বাক্য শুদ্ধিকরণ
১। অর্থ-সামঞ্জস্যহীন পদের ব্যবহারজনিত অশুদ্ধ বাক্যের শুদ্ধিকরণ
অশুদ্ধ বাক্য ⇨ শুদ্ধ বাক্য* ইক্ষুর চারা বপন করা হইল ⇨ ইক্ষুর চারা রপন করা হইল।
* গোময় জ্বালানী কাষ্ঠরূপে ব্যবহার হয় ⇨ গোময় জ্বালানীরূপে ব্যবহার হয়।
* তাহার সাঙ্ঘাতিক আনন্দ হইল ⇨ তাহার প্রচুর আনন্দ হইল।
* হস্তীটি অপরিসীম স্থুলাকায় ⇨ হস্তীটি অত্যন্ত স্থুলাকায়।
* বঙ্কিমের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর ⇨ বঙ্কিমের প্রতিভা ছিল অতি অসাধারণ।
* ছেলেটি ভয়ানক মেধাবী ⇨ ছেলেটি অত্যন্ত মেধাবী
* গণিতখুব কঠিন ⇨ গণিত খুব জটিল
* এই সভার ছাত্রগণ কর্তব্য নিরাকরণ করিবে। ⇨ এই সভার ছাত্রগণ কর্তব্য নির্ধারণ করিবে।
* অধ্যাপনই ছাত্রদের তপস্য ⇨ অধ্যয়নই ছাত্রদের তপস্য
* আমরা উন্নতির পথে কুঠারাঘাত করিতেছি ⇨ আমরা উন্নতির মূলে কুঠারাঘাত করিতেছি।
২। অর্থ-সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহারজনিত অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ
* শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। ⇨ শুধু গায়ের জোরে কাজ হয় না।
* তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ। ⇨ তাহার বৈমাত্রেয় ভাই/ ভ্রাতা অসুস্থ।
* আপনি আগত কল্য আসিবেন। ⇨ আপনি আগামী কল্য আসিবেন।
* তাহার হৃর্দি কমলে জ্ঞানের বীজ উপ্ত হইল। ⇨ তাহার হৃদয় ক্ষেত্রে জ্ঞানের বীজ উপ্ত হইল।
* তাহার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন। ⇨ তাহার অন্তর অজ্ঞান সমুদ্রে নিমজ্জিত/ তাহার অন্তর অজ্ঞান-তমসাচ্ছন্ন।
* কথাটা তিনি কুম্ভীরাশ্রু বিসর্জন করিলেন। ⇨ কথাটা তিনি কপটাশ্রু বিসর্জন করিলেন।/ কথাটা শুনিয়া তিনি মায়া-কন্না জুড়িয়া দিলেন।
* ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল। ⇨ ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
* কথাটা আমার স্মৃতিপটে জাগরূক আছে। ⇨, কথাটা আমার স্মৃতিপটে অঙ্কিত আছে।
* গঙ্গায় তরঙ্গের ঢেউ প্রবাহিত হইতেছে। ⇨ গঙ্গায় তরঙ্গের হিল্লোল খেলিতেছে।
৩। বিশেষ্যের বিশেষণ-রূপে ব্যবহারজনিত অশুদ্ধ বাক্যের শুদ্ধিকরণ
* আমি আপমান হয়েছি। ⇨ আমি অপমানিত হয়েছি
* আমি তোমার আগমন-সংবাদে সন্তোষে হইয়াছি ⇨ আমি তোমার আগমন-সংবাদে সন্তুষ্ট হইয়াছি।
* সে আরোগ্য হয়েছে ⇨ ডে আরোগ্য লাভ করেছে।
* দেবী অন্তর্ধান হইবেন। ⇨ দেবী ষন্তর্হিত হইবেন।
* জ্বর হ্রাস হইয়াছে। ⇨ জ্বরের হ্রাস হইয়াছে।
* আমার কথাই প্রমাণ হলো। ⇨ আমার কথাই প্রমাণিত হলো।
* এ কথা প্রমাণ হয়েছে। ⇨ এ কথা প্রমাণিত হয়েছে।
* রহীন সঙ্কট অবস্থায় পড়িয়াছে ⇨ রহীন সঙ্কটজনক অবস্থায় পড়িয়াছে।
* তার এখন সঙ্কট অবস্থা ⇨ তার এখন সঙ্কটাপন্ন অবস্থা
* তাহার জীবন সংশয়পূর্ণ ⇨ তাহার জূবন সংশয়াপন্ন
* তিনি এখন মৌনী আছেন। ⇨ তিনি এখন মৌন আছেন।
* গৌরব লোপ হইয়াছে। ⇨ গৌরব লোপ পাইয়াছে।
৪। বিশেষণের বিশেষ্যের ন্যায় ব্যবহারজনিত অশুদ্ধ্য বাক্য শুদ্ধিকরণ
* ইহার আবশ্যক নাই। ⇨ ইহার আবশ্যকতা নাই।
* ইদানিং সাবকাশ নাই ⇨ ইদানিং অবকাশ নাই।
* আমি সাক্ষী দিয়েছি। ⇨ আমি সাক্ষ্য দিয়েছি।
* তদ্দৃষ্টে লিখিত হইল। ⇨ তদ্দর্শনে লিখিত হইল।
৫। বচনঘটিত অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ (বাহুল্য দোষ)
* সকল শিক্ষকগণ আজ উপস্থিত ⇨ সকল শিক্ষক আজ উপস্থিত।
* প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ⇨ প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
* সকল আলেমগণ আজ উপস্থিত ⇨ সকল আলেম আজ উপস্থিত/ আলেমগণ আজ উপস্থিত।
* সব ছাত্ররা আজ উপস্থিত। ⇨ সব চাত্র আজ উপস্থিত/ ছাত্ররা আজ উপস্থিত।
* নীরোগ লোকেরা যথার্থ সুখী। ⇨ নীরোগ লোক যথার্থ সুখী।
* সকল মানুষেরাই মরণশীল। ⇨ মানুষ মরণশীল।
* সদাসর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়। ⇨ সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়।
* সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত। ⇨ সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত।
* অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। ⇨ অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।
* সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। ⇨ সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।
* চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে। ⇨ চোরটি মালসুদ্ধ ধরা পড়েছে।
* সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে। ⇨ সমুদয় পক্ষীই নীড় বাঁধে।
৬। লিঙ্গঘটিত অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ
* মেয়েটি পাগলি হয়ে গেছে। ⇨ মেয়েটি পাগল হয়ে গেছে।
* রহিমা পাগলি হয়ে গেছে। ⇨ রহিমা পাগল হয়ে গেছে।
* আসমা ভয়ে অস্থিরা ⇨ আসমা ভয়ে অস্থির।
* আজকালকার মেয়েরা যেমন মুখরা, তেমনি বিদ্বান। ⇨ আজকালকার মেয়েরা যেমন মুখরা, তেমনি বিদুষী।
* রাজা পাপিষ্ঠ রানীকে শাস্তি দিলেন। ⇨ রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন।
* সে এমন রূপসী যেন অপ্সরা। ⇨ সে এমন রূপবতী যেন অপ্সরা
৭। অন্বয়ঘটিত অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ
* অদ্য সভায় মহতী অধিবেশন হইবে। ⇨ অদ্য মহতী সভার অধিবোশন হইবে।
* সহসা আগুন লাগায় ও খেলা পণ্ড হইল ⇨ সহসা আগুন লাগিল ও খেলা পণ্ড হইল।
*এই স্কুলে যে-কয়জন শিক্ষক আছেন, তাঁহার মধ্যে জলিলই শ্রেষ্ঠ। ⇨ এই স্কুলে যে-কয়জন শিক্ষক আছেন, তাঁহার মধ্যে জলিল সাহেবই শ্রেষ্ঠ।
৮। কি ও কী সমস্যাজনিত অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ
(প্রশ্নবোধক বাক্যে কি এবং বিস্ময়সূচক বাক্যে কী হবে।)
* তুমি কী আজ যাবে? ⇨ তুমি কি আজ যাবে?
* তুমি কী ঢাকা যাবে? ⇨ তুমি কি ঢাকা যাবে?
* কি ভয়ানক বিপদ! ⇨ কী ভয়ানক বিপদ!
৯। গুরুত্বপূর্ণ কিছু অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ
* আমি সন্তোষ হলাম ⇨ আমি সন্তুষ্ট হলাম
* দুর্বলবশতঃ আনাথিনী বসে পড়ল। ⇨ দুর্বলতাবশত অনাধা বসে পড়ল।
* আপনি স্বপরিবারে আমন্ত্রিত ⇨ আপনি সপরিবারে আমন্ত্রিত।
* আমি কায়োমনো বাক্যে প্রার্থনা করি। ⇨ আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি।
* সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে ⇨ সন্ধ্যায় সবাই বাড়ি ফিরছে।
* সবধান
Comments