লিঙ্গ পরিবর্তন
১। স্বামী/পতি ও পত্নীবাচক অর্থে লিঙ্গ পরিবর্তন
(পুংলিঙ্গ ⇨ স্ত্রীলিঙ্গ)
* আব্বা ⇨ আম্মা
* দাদা ⇨ দাদী
* ভাই ⇨ ভাবী/বৌদি
* জেঠা ⇨ জেঠী
* চাচা ⇨ চাচী
* নানা ⇨ নানী
* বাবা ⇨ মা
* দেওর ⇨ জা
* কাকা ⇨ কাকী
* নন্দাই ⇨ ননদ
* মামা ⇨ মামী
* ফুপা ⇨ ফুপী
২। সাধারণ পুরুষ বা স্ত্রী জাতীয় অর্থে লিঙ্গ পরিবর্তন
পুংলিঙ্গ ⇨ স্ত্রীলিঙ্গ
* খোকা ⇨ খুকী
* পাগল ⇨ পাগলী
* বামন ⇨ বামনী
* বালক ⇨ বালিকা
* দেওর ⇨ ননদ
* মোরগ ⇨ মুরগী
৩। ঈ-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
* বেঙ্গম ⇨ বেঙ্গমী
* ভাগনা ⇨ ভাগনী
* ভাগনে ⇨ ভাগনী
৪। নী-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
* কামার ⇨ কামারনী
* জেলে ⇨ জেলেনী
* কুমার ⇨ কুমারনী
* ধোপা ⇨ ধোপানী
* মজুর ⇨ মজুরানী
৫। আনী-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
* ঠাকুর ⇨ ঠাকরানী (ঠাকরুন/ ঠাকরাইন)
* নাপিত ⇨ নাপিতানী
* মেথর ⇨ মেথরানী
* চাকর ⇨ চাকরানী¡
৬। ইনী-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
* কাঙাল ⇨ কাঙালিনী
* গোয়ালা ⇨ গোয়ালিনী
* বাঘ ⇨ বাঘিনী
৭। উন-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
* ঠাকুর ⇨ ঠাকরুন (ঠাকরানী/ঠাকরাইন)
৮। আইন-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
* ঠাকুর ⇨ ঠাকুরাইন (ঠাকরানী/ঠাকরুন)
৯। পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রীবাচক শব্দে নী হয় এবং আগের ঈ ই হয়।
* ভিখারী ⇨ ভিখারিনী
* অভিসারী ⇨ অভিসারিণী
১০।
* অভাগা ⇨ অভাগী/ অভাগিনী
* ননদাই ⇨ ননদিনী/ ননদী
১১।
* নর বিড়াল ⇨ মেনি বিড়াল
* মদ্দা বিড়াল ⇨ মেনি বিড়াল
* হুলো বিড়াল ⇨ মেনি বিড়াল
* পুরুষ লোক ⇨ মেয়েলোক/স্ত্রীলোক
* পুরুষ কয়েদী ⇨ স্ত্রী কয়েদী/ মেয়ে কয়েদী
* এঁড়ে বাছুর ⇨ বকনা বাছুর
* বলদ গরু ⇨ গাই গরু
* মদ্দা ঘোড়া ⇨ মাদী ঘোড়া
* মদ্দা হাঁস ⇨ মাদী হাঁস
* বেটাছেলে ⇨ মেয়েছেলে
১২। পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগে লিঙ্গান্তর
* কবি ⇨ মহিলা কবি
* সভ্য ⇨ মহিলা সভ্য
* শিল্পী ⇨ মহিলা শিল্পী/ নারী শিল্পী
* ডাক্তার ⇨ মহিলা ডাক্তার
* কর্মী ⇨ মহিলা কর্মী/ নারী কর্মী
* পুলিশ ⇨ মহিলা পুলিশ
১৩। শব্দের শেষে স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গান্তর
* বোন-পো ⇨ বোন-ঝি
* ঠাকু-পো ⇨ ঠাকুর-ঝি
* ঠাকুর-দা ⇨ ঠাকুরমা
* জেলে ⇨ জেলে বউ
* গয়লা ⇨ গয়লা বউ
১৪। আলাদা আলাদা শব্দে লিঙ্গান্তর
* বাবা ⇨ মা
* ছেলে ⇨ মেয়ে
* কর্তা ⇨ গিন্নী
* জামাই ⇨ মেয়ে
* দুলহা ⇨ দুলাইন/ দুলহিন
* বাদশা ⇨ বেগম
* কুলি ⇨ কামিন (নারী শ্রমিক)
* ভাই ⇨ বোন
* সাহেব ⇨ বিবি
* বর ⇨ কনে
* তাঐ ⇨ মাঐ
* বেয়াই ⇨ বেয়াইন
* শুক (টিয়া পাখি) ⇨ সারী
* খানসামা ⇨ আয়া
১৫। তৎসম পুরুষবাচক শব্দের পরে সংস্কৃত আ-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
ক) সাধারণ অর্থে লিঙ্গান্তর
* মৃত ⇨ মৃতা
* মাননীয় ⇨ মাননীয়া
* প্রিয় ⇨ প্রিয়া
* নবীন ⇨ নবীনা
* বিবাহিত ⇨ বিবাহিতা
* বৃদ্ধ ⇨ বৃদ্ধা
* প্রথম ⇨ প্রথমা
* কনিষ্ঠ ⇨ কনিষ্ঠা
* চতুর ⇨ চতুরা
* মলিন ⇨ মলিনা
* চপল ⇨ চপলা
খ) জাতি বা শ্রেনিবাচক অর্থে লিঙ্গান্তর
* অজ ⇨ অজা
* শিষ্য ⇨ শিষ্যা
* শ্রদ্র ⇨ শ্রদ্রা
* ক্ষত্রিয় ⇨ ক্ষত্রিয়া
১৬। তৎসম পুরুষবাচক শব্দের পরে সংস্কৃত ঈ-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
ক) সাধারণ অর্থে লিঙ্গান্তর
* নিশাচর ⇨ নিশাচরী
* রজক ⇨ রজকী
* সুন্দর ⇨ সুন্দরী
* চতুর্দশ ⇨ চতুর্দশী
* ভয়ংকর ⇨ ভয়ংকরী
* ষোড়শা ⇨ ষোড়শী
* কিশোর ⇨ কিশোরী
খ) জাতি বা শ্রেণিবাচক অর্থে লিঙ্গান্তর
* সিংহ ⇨ সিংহী
* বৈষ্ণব ⇨ বৈষ্ণবী
* ব্রাহ্মণ ⇨ ব্রাহ্মণী
* কুমার ⇨ কুমারী
* মানব ⇨ মানবী
* ময়ূর ⇨ ময়ূরী
* মনুষ্য ⇨ মনুষী
* জরত ⇨ জরতী
* সৎ ⇨ সতী
* মহৎ ⇨ মহতী
১৭। তৎসম পুরুষবাচক শব্দের পরে সংস্কৃত ইকা-প্রত্যয়যোগে লিঙ্গান্তর
ক) তৎসম পুরুষবাচক শব্দের শেষে অক থাকলে স্ত্রীবাচক শবৃদে ইকা হবে
* বালক ⇨ বালিকা
* সেবক ⇨ সেবিকা
* গায়ক ⇨ গায়িকা
* নায়ক ⇨ নায়িকা
* অধ্যাপক ⇨ অধ্যাপিকা
ব্যতিক্রমঃ
* গণক ⇨ গণকী
* নর্তক ⇨ নর্তকী
* চাতক ⇨ চাতকী
* রজক ⇨ রজকী/ রজকিনী
খ) ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয়যোগে লিঙ্গান্তর
* নাটক ⇨ নাটিকা
* পুস্তক ⇨ পুস্তিকা
* গীত ⇨ গীতিকা
* মালা ⇨ মালিকা
* একাঙ্ক ⇨ একাঙ্কিকা
* ঘট ⇨ ঘটিকা
১৮। যেসব পুরুষবাচক শব্দের একাধিক স্ত্রীবাচক শব্দ পাওয়া যায় এরূপ শব্দের লিঙ্গান্তর
* অভাগা ⇨ অভাগী/অভাগিনী
* মৃগনয়ন ⇨ মৃগনয়নী/ মৃগনয়না
* দুলহা ⇨ দুলাইন/ দুলহিন
* চনৃদ্রমুখ ⇨ চন্দ্রমুখী/চন্দ্রমুখা
* মাতঙ্গ ⇨ মাতঙ্গী/ মাতঙ্গিনী
* কৃশোদর ⇨ কৃশোদরী/ কৃশোদরা
* চন্দ্রবদন ⇨ চন্দ্রবদনী/ চন্দ্রবদনা
* সুকেশ ⇨ সুকেশা/ সুকেশী
* শ্বশুর ⇨ স্বশ্রু/ শাশুড়ি
* রজক ⇨ রজকী/ রজকিনী
* সুনয়ন ⇨ সুনয়নী/ সুনয়না
* সিংহ ⇨ সিংহী/ সংহিনী
* নন্দাই ⇨ ননদিনী/ ননদী
* সুকণ্ঠ ⇨ সুকণ্ঠী/ সুকণ্ঠা
* গোপ ⇨ গোপী/ গোপিনী
* বিহঙ্গ ⇨ বিহঙ্গী/ বিহঙ্গিনী
* ঠাকুর ⇨ ঠাকরুন/ ঠাকুরীনী/ ঠাকুরাইন
* হেমাঙ্গ ⇨ হেমাঙ্গী/ হেমাঙ্গা/ হেমাঙ্গিনী
১৯। একই পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ পাওয়া যায়া এমন শব্দের লিঙ্গান্তর
* আচার্য ⇨ আচার্যা (আচার্যার কর্মে নিয়োজিত)
* আচার্য ⇨ আচার্যানী ( আচার্যের স্ত্রী)
* শূদ্র ⇨ শূদ্রা (শূদ্র জাতীয় স্ত্রীলোক)
* শূদ্র ⇨ শূদ্রাণী (শূদ্রের স্ত্রী)
* ঘোষ ⇨ ঘোষজা (কন্যা)
* ঘোষ ⇨ ঘোষজায়া (স্ত্রী)
* বর ⇨ বধূ/বউ (বিবাহিত)
* বর ⇨ কনে (অবিবাহিত)
* দেবর ⇨ ননদ (দেবরের বোন)
* দেবর ⇨ জা (দেবরের স্ত্রী)
* বন্ধু ⇨ বান্ধবী (মেয়ে বন্ধু)
* বন্ধু ⇨ বন্ধুপত্নী ( বন্ধুর স্ত্রী)
* ভাই ⇨ বোন
* ভাই ⇨ ভাবি (ভাইয়ের স্ত্রী)
২০। অবজ্ঞা প্রকাশে লিঙ্গান্তর
* ডাক্তার ⇨ ডাক্তারনী
* কুহক ⇨ কুহকিনী
* মালী ⇨ মালিনী
* মায়াবী ⇨ মায়াবিনী
* মাস্টার ⇨ মাস্টারনী
* যোগী ⇨ যোগিনী
২১। বৃহদার্থে লিঙ্গান্তর
* অরণ্য ⇨ অরণ্যানী (বৃহৎ অরণ্য)
* হিম ⇨ হিমানী (জমানো বরফ)
* বন ⇨ বনানী (বৃহৎ বন)
২২। সম্বোধনবাচক শব্দের লিঙ্গান্তর
* কল্যাণীয়েষু ⇨ কল্যাণীয়াসু
* শ্রদ্ধাস্পদেসু ⇨ শ্রদ্ধাস্পদাসু
* কল্যাণীবরেষু ⇨ কল্যাণীবরাসু
২৩। "তা" যুক্ত পুরুষবাচক শব্দের শেষে ত্রী যোগে লিঙ্গান্তর
* কর্তা ⇨ কর্ত্রী
* শ্রোতা ⇨ শ্রোত্রী
* নেতা ⇨ নেত্রী
২৪। অন্যান্য আরো কিছু শব্দের লিঙ্গান্তর
* সৎ ⇨ সতী
* মহৎ ⇨ মহতী
* গুণবান ⇨ গুণবতী
* বুদ্ধিমান ⇨ বুদ্ধিমতি
* বীর ⇨ বীরাঙ্গনা
* শূর্পনখ ⇨ শূর্পনখা
২৫। কিছু বিদেশি শব্দের লিঙ্গান্তর
* মুহতারিম ⇨ মুহতারিমা
* খান ⇨ খানম
* মালেক ⇨ মালেকা
* সুলতান ⇨ সুলতানা
* মরদ = জেনানা
* সাহেব ⇨ বিবি/ মেম
Comments