Verb
Transitive Verb
th, tr, td {border: 1px solid black; border-collapse: collapse;}
বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object প্রয়োজন হয়, তাকে Transitive verb বলে।
অর্থাৎ verb এর পরে যদি object থাকে তাহলে সেই verb টিকে transitive verb বলে।
Transitive verb এর object সর্বদাই noun বা Pronoun হবে।
Example:
⇨ He took a shelter under a tree.
Intransitive verb
বাক্যের অর্থ সম্পন্ন করতে যে Verb এর object প্রয়োজন হয় না তাকে Intransitive verb বলে।
Intransitive verb এর ক্ষেত্রে verb টি দ্বারাই বাক্যের অর্থ পূর্ণ হবে, অন্য কোনো word এর প্রয়োজন হবে না।
Intransitive verb এর ক্ষেত্রে-
⇨ Verb এর পরে কোনো Object থাকবে না
⇨ Verb এর পরে Adjective থাকতে পারে
⇨ Verb এর পরে Adverb থাকতে পারে
⇨ Verb এর পর Preposition থাকতে পারে
Example:
⇨ Mother laughs.
⇨ The price of rice are rising.
Linking Verb
Subject এবং Complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
Complement হচ্ছে সেই word যা Subject কেই নির্দেশ করে/Subject এর পরিচিতি তুলে ধরে।
Example:
⇨ Honey tastes sweet.
[এখানে Sweet হচ্ছে Honey এর Complement]
Copulative Verb
যে সকল Intransitive verb এর পরে Adjective বসে আলাদা অর্থ প্রকাশ করে (Verb. এর অর্থের পরিবর্তন হয়) তাদেরকে Copulative verb বলে।
(A copulative verb is a verb form that joins a subject to an adjective or to another noun.)
Copulative Verb এর ক্ষেত্রে-
⇨ Verb এর পরে Adjective থাকবে
⇨ Verb +adjective টি Phrase এ রূপ লাভ করতে পারে
Example:
⇨ The dog went mad.
Inchoative Verb
যে verb কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ ও পরিণতি ব্যক্ত করে তাকে Inchoative verb বলে।
Example:
⇨ It is growing dark. (অন্ধকার বাড়ছে)
⇨ He became rich overnight.
Factitive verb
যখন কোনো transitive verb অতিরিক্ত Word এর সাহায্য ছাড়া তার object দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে Factitive verb বলে।
অতিরিক্ত Word কে Factitive object বলে।
Factitive verb এর ক্ষেত্রে-
⇨ মূল verb এর পর দুটি object থাকবে
⇨ দ্বিতীয় object টি প্রথম object টিকেই নির্দেশ করবে
Example:
⇨ They elected him captain.
⇨ “The populace elected him president of the United States.”
⇨ “The committee named Mr. Fuller chairman of the board.”
⇨ “The jury judged the defendant not guilty.”
⇨ “She deemed him a person of high quality.”
⇨ “The group designated Marshall leader from then on.”
⇨ “The coach made Timothy point guard.”
⇨ “The committee named Mr. Fuller chairman of the board.”
⇨ “The jury judged the defendant not guilty.”
⇨ “She deemed him a person of high quality.”
⇨ “The group designated Marshall leader from then on.”
⇨ “The coach made Timothy point guard.”
Cognate verb
যে Transitive verb তারই noun form কে অথবা সমজাতীয় কোনো noun কে object রূপে গ্রহণ করে তাকে Cognate verb বলে।
Cognate verb এর ক্ষেত্রেঃ
⇨ মূল Verb টিরই Noun form টি object এ থাকবে
Example:
⇨ I dreamt a wonderful dream.
⇨ I live a simple life.
Group Verb
কোনো Verb এর পরে Preposition বসে Transitive Verb হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে Phrasal verb বা Prepositional Verb বা Group Verb বলে। Group Verb এর পরে Noun/Pronoun বসলে তা Transitive Verb হিসেবে গণ্য হয়।
Examples:
⇨ She takes after her mother.
⇨ Jan turned down the chance to work abroad.
Semi-modal Verb
* Need, Dare, Used to ইত্যাদি verb গুলো Modal এবং main verb উভয়রূপে ব্যবহৃত হয়ে থাকে। এ কারণে এদেরকে Semi-modal verb বলে।
* Dare, Need এর পরে Not + Verb এর base form বসলে অথবা Interrogative sentence এ এদের পরবর্তী Verb এর base form বসলে এরা তখন Modal Verb রূপে কাজ করে। কারণ, Modal Verb এর ন্যায় এদের সাথে e, es বা ing যুক্ত হয় না এবং৷এদের পরে to বসে না।
Examples:
⇨ How dare you touch me?
⇨ He dare not touch me.
* Dare, Need এর পূর্বে do not, does not বসলে৷ অথবা এদের সাথে s যুক্ত হলে অথবা এদের সাথে past form হলে অথবা এদের পরে to + verb এর base form বসলে এরা Principal Verb হিসেবে ন্ব্যবহৃত হয়।
Common Verb
যে সকল Verb দ্বারা Subject নিজে কাজ সম্পন করে, তাদেরকে Common Verb বলে।
Examples:
⇨ He did it.
Causative verb
যে verb দ্বারা Subject সরাসরি নিজে কোন কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায় তাকে Causative verb বলে।
Example:
The teacher made the student apologize.
John had Alex clean the bedroom.
He always has me do his work.
Mary will have Alex prepare her homework.
John had his car washed.
He always has his work done.
Mary will have her homework prepared.
John got Alex to clean the bedroom.
He always gets me to do his work.
Mary will get Alex to prepare her homework.
John got his car washed.
He always gets his work done.
Mary will get her homework prepared.
⇨ My mother feeds me.
কোনো Intransitive verb যখন Causative verb রূপে ব্যবহৃত হয় তখন তা Transitive Verb বলে।
Examples:
⇨ He walks the horse.
যে সকল Verb এর Causative form নেই তাদের পূর্বে Have, Cause, Get, Make ইত্যাদি বসিয়ে Causative Verb এর অর্থ প্রকাশ করা হয়।
Examples:
⇨ My mother makes me take the medicine.
⇨ I shall get the work done by him.
Common Verb এর Causative Verb form:
Common Verb | Causative Verb |
---|---|
Eat | Feed |
Dive | Dip |
Learn | Teach |
Fall | Fell |
Lie | Lay |
Know | Inform |
See | Show |
Remember | Remind |
Rise | Raise |
Sit | Set |
Static Verb
Comments