বাংলা সাহিত্যে উৎসর্গীকৃত সাহিত্যকর্ম

* মীর মশাররফ হোসেন তার বসন্তকুমারী নাটকটি উৎসর্গ করেন ⇨ নবাব আব্দুল লতিফকে

* রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেন ⇨ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

* রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটকটি উৎসর্গ করেন ⇨ কাজী নজরুল ইসলামকে

* রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি উৎসর্গ করেন ⇨ নেতাজী সুভাষ চন্দ্র বসুকে

*রবীন্দ্রনাথঠ ঠাকুর তাঁর চার অধ্যায় উপন্যাসটি উৎসর্গ করেন ⇨ ব্রিটিশ সরকারের রাজবন্দীদেরকে

* রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূরবী কাব্যটি উৎসর্গ করেন ⇨ ভিক্টোরিয়া ওকাম্পো (আর্জেন্টিনার কবি)

* রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ কাজী নজরুল ইসলামকে

* কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ রবীন্দ্রনাথ ঠাকুরকে

* কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ বারীন্দ্র কুমার ঘোষকে

* কাজী নজরুল ইসলাম তাঁর চিত্তনামা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ বাসন্তী দেবীকে (চিত্তরঞ্জন দাশের স্ত্রী)

* কাজী নজরুল ইসলাম তাঁর সর্বহারা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ বিরজা সুন্দরী দেবীকে

* কাজী নজরুল ইসলাম তাঁর 'সন্ধ্যা' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ মাদারীপুরের শান্তিসেনা ও বীর সেনাদেরকে

* কাজী নজরুল ইসলাম তাঁর রবিহারা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨

* কাজী নজরুল ইসলাম তাঁর ছায়ানট কাব্যগ্রন্থটি উৎসগ করেন ⇨ মোজাফফর আহমেদ ও কুতুবউদ্দিন আহমেদকে

* কাজী নজরুল ইসলাম তাঁর বিষের বাঁশি কাব্যরন্থটি উৎসর্গ করেন ⇨ মাসুদা খাতুনকে

কাজী নজরুল ইসলাম তাঁর চোখের চাতক কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ প্রতিভা বসুকে (প্রকৃত নাম প্রতিভা সোম)

* কাজী নজরুল ইসলাম তাঁর উৎসর্গ করেন ⇨

* শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর নারীর মূল্য গ্রন্থটি উৎসর্গ করেন ⇨ অনিলা দেবীকে (শরৎচন্দ্রের বড় বোন)

* বিভূতীভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর আরণ্যক উপন্যাসটি উৎসর্গ করেন ⇨ অকালে-লোকান্তরিতা তার প্রথমা স্ত্রী গৌরী দেবীকে

* মাইকেল মধুসূদন দত্ত তাঁর তিলোত্তমাসম্ভব কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ যতীন্দ্রমোহন বাগচীকে

* মাইকেল মধুসূদন দত্ত তাঁর শর্মিষ্ঠা কাব্যটি উৎসর্গ করেন ⇨ মহাকবি কালিদাসকে

* মাইকেল মধুসূদন দত্ত তাঁর হেক্টরবধ কাব্যটি উৎসর্গ করেন ⇨ দিগম্বর মিত্রকে

* মাইকেল মধুসূদন দত্ত তাঁর মেঘনাদবধ কাব্যটি উৎসর্গ 

করেন ⇨ রাজা দিগম্বর মিত্রকে

মাইকেল মধুসূদন দত্ত তাঁর কৃষ্ণকুমারী নাটকটি উৎসর্গ করেন ⇨ কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে

* সুধীন্দ্রনাথ দত্ত তাঁর তম্বী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ রবীন্দ্রনাথ ঠাকুরকে

* ফররুখ আহমদ তাঁর স্মরণী কবিতাটি উৎসর্গ করেন ⇨

* ফররুখ আহমদ তাঁর সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ⇨ অধ্যাপক আব্দুল খালেককে

 

Comments