বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা
মেসোপটেমিয়া সভ্যতা
সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় ⇨ মেসোপটেমিয়ায়
সুমেরীয় সভ্যতা
চাকা আবিষ্কৃত হয় ⇨ সুমেরীয় সভ্যতায়
ব্যবিলনীয় সভ্যতা
পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ⇨ ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষ এ
ব্যবিলনীয় সভ্যতার স্থপতি ⇨ বিখ্যাত আমোরাইট নেতা হাম্বুরাবি
অ্যাসেরীয় সভ্যতা
⇨ বৃত্তকে ৩৬০° তে ভাগ করে
⇨ পৃথিবীকে সর্বপ্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করে
ক্যালডীয় সভ্যতা
ক্যালডীয় সভ্যতার সম্রাট ⇨ সম্রাট নেবুচাঁদ নেজার
ব্যবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করে ⇨ সম্রাট নেবুচাঁদ নেজার
সাপ্তাহকে ৭ দিনে ভাগ করে ক্যালডীয়রা
প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করে ক্যালডীয়রা
Comments