Pronoun
Rule-1:
কোনো ব্যক্তি সম্বন্ধে আরও বেশি তথ্য দেয়ার জন্য whose ব্যবহৃত হয়।
উদাহরণঃ
Rashid, two of ____ brothers attend primary school, wished to be a school together after his graduation. (Whose)
Rule-2:
Interrogative sentence এ Pronoun যদি ব্যক্তিবাচক হয় এবং Subject এর Position এ বসে তাহলে who হবে।
উদাহরণঃ
⇨ ____ among you are from class x? (who)
Rule-3:
To be verb ছাড়া সব verb এর পরে Pronoun এর objective form বসে।
উদাহরণঃ
⇨ They called ____ on the telephone. (us)
⇨ The teacher told ____ and ____ to leave. (him, me)
Rule-4:
Let একটি Verb বিধায় Let verb এর পরে Pronoun এর Objective form বসে।
উদাহরণঃ
⇨ Let ____ and ____ go. (him, me)
Rule-5:
Preposition এর পর pronoun এর objective form বসে।
উদাহরণঃ
⇨ There is really no difference between ____ and ____. ( You, me)
Rule-6:
To be verb এর পরে Pronoun এর Subjective form বসে।
Example:
⇨ It was ____ who had left before he arrived. (we)
Rule-7:
Gerund এর পূর্বে Possessive Adjective বসে।
Example:
⇨ We insist on ____ leaving the room. (your)
Rule-8:
Preposition এবং Gerund এর মাঝে Possessive Adjective বসে।
Example:
⇨ My father never approved of ___ marrying a foreigner. ( her)
* Rule-9
Possessive adjective + noun এর পরিবর্তে Possessive Pronoun বসে।
Example:
⇨ My dog is smarter than (their dog). ⇨ theirs.
Rule-10:
Reflexive pronoun যদি Verb + Preposition এর পরে বসে তাহলে তা Reflexive Pronoun; আর যদি Noun + Pronoun এর পরে বসে তবে তা Emphatic Pronoun হিসেবে গণ্য হবে।
Example:
⇨ He looked at himself in the mirror. (himself ⇨ Reflexive Pronoun)
Rule-11:
Subject এর পরে Absent, avail, enjoy, expert, pride ইত্যাদি verb থাকলে এই verb গুলোর পরে Subject অনুযায়ী Reflexive pronoun বসে।
Structure: Subject + Verb (Absent, Avail (help or benefit), Enjoy, Expert....) + Reflexive pronoun
[ Subject "I" হলে myself
Subject He হলে himself
Subject She হলে Herself
Subject We হলে ourselves
Subject You হলে yourself]
উদাহরণঃ
⇨ I shall avail ____ of this opportunity. (myself)
⇨ He absented ____ from this meeting. (himself)
Rule-12:
* Gap এর পরে Verb থাকলে এবং Gap এর পূর্বে Person থাকলে Gap এ Who বসবে।
Structure:
Person + ____ + Verb ( Gap এ who বসবে)
উদাহরণঃ
⇨ Theses are the policemen ____ caught the thief.(who)
Rule-13:
* Gap এর পরে Verb থাকলে এবং Gap এর পূর্বে বস্তু (Something) থাকলে Gap এ Which/that বসবে।
Structure:
Something + ____ + Verb (Gap এ which/that বসবে
উদাহরণঃ
⇨ I do not like stories ____ have unhappy endings. (That)
Rule-14: (whoever এর ব্যবহার)
Gap এর পূর্ব অংশে যদি কর্তা দ্বারা দ্বিতীয় কোন ব্যক্তিকে নির্দেশ , আদেশ, উপদেশ দেওয়া ইত্যাদি বোঝায় এবং Gap এর দ্বিতীয় অংশে যদি কর্তা কর্তৃক দ্বিতীয় ব্যক্তিে আদেশ/নির্দেশ/উপদেশ দেওয়ার কারণ উল্লেখ থাকে তাহলে Gap এ whoever বসবে।
[Whoever ⇨ যে কেউ]
Example:
⇨ Give the work to ____ likes idle. (who)
⇨ You can discuss the issue with ____ you feel can solve your problem. (Whose)
Whoever, Whatever, Whatsoever, Whichever, Whenever, However
Whoever= যেই হোক না কেন/ যারাই হোক না কেন/যেই
Whatever= যেটাই/ যেটাই হোক/ যেটাই হোক না কেন
Whatsoever = যাই হোক
Whichever=যে কোনটাই /যেটিই / যেটি হোক / যেই হোক না কেন
However= যেভাবেই/ যাই হোক/ যেভাবেই হোক/ যে করেই হোক/যেমন করেই হোক/
Wherever= যেখানেই/ যেখানেই হোক/ যেখানেই হোক না কেন
Whenever= যখনই / যখনি / যখনই হোক/ যখনই হোক না কেন।
Note:- মেন্টাল প্রেসার দিয়ে রেগে কিছু বলতে বা প্রশ্ন করতে এই শব্দগুলো ব্যবহার করা হয়।
However
However= যেভাবেই/ যাই হোক/ যেভাবেই হোক/ যে করেই হোক/যেমন করেই হোক/
উদাহরণ:-
1. যেভাবেই হোক/যেভাবেই হোক না কেন আমি কাজটি সময়মতো সম্পূর্ণ করতে চাই।
= However I want to do the work timely.
2. সে শুধু মাসে 5000 টাকা উপার্জন করে যেভাবেই হোক সে তার পরিবারের খরচ চালাতে পারে।
= He earns only 5000/- per month however he can manage his family.
3. তুমি যেভাবেই বল আমি তাকে বিশ্বাস করি না।
= I don’t believe him however you say.
4. তুমি তাকে আমার সাথে যেভাবেই পরিচয় করাও আমি তাকে বিশ্বাস করি না।
= I don’t believe him however you want to make him introduced with me.
5. কিভাবে তুমি তোমার পরিবার ম্যানেজ করবে মাত্র 5000 টাকা উপার্জন করে ?
= However will you manage your family earning Rs. 5000/- only ?
6. যেভাবেই আপনি ইংরেজি শেখেন কাজে লাগবে না যদি না আপনি প্র্যাকটিক্যালি শেখেন।
= However you learn English that will not be effective unless you learn practically.
7. কিভাবে তুমি কাজটি করতে চাও ?
= However do you want to do the work ?
Whatever
Whatever= যেটাই / যেটাই হোক/ যেটাই হোক না কেন।
উদাহরণ:-
1.. যেটাই হোক তুমি অন্যায় কাজ করতে পারো না।
= Whatever you cannot commit crime.
2. তুমি আমাকে বলতে পারো যেটাই তুমি করতে চাও।
= You can tell me whatever you want to do.
3. তুমি যেটাই করতেছিলে সেটা ভুল ছিল।
= Whatever you were doing that was wrong.
4. তুমি কি-ই করতেছ ইংরেজি শিখার জন্য ?
Whatever are you doing for learning English ?
Note:- জোর দিয়ে রেগে বলার জন্য এরকম প্রশ্ন করা হয়।
Whatsoever
Whatsoever = যাই । সাধারণত অতিরিক্ত রেগে এই শব্দটি ব্যবহার করা হয়।
উদাহরণ:-
1.. আমি তোয়াক্কা করি না আমার বিরুদ্ধে তুমি যাই করো।
= I don’t care whatsoever you do against me.
2. যা হওয়ার হোক আমি তাকে ভালোবাসবই।
= Whatsoever I love her.
Whichever
Whichever=যে কোনটাই /যেটিই / যেটি হোক / যেই হোক না কেন।
উদাহরণ:-
1. এখানে পাঁচটা শার্ট আছে যেটাই তুমি পছন্দ করো, তুমি গিফট হিসাবে নিতে পারো।
= There are 5-T shirts here whichever you like, you can take as gift.
2. তুমি যে কোনটাই পছন্দ করো আমি তোমাকে ফ্রী দিব।
= Whichever you like I will give you free.
3. তুমি কোনটা পছন্দ করতেছো ?
= Whichever are you choosing ?
Note:- সাধারণত রাগ করে ওই জোর দিয়ে এরকম প্রশ্ন করা হয়ে থাকে। যা বাংলা বাক্যে বোঝানো সম্ভব নয়। কথা রেগে বলার সময় এটা বুঝা যায়।
Wherever
Wherever= যেখানেই / যেখানেই হোক / যেখানেই হোক না কেন।
উদাহরণ:-
1. পুলিশ তাকে খুজে বের করবেই যেখানেই সে আত্মগোপন করে থাকুক।
= Police will find him wherever he hides himself.
2. তুমি যেখানেই যাও, আমার মন তোমার কাছেই পড়ে থাকবে।
= Wherever you go, my mind will have to you.
3. তুমি কোথায় থাকো যে তোমাকে খুঁজেই পাওয়া যায় না ?
= Wherever do you live, you are not found ?
Whenever
Whenever= কখনোই / যখনই / যখনি / যখনই হোক/ যখনই হোক না কেন।
উদাহরণ:-
1. যখনই তুমি চাও, আমি তোমার কাছে এটা সময় মত পাঠাতে পারবো।
= Whenever you want, I will be able to send it to you timely.
2. কখন আসবে তুমি ?
= Whenever will you come ?
[Note:- রেগে এবং ক্ষিপ্ত হয়ে এরকম প্রশ্ন করা হয়।]
Whoever
Whoever =যেই /যেই হও / যেই হোক / যারাই হোক না কেন।
উদাহরণ:-
1. তুমি যেই হও আমি তোমাকে অন্যায় করতে দিব না।
= Whoever you are I will not let you commit crime.
2. সে যেই হোক আমি তাকে চিনতে চাই না।
= Whoever he is, I do not want to know him.
3. তুমি কে আমাকে মেজাজ/ রাগ দেখাও ?
= Whoever are you , you show me anger ?
যে ব্যক্তি এখানে আসে সে ইংরেজিতে কথা বলে।
= The Person who came here speaks English.
'The person who' তুলে দিয়ে whoever বসালে আরো বেশি জোর দেওয়া হবে এবং বাক্যটির মানে দাঁড়াবে।
যেই এখানে আসুক না কেন সেই ইংরেজিতে কথা বলে।
= Whoever comes here speaks English.( Whoever এখানে subject হিসেবে ব্যবহার করা হয়েছে) ।
মনে রাখতে হবে whoever এরপর কখনো shall/will বসে না বা Future tense হয় না তবে পরের অংশটা future tense হতে পারে।
Whoever এরপর future tense বোঝাতে চাইলে present indefinite tense লিখতে হবে।
1. যেই সময় নষ্ট করবে সেই কষ্ট ভোগ করবে।/যেই সময় নষ্ট করে সেই কষ্ট ভোগ করে।
Whoever wastes time will suffer.
Whoever will waste time will suffer এটি ভুল বাক্য এভাবে করা যায় না এর উপরের বাক্যটা করতে হবে।
যেই সময় নষ্ট করবে সেই কষ্ট ভোগ করবে। এই বাক্যটার আসল বাক্যটি হলো
'যেই সময় নষ্ট করুক না কেন সেই কষ্ট ভোগ করবে।'
2. যে-ই লন্ডনে যাক না কেন সে একটা চাকরি পাবে/যেই লন্ডনে যাক না কেন সেই একটি চাকরি পাবে। = Whoever goes to London will get a job.
Future tense যে ব্যবহার করা যায়না তা উপরের বাক্যটির মাধ্যমে বোঝা যায় কারণ কখনোই হয় না যে :- যেই লন্ডনে যাবে না কেন সেই একটি চাকরি পাবে।
3. যে-ই এখানে এসেছিল সে আমাকে সাহায্য করেছিল/যেই এখানে এসেছিল সেই আমাকে সাহায্য করেছিল।
= Whoever came here helped me.
4. যারা-ই জয়লাভ করুক না কেন তারা-ই দেশের জন্য কাজ করবে।
= Whoever win will work for country.
5. যে-ই এখানে অপেক্ষা করুক না কেন সে এটা পাবেনা।
= Whoever waited here will not get it.
6. তুমি যেই হও না কেন, রুম থেকে বের হও।
= Whoever you are, get out of the room.
7. অপরাধী যেই হোক না কেন ,তার শাস্তি হবেই।
= Whoever criminal is, he will be published.
8. ছাত্রটা যেই হোক না কেন, সে পুরস্কারটা পাবে।
= Where were the student, he will get this price.
9. লোকটা যেই হোক না কেন, আমাদের তাকে ঠকানো উচিত না।
= Whoever the man is, we should not cheat him.
10. আপনি কি দয়া করে এই মোবাইলটা বদলে দিবেন, যেই এটা ভেঙে ছিল না কেন ?
= Would you please replace this mobile, Whoever broke it ?
11. আমি তাদেরকে দেখতে চাই না তারা যারাই হোক না কেন।
= I do not want to see, whoever they are./
= whoever they are ,I do not want to see.
12. তোমার বাবার এই লোকদের সাহায্য করতে হবে, তারা যারাই হোক না কেন।
= Your father has to help these man, whoever they are.
13. দরজা টা যে-ই খুলে ছিল সে আর এটা বন্ধ করছিল না।
= Whoever open the door did not close it.
14. আমাদের জানতে হবে যারাই এটা করুক না কেন।
= We have to know whoever did it.
15. যেই পাখিটা হত্যা করুক না কেন তাকে গ্রেফতার করতে হবে।
= Whoever killed the bird will be arrested.
16. দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করুক না কেন সে জাতীয় শত্রু।
= Whoever conspires against the country is national enemy.
17. যেই দরজায় নক করুক না কেন, আমি এটা খুলছি না।
= Whoever knocks at the door, I am not opening it.
18. তোমরা যারা-ই হও না কেন, আমি তোমাদের সাথে কথা বলবো না।
= Whoever you are, I will not talk to you.
19. তুমি যেই হও না কেন, আমি তোমাকে মরতে দিব না।
= Whoever you are, I will not let you die.
20. ছেলেটা যেই হোক না কেন ,আমি তাকে দিয়ে কাজটা করাবো।
= Whoever the boy is, I will get the work done by him.
21. যেই তোমাকে দেখে সেই তোমাকে পছন্দ করে।
= Whoever sees you likes you.
22. যেই এখানে আসে সেই খুশি হয়।
= Whoever comes here becomes glad .
* Whoever যখন interrogative sentence এ ব্যবহার করা হয় তখন প্রশ্ন করার সাথে সাথে বিস্ময় সূচক বুঝানো হয়।
উদাহরণ:-
1. কে (যে/আবার) তোমাকে এটা বলেছিল।
= Whoever told you that ?
2. কিরে (যে /আবার) এখন তোমাকে ফোন করছে?
= Whoever are calling you now ?
3. কারা (যে /আবার )এ গাছটি উপড়ে ফেলেছে?
= Whoever has uprooted this tree?
Comments