বিশ্বের আলোচিত উপজাতি

উইঘুর উপজাতি
⇨ চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়

হুই (Hui) উপজাতি
⇨ চীনের বৃহত্তম মুসলিম সম্প্রদায়
শেরপা উপজাতি ⇨ নেপাল ও তিব্বত অঞ্চলের হিমালয়ের পাদদেশে বসবাসকারী আদিবাসী

টোডা উপজাতি 
⇨ দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যের নীলগিরি পর্বত অঞ্চলের আদিবাসী।
⇨ টোডা সমাজে বহুস্বামী ভিত্তিক পরিবার দেখা যায়।

নাগা উপজাতি
⇨ ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি উপজাতি

বেদে উপজাতি
⇨ ভারতীয় উপমহাদেশের যাযাবর জাতি বিশেষ।
⇨ বেদের আদি নাম মনতং

আফ্রিদি উপজাতি
⇨ পাকিস্তানের খাইবার-পখতুনরখোয়া প্রদেশের একটি ইপজাতি।

বেদুঈন
⇨ আরবের যাযাবর জনগোষ্ঠী

তাতার উপজাতি
⇨ সাইবেরিয়া (রাশিয়া), ইউক্রেন, উজবেকিস্তানের অঞ্চলের মুসলিম সম্প্রদায়

এস্কিমো উপজাতি
⇨ সাইবেরিয়া, আলাস্কা, কানাডা, গ্রীনল্যান্ড অঞ্চলের আদিবাসী।
⇨ এস্কিমোরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম স্লেজ (Sledge)।
⇨ স্লেজ গাড়ি চালাতে Siberian Husky বা Alaskan malamute কুকুর ব্যবহৃত।

মুর উপজাতি
⇨ উত্তর আফ্রিকায় বসবাসরত মুসলিম আরব জনগোষ্ঠী

হুটু ও টুটসি উপজাতি
⇨ রুয়ান্ডার দুটি প্রধান উপজাতি

পিগমি উপজাতি
⇨ পৃথিবীর সবচেয়ে খর্বকায় নৃগোষ্ঠী।
⇨ মধ্য আফ্রিকা (গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, বুরুন্ডি প্রভৃতি) এর উপজাতি।

জুলু উপজাতি
⇨ দক্ষিণ আফ্রিকার বান্টুভাষী জনগোষ্ঠী

মাওরী উপজাতি
⇨ নিউজিল্যান্ডের উপজাতি

Comments