇨ পর্বত
ভূপতি ⇨ রাজা
ভূপাল ⇨ রাজা
ভৃঙ্গ ⇨ মৌমাছি
ভেল্কি ⇨ ছলনা
ভ্রম ⇨ ছলনা
ভ্রমর ⇨ মৌমাছি
মকশো ⇨ অনুশীলন
মণি ⇨ পাথর
মধুকর ⇨ মৌমাছি
মধুপ ⇨ মৌমাছি
মধুবন ⇨ কোকিল
মধুলেহ ⇨ মৌমাছি
মনজিল ⇨ গন্তব্য
মনিব ⇨ স্বামী/মালিক/ প্রভু
মনোজগৎ ⇨ মন
মনোরথ ⇨ ইচ্ছা
মন্দাকিনী ⇨ নদী
ময়ূখ ⇨ জ্যোতি
মরণত ⇨ বাতাস
মর্ত ⇨ পৃথিবী
মর্দন ⇨ পেষণ
মহাধাতু ⇨ স্বর্ণ
মহি ⇨ পৃথিবী
মহিষী ⇨ রানি
মহীধর ⇨ পর্বত
মহীপাল ⇨ রাজা
মহীরুহ ⇨ বৃক্ষ
মাজা ⇨ কোমর
মাতঙ্গ ⇨ হাতি/হাতী
মানবী ⇨ নারী
মানসলোক ⇨ মন
মায়া ⇨ ছলনা
মার্গ ⇨ পথ
মার্তণ্ড ⇨ সূর্য
মিহির ⇨ সূর্য
মৃগ ⇨ হরিণ
মৃগপতি ⇨ সিংহ
মৃগরাজ ⇨ সিংহ
মৃগাঙ্ক ⇨ চাঁদ
মৃগেন্দ্র ⇨ সিংহ
মেদিনীধর ⇨ পর্বত
মেয়ে ⇨ কন্যা
মেদিনী ⇨ পৃথিবী
যবনিকা ⇨ ইতি
যশ ⇨ খ্যাতি
যামিনী ⇨ রাত
রক্তিম ⇨ রক্ত
রঙ্গন ⇨ পুষ্প
রজনী ⇨ রাত
রজনীকান্ত ⇨ চাঁদ
রঞ্জিত ⇨ রক্ত
রণ ⇨ যুদ্ধ
রত্নাকর ⇨ সমুদ্র
রদনী ⇨ হাতি/হাতী
রদী ⇨ হাতি/হাতী
রন্ধ্র ⇨ গর্ত
রব ⇨ শব্দ/ধ্বনী
রবি ⇨ সূর্য
রমণীয় ⇨ সুন্দর/মনোরম
রম্ভা ⇨ কলা
রম্য ⇨ সুন্দর/মনোরম
রশ্মি ⇨ জ্যোতি
রাঙস ⇨ রক্ত
রাজীব ⇨ পদ্ম
রাজ্ঞী ⇨রানি
রাতুল ⇨ লাল/রক্ত
রামা ⇨ নারী
রাহা ⇨ পথ
রিপু ⇨ শত্রু
রুধির ⇨ রক্ত
রেওয়াজ ⇨ অনুশীলন
রোজ ⇨ দিবস
রোদন ⇨ কান্না
রোনাজারি ⇨ কান্না
রোষা ⇨ রাগ
ললনা ⇨ নারী
ললাট ⇨ কপাল/ভাগ্য
ললিত ⇨ সুন্দর/মনোরম
লহর ⇨ ঢেউ
লহরী ⇨ ঢেউ
লহু ⇨ রক্ত
লাবণ্যময় ⇨ সুন্দর/মনোরম
লাল ⇨ রক্ত
লোচন ⇨ চোখ
লোটন ⇨ কবুতর
লোর ⇨ অশ্রু
লোহিত ⇨ লাল/রক্ত
শঙ্কা ⇨ ভয়
শতদল ⇨ পদ্ম
শম্পা ⇨ বিদ্যুৎ
শম্বর ⇨ হরিণ
শর ⇨ ধনুকের তির
শর্বর ⇨ অন্ধকার
শর্বরী ⇨ রাত
শশধর ⇨ চাঁদ
শশাঙ্ক ⇨ চাঁদ
শশী ⇨ চাঁদ
শাখামৃগ ⇨ বানর
শাখী ⇨ বৃক্ষ
শায়কক ⇨ ধনুকের তির
শাশ্বত ⇨ চিরন্তন
শিখণ্ডক ⇨ ময়ূর
শিখণ্ডী ⇨ ময়ূর
শিখরী ⇨ বৃক্ষ
শিখা ⇨ আগুন
শিখী ⇨ ময়ূর
শিরসিজ চুল
শিরোজ চুল
শিল পাথর
শিলা পাথর
শিলীমুখ মৌমাছি
শুচি সাদা
শুধানো জিজ্ঞাসা
শুভ মঙ্গল
শুভদ মঙ্গল
শুভ্র সাদা
শুল্ক সাদা
শূন্য আকাশ
শেষ ইতি
শৈবলিনী নদী
শৈল পর্বত
শোণ লাল/রক্ত
শোণিত রক্ত
শোভন সুন্দর/মনোরম
শোভাময় সুন্দর/মনোরম
শ্যাম কালো
শ্যামল কালো
শ্রবণ কান
শ্রবণেন্দ্রীয় কান
শ্রীঘর জেলখানা
শ্রুতি কান
ষটপদ মৌমাছি
সংবরণ ⇨ মৃত্যু
সওদাগর ⇨ ব্যবসায়ী
সদন ⇨ গৃহ
সনাতন ⇨ চিরন্তন
সন্দেশ ⇨ সংবাদ
সফেদ ⇨ সাদা
সবিতা ⇨ সূর্য
সমর ⇨ যুদ্ধ
সমাচার ⇨ সংবাদ
সমাপ্তি ⇨ ইতি
সমীর ⇨ বাতাস
সমীরণ ⇨ বাতাস
সমুদ্রকান্তা ⇨ নদী
সমুদ্রবল্লতা ⇨ নদী
সমৃদ্ধি ⇨ মঙ্গল
সরণি ⇨ পথ
সরসিজ ⇨ পদ্ম
সরিৎ ⇨ নদী
সরোজ ⇨ পদ্ম
সরোবর ⇨ জলাশয়
সরোবর ⇨ পদ্ম
সর্বভুক ⇨ আগুন
সর্বশুচি ⇨ আগুন
সলিল ⇨ পানি
সামন্তিনী ⇨ নারী
সারঙ্গ ⇨ হরিণ
সিডর ⇨ চোখ
সিত ⇨ সাদা
সিতকর ⇨ চাঁদ
সিতাংশু ⇨ চাঁদ
সিন্ধু ⇨ সমুদ্র
সু ⇨ মঙ্গল
সুকান্ত ⇨ সুন্দর/মনোরম
সুচারু ⇨ সুন্দর/মনোরম
সুত ⇨ পুত্র
সুতা ⇨ কন্যা
সুদৃশ্য ⇨ সুন্দর/মনোরম
সুধাংশু ⇨ চাঁদ
সুধাকর ⇨ চাঁদ
সুনয়ন ⇨ হরিণ
সুবর্ণ ⇨ স্বর্ণ
সুর ⇨ আল্লাহ
সুর ⇨ সূর্য
সুরধনী ⇨ গঙ্গা
সুরলোক ⇨ স্বর্গ
সুশ্রী ⇨ সুন্দর/মনোরম
সৈকত ⇨ তীর
সোম ⇨ চাঁদ
সৌদামিনী ⇨ বিদ্যুৎ
স্ফীতি ⇨ উচ্ছ্বাস
স্ফুরণ ⇨ উচ্ছ্বাস
স্ফূর্তি ⇨ উচ্ছ্বাস
স্বন ⇨ শব্দ/ধ্বনী
স্রোতস্বতী ⇨ নদী
স্রোতস্বিনী ⇨ নদী
স্রোতোবহা ⇨ নদী
হয় ⇨ ঘোড়া
হরষ ⇨ আনন্দ
হরি ⇨ সাপ
হরি ⇨ সিংহ
হর্যক্ষ ⇨ সিংহ
হর্ষ ⇨ আনন্দ
হাওলাত ⇨ ঋণ
হিমকর ⇨ চাঁদ
হিমাংশু ⇨ চাঁদ
হিয়া ⇨ মন
হিরণ ⇨ স্বর্ণ
হিল্লোল ⇨ ঢেউ
হুতাশন ⇨ আগুন
হেম ⇨ স্বর্ণ
Comments