ধ্বনি পরিবর্তন

ধ্বনি পরিবর্তন
আদি স্বরধ্বনি
উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরধ্বনি বলে।

মধ্য স্বরাগম
কখনো কখনো শব্দের মাঝখানে স্বরধ্বনি আসে তাকে মধ্য স্বরাগম বলে।

ধ্বনি বিপর্যয়
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে

প্রগত সমীভবন
পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির তৎ সাদৃশ‍্য সমতালাভের উপায়কে বলা হয় প্রগত সমীভবন

বিষমীভবন
পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বিষমীভবন বলে।

ব্যঞ্জনচ্যুতি
পাশাপাশি একই উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি বলে।

অন্তর্হতি
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে অন্তর্হতি বলে।

অভিশ্রুতি
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।

নিম্নে বিভিন্ন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ উল্লেখ করা হলোঃ
* স্কুল>ইস্কুল ⇨ আদি স্বারাগম
* স্টেশন> ইস্টিশন ⇨ আদি স্বারাগম
* স্তাবল > আস্তাবল ⇨ আদি স্বারাগম
* স্পর্ধা>আস্পর্ধা ⇨ আদি স্বারাগম

রত্ন>রতন ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
স্বপ্ন>স্বপন ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
হর্ষ>হরষ ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
প্রীতি > পিরীতি ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
ক্লিপ>কিলিপ ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
ফিল্ম > ফিলিম ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
মুক্তা > মুকুতা ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
তুর্ক > তুরুক ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
ভ্রু > ভুরু ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
গ্রাম > গেরাম ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
প্রেক > পেরেক ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
স্রেফ > সেরেফ ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
শ্লোক > শোলোক ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি
মুরগ > মুরোগ ⇨ মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি

* দিশ>দিশা ⇨ অন্ত্যস্বরাগম
* পোখত্>পোক্ত ⇨ অন্ত্যস্বরাগম
* বেঞ্চ>বেঞ্চি ⇨ অন্ত্যস্বরাগম
* সত্য>সত্যি ⇨ অন্ত্যস্বরাগম

* আজি>আইজ ⇨ অপিনিহিত
* সাধু>সাউধ ⇨ অপিনিহিত
* রাখিয়া>রাইখ্যা ⇨ অপিনিহিত
* বাক্য>বাইক্য ⇨ অপিনিহিত
* সত্য>সইত্য ⇨ অপিনিহিত
* চারি>চাইর ⇨ অপিনিহিত
* মারি>মাইর ⇨ অপিনিহিত

ধপ+ধপ>ধপাধপ ⇨ অসমীকরণ
টপ+টপ>টপাটপ ⇨ অসমীকরণ

মুলা>মুলো ⇨ প্রগত স্বরসঙ্গতি
শিকা>শিকে ⇨ প্রগত স্বরসঙ্গতি
তুলা>তুলো ⇨ প্রগত স্বরসঙ্গতি

আখো>আখুয়া>এখো ⇨ পরাগত স্বসঙ্গতি
দেশি>দিশি ⇨ পরাগত স্বসঙ্গতি

বিলাতি>বিলিতি ⇨ মধ্যগত স্বরসঙ্গতি

মোজা>মুজো ⇨ অন্যোন্য স্বরসঙ্গতি

গিলা>গেলা ⇨ চলিত ভাষায় স্বরসঙ্গতি
মিলামিশা>মেলামেশা ⇨ চলিত ভাষায় স্বরসঙ্গতি
মিঠা>মিঠে ⇨ চলিত ভাষায় স্বরসঙ্গতি
ইচ্ছা>ইচ্ছে ⇨ চলিত ভাষায় স্বরসঙ্গতি
মুড়া>মুড়ো ⇨ চলিত ভাষায় স্বরসঙ্গতি
চুলা>চুলো ⇨ চলিত ভাষায় স্বরসঙ্গতি

উড়ুনি>উড়নি বিশেষ নিয়মে স্বরসঙ্গতি
এখনি>এখুনি বিশেষ নিয়মে স্বরসঙ্গতি

অলাবু>লাবু>লাউ ⇨ আদি স্বরলোপ
উদ্ধার>উধার>ধার ⇨ আদি স্বরলোপ

অগুরু>অগ্রু ⇨ মধ্য স্বরলোপ
সুবর্ণ>স্বর্ণ ⇨ মধ্য স্বরলোপ
গামোছা>গামছা ⇨ মধ্য স্বরলোপ
জানালা>জানলা ⇨ মধ্য স্বরলোপ
ভগিনী>ভগ্নী ⇨ মধ্য স্বরলোপ
বসতি>বস্তি ⇨ মধ্য স্বরলোপ

আশা>আশ ⇨ অন্ত্যস্বর লোপ
আজি>আজ ⇨ অন্ত্যস্বর লোপ
চারি>চার ⇨ অন্ত্যস্বর লোপ
সন্ধ্যা>সাঁঝ ⇨ অন্ত্যস্বর লোপ
জলপানি>জলপান ⇨ অন্ত্যস্বর লোপ
কালি>কাল ⇨ অন্ত্যস্বর লোপ
ফাঁসি>ফাঁস ⇨ অন্ত্যস্বর লোপ


বাকস>বাসক ⇨ ধ্বনি বিপর্যয়
রিকসা>রিসকা ⇨ ধ্বনি বিপর্যয়
পিশাচ>পিচাশ ⇨ ধ্বনি বিপর্যয়
লাফ>ফাল ⇨ ধ্বনি বিপর্যয়
মুকুট>মুটুক ⇨ ধ্বনি বিপর্যয়

জন্ম>জম্ম ⇨ সমীভবন
কাদঁনা>কান্না ⇨ সমীভবন

চক্র>চকক ⇨ প্রগত সমীভবন
পক্ব>পকক ⇨ প্রগত সমীভবন
পদ্ম>পদ্দ ⇨ প্রগত সমীভবন
লগ্ন>লগগ ⇨ প্রগত সমীভবন

তৎ+জন্য>তজ্জন্য ⇨ পরাগত সমীভবন
তৎ+হিত>তদ্ধিত ⇨ পরাগত সমীভবন
উৎ+মুখ>উন্মুখ ⇨ পরাগত সমীভবন

সত্য>সচ্চ ⇨ অন্যোন্য সমীভবন
বিদ্যা>বিজ্জা ⇨ অন্যোন্য সমীভবন

শরীর>শরীল ⇨ বিষমীভবন
লাল>নাল ⇨ বিষমীভবন

পাকা>পাক্কা ⇨ ব্যঞ্জনদ্বিত্বতা
সকাল>সক্কাল ⇨ ব্যঞ্জনদ্বিত্বতা

কবাট>কপাট ⇨ ব্যঞ্জন বিকৃতি
ধোবা>ধোপা ⇨ ব্যঞ্জন বিকৃতি
ধাইমা>দাইমা ⇨ ব্যঞ্জন বিকৃতি

বউদিদি>বউদি ⇨ ব্যঞ্জনচ্যুতি
বড় দাদা>বড়দা ⇨ ব্যঞ্জনচ্যুতি

ফাল্গুন>ফাগুন ⇨ অন্তর্হতি
ফলাহার>ফলার ⇨ অন্তর্হতি
আলাহিদা>আলাদা ⇨ অন্তর্হতি

* শুনিয়া>শুনে ⇨ অভিশ্রুতি
* বলিয়া>বলে ⇨ অভিশ্রুতি
* হুটুয়া>হাউটা>হেটে ⇨ অভিশ্রুতি
* মাছুয়া>মাছুয়া>মেছো ⇨ অভিশ্রুতি

* তর্ক>তক্ক ⇨ র-কার লোপ
* করতে>কত্তে ⇨ র-কার লোপ
* মারল>মাল্ল ⇨ র-কার লোপ
* করলাম>কল্লাম ⇨ র-কার লোপ

* পুরোহিত>পুরুত ⇨ হ-কার লোপ
* গাহিল>গাইল ⇨ হ-কার লোপ
* চাহে>চায় ⇨ হ-কার লোপ
* সাধু>সাহু>সাউ ⇨ হ-কার লোপ
* আল্লাহ>আল্লা ⇨ হ-কার লোপ
* শাহ>শা ⇨ হ-কার লোপ

* পাঁঠা>পাঁটা ⇨ ক্ষীণায়ন
* কাঠ>কাট ⇨ ক্ষীণায়ন


* আদি স্বরাগম ⇨ Prothesis
* মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি ⇨ Anaptyxis
* অন্ত্যস্বরাগম ⇨ Apothesis
*ঃঅপিনিহিত ⇨ Apenthesis
* আদি স্বরলোপ ⇨ Aphesis
* মধ্যস্বর লোপ ⇨ Syncope
* অন্ত্যস্বরলোপ ⇨ Apocope
* অভিশ্রুতি ⇨ Umlaut


Comments