বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, পর্বত, স্থাপনা, শহর, ভাস্কর্য
আলেপ্পো শহর
আলেপ্পো শহর অবস্থিত ⇨ সিরিয়াতে
কায়রো
অবস্থান ⇨ মিশর
কায়রো নীল নদের তীরে অবস্থিত।
সুয়েজ খাল
অবস্থান ⇨ মিশর
বাংলাদেশ ভবন
অবস্থান ⇨ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
ভবনটি নির্মাণের লক্ষ্য ⇨ বাংলাদেশ ও ভারত এই দুই দেশের শিল্পকলা, ভাষা, সংস্কৃতি, ইতিহাসের মিলবন্ধন অটুট রাখা এবং শিক্ষা বিষয়ক অধ্যয়ন ও গবেষণা করা
বাংলা টাউন
অবস্থান ⇨ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন
চলুলার গ্রেট পিরামিড
অবস্থান ⇨ মেক্সিকো
বৈশিষ্ট্য ⇨ পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড
গ্রেট বেরিয়ার রিফ
অবস্থান ⇨ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলঘেষা সাগরে অবস্থিত
পৃথিবীর দীর্ঘতম প্রবাল রীফ
২৯০০ এর বেশি একক রীফের সমন্বয়ে গঠিত
১৯৮১ সালে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্বভুক্ত করা হয়
হোয়াইট হাউজ
অবস্থান ⇨ ওয়াশিংটন ডিসি
ধরণ ⇨ মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন
এলিসি প্যালেস
অবস্থান ⇨ ফ্রান্সের রাজধানী প্যারিস
ধরণ ⇨ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন
বাকিংহাম প্যালেস
অবস্থান ⇨ লন্ডন
ধরণ ⇨ ব্রিটিশ রাজপরিবারের বাসভবন
আল্পস পর্বতমালা
অবস্থানব ⇨ ইউরোপ মহাদেশ
আর্কটিক মহাসাগর
অবস্থান ⇨ উত্তর মেরুতে ইউরেশিয়া ও উত্তর আমেরিকার মাঝে
ওভাল ক্রিকেট মাঠ
অবস্থান ⇨ লন্ডনের কেনিংটন
আগরতলা
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী
শান্তিনিকেতন
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকটবর্তী একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র।
বেথেলহাম
জর্ডান নদীর তীরবর্তী একটি শহর
ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত
যীশু খ্রীষ্ট্রের জন্মস্থান
গুয়ানতানাবো বে
মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি কারাগার
অবস্থান ⇨ কিউবার দক্ষিণ পূর্ব পাশে ক্যারিবীয় সাগর
২০০২ সালে এটি প্রতিষ্ঠা করা হয়।
কর্ডোভা শহর
অবস্থান ⇨ স্পেন
Light House of the Europe ( ইউরোপের বাতিঘর) বলা হয় ⇨ কর্ডোভা শহরকে
স্ট্যাচু অব পিস
অবস্থানঃ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল
টোকিও
অবস্থান ⇨ জাপান
বিশ্বের বৃহত্তম মেগাসিটি ⇨ টোকিও
জাপানের রাজধানী
চীনের মহাপ্রাচীর
অবস্থান ⇨ চীন
মানব সৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা ⇨ চীনের মহাপ্রাচীর
ওন্টওয়ার্প শহর
অবস্থান ⇨ বেলজিয়াম
বিশ্বের হীরার রাজধানী ⇨ ওন্টওয়ার্প
গ্রিনিচ মান মন্দির
অবস্থান⇨ যুক্তরাজ্য
ইস্তাম্বুল
অবস্থান ⇨ তুরস্ক
ইস্তাম্বুল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ⇨ ১৪৫৩ সালে
ইস্তাম্বুল বসফরাস প্রণালীর তীরে অবস্থিত
এশিয়া মাইনর
অবস্থান ⇨ তুরস্ক
মর্মর সাগর ও বসফরাস প্রণালীর মাঝে অবস্থিত।
বর্তমান নাম ⇨ আনাতোলিয়া
রেড স্কয়ার
অবস্থান ⇨ রাশিয়ার রাজধানী মস্কো
রেড স্কয়ার রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়
লন্ডন
অবস্থান ⇨ যুক্তরাজ্য
যুক্তরাজ্যের রাজধানী
লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত
জেনেভা শহর
অবস্থান ⇨ সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের বিখ্যাত শহর
ইউনাইটেড লাইব্রেরি অব কংগ্রেস
বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি
অবস্থান ⇨ ওয়াশিংটন ডিসি
প্রতিষ্ঠাকাল ⇨ ১৮০০ সালের ২৪ এপ্রিল
আগ্রা তাজমহল
অবস্থান ⇨ ভারতের আগ্রা রাজ্য
নির্মাতা ⇨ সম্রাট শাহজাহান
যমুনা নদীর তীরে অবস্থিত
সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মিত হয়
নির্মাণ কাজ শুরু হয় ⇨ ১৬৩২ সালে
নির্মাণ কাজ শেষ হয় ⇨ ১৬৫৩ সালে
নির্মাণ করতে সময় লাগে ⇨ ২১ বছর
মূল স্থপতি ⇨ ওস্তাদ আহমেদ লাহোরি
আমাজন বন
পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত
অবস্থান ⇨ দক্ষিণ আমেরিকা মহাদেশ
আয়তন ⇨ ৫৫,০০,০০০ বর্গকিলোমিটার
আমাজন বন ৯ টি দেশ জুড়ে বিস্তৃত
আমাজন বনের ৬০ ভাগ রয়েছে ব্রাজিলে এবং ১৩ ভাগ রয়েছে পেরুতে।
প্রেইরি
অবস্থান ⇨ যুক্তরাষ্ট্র
পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ⇨ প্রেইরি
ল্যুভর মিউজিয়াম
অবস্থান ⇨ ফ্রান্সের রাজধানী প্যারিস
তিয়েনআনমেন স্কয়ার
অবস্থান ⇨ চীনের রাজধানী বেইজিং
তাহরির স্কয়ার
অবস্থান ⇨ মিশরের রাজধানী কায়রো
আইফেল টাওয়ার
অবস্থান ⇨ ফ্রান্সের রাজধানী প্যারিস
জোহান্সবার্গ
অবস্থান ⇨ দক্ষিণ আফ্রিকা
বিশ্বের বৃহত্তম স্বর্ণের খনি অবস্থিত ⇨ জোহান্সবার্গ
কাতালোনিয়া শহর
অবস্থান ⇨ স্পেনের পূর্ব প্রান্ত
রাজধানী ⇨ বার্সেলোনা
কাতালোনিয়া ১১৬৪ সাল পর্যন্ত স্বাধীন রাষ্ট্র ছিল
স্পেনের রাজা পঞ্চম ফিলিপ ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর কাতালোনিয়াকে পুরোপুরি করায়ত্ত করার মাধ্যমে স্বাধীনতা হরণ করে
ব্ল্যাক ফরেস্ট (Black Forest)
অবস্থান ⇨ জার্মানি
ওয়াটার লু
অবস্থান ⇨ বেলজিয়াম
Comments