প্রায় সমোচ্চারিত শব্দ
(মূল শব্দ ⇨ অর্থ)
অংশ ⇨ ভাগ
অংস ⇨ কাঁধ/স্কন্ধ
অসুর ⇨ দৈত্য/দানব
অশূর ⇨ যে বীর নয়
অন্ত ⇨ মৃত্যু
অন্ত্য ⇨ শেষ
অনুসৃতি ⇨ অনুসরণ
অনুস্মৃতি ⇨ স্মৃতিচারণ
অন্নপুষ্ট ⇨ খাদ্যপুষ্ট
অন্যপুষ্ট ⇨ কোকিল
অবদান ⇨ মহৎ কার্য
অবধান ⇨ মনোনিবেশ
অকিঞ্চন ⇨ নিঃস্ব
আকিঞ্চন ⇨ আকাঙ্ক্ষা
আষার ⇨ মাসের নাম
আসার ⇨ প্রবল বর্ষণ
আহুতি ⇨ যজ্ঞের আগুনের ঘি
আহূতি ⇨ আহবান
উৎপত ⇨ পাখি
উৎপথ ⇨ কুপথ
কুল ⇨ বংশ
কূল ⇨ নদীর তীর
কবরী ⇨ খোঁপা
করবী ⇨ ফুল বিশেষ
কাদম্বরী ⇨ দেবী স্বরস্বতী
কাদম্বিনী ⇨ মেঘমালা
খদ্দর ⇨ কাপড় বিশেষ
খদ্দের ⇨ ক্রেতা
চির ⇨ চিরকাল
চীর ⇨ ছিন্নবস্ত্র
তির ⇨ বাণ/শর
তীর ⇨ কূল/পাড়
দিন ⇨ দিবস
দীন ⇨ দরিদ্র
ধনি ⇨ সুন্দরী স্ত্রী
ধনী ⇨ ধনবান
নিদান ⇨ শেষ
নিধান ⇨ আধার
পাণি ⇨ হাত
পানি ⇨ জল
পরিচর্চা ⇨ আলোচনা
পরিচর্যা ⇨ সেবা
ফিক ⇨ মৃদু হাসি
ফীক ⇨ কোকিল
বিবৃতি ⇨ বিস্তৃতি
বিবৃত্তি ⇨ বিবর্তন
ভাসন ⇨ উজ্জ্বলতা
ভাষণ ⇨ উক্তি
মুখ ⇨ বদন
মূক ⇨ বাক্যহীন/বধির
শুক ⇨ টিয়াপাখি
শূক ⇨ শস্যের সূক্ষ্ম রোঁয়া
অভি ⇨ সম্মুখ/সমীপে
অভী ⇨ ভয়হীন
অসার ⇨ বাজে
অসাড় ⇨ সাড়হীন
অন্য ⇨ অপর
অন্ন ⇨ ভাত
অর্ঘ ⇨ মূল্য
অর্ঘ্য ⇨ পূজার উপকরণ
অনিল ⇨ বাতাস
অনীল ⇨ যা নীল নয়
অরতি ⇨ বিরক্তি
অরাতি ⇨ শত্রু
আধি ⇨ দুশ্চিন্তা
আঁধি ⇨ ঝড়ো হাওয়া
আপন ⇨ নিজ
আপণ ⇨ দোকান
ঈশ ⇨ ঈশ্বর/ প্রভু
ঈষ ⇨ লাঙলের দণ্ড
ঋতি ⇨ পথ/গতি
রীতি ⇨ প্রথা
কুঁড়ি ⇨ মুকুল
কুড়ি ⇨ বিশ (সংখ্যা)
কপোত ⇨ পায়রা
খপোত ⇨ আকাশযান
কু ⇨ পৃথিবী
ক্যু ⇨ সামরিক অভ্যুত্থান
গণ্ডি ⇨ চৌহদ্দি
গণ্ডী ⇨ ধনুক
চূত ⇨ আম
চ্যূত ⇨ ভ্রষ্ট
তপসি ⇨ ছোট মাছ
তপস্বী ⇨ সাধু
দীপ ⇨ প্রদীপ
দ্বীপ ⇨ জলবেষ্টিত স্থান
দ্বিপ ⇨ হাতী
ধারি ⇨ সরু বারান্দা
ধারী ⇨ ধারালো
নিবার ⇨ নিষেধ
নীবার ⇨ ধান বিশেষ
প্রভাতি ⇨ প্রভাতের গান
প্রভাতী ⇨ প্রভাতকালীন
পরিচ্ছদ ⇨ পোশাক
পরিচ্ছেদ ⇨ অংশ/ভাগ
বলি ⇨ উপহার
বলী ⇨ বলবান
বেদ ⇨ গ্রন্থ বিশেষ
বেধ ⇨ বিবর্তন
ভুঞ্জন ⇨ ভোগ করা
ভঞ্জন ⇨ নিবারণ
রুক্স ⇨ স্বর্ণ
রুক্ষ ⇨ কর্কশ
শিকড় ⇨ মূল
শীকর ⇨ জলকণা
শিখর ⇨ শীর্ষস্থান
অটনি ⇨ ধনুকের অগ্রভাগ
অটবি ⇨ অরণ্য
অনিষ্ট ⇨ অপকার
অনিষ্ঠ ⇨ দৃঢ়তাহীন
অণু ⇨ ক্ষুদ্রতম অংশ
অনু ⇨ পশ্চাৎ
অনুপ ⇨ উপমাহীন
অনূপ ⇨ জলা/বিল
অনুবাত ⇨ বায়ুর অনুকূল
অনুবাদ ⇨ ভাষান্তর
অলিক ⇨ কপাল
অলীক ⇨ মিথ্যা
আশি ⇨ ৮০ সংখ্যা
আশী ⇨ সাপের দাঁত
আসক্তি ⇨ অনুরাগ
আসত্তি ⇨ নৈকট্য
উদ্যত ⇨ উৎসুক
উদ্ধত ⇨ ধৃষ্ট
এণ ⇨ হরিণ
এন ⇨ দোষ
কন্দল ⇨ অঙ্কুর
কন্দাল ⇨ মিষ্টি আলু
কৃত ⇨ যা করা হয়েছে (কাজ)
ক্রীত ⇨ যা ক্রয় করা হয়েছে
কীর্তি ⇨ যশ
কৃতী ⇨ কীর্তিমান
কৃত্তি ⇨ বাঘের চামড়া
তত্ত্ব ⇨ মূলকথা
তথ্য ⇨ সঠিক সংবাদ
ধরা ⇨ পৃথিবী
ধড়া ⇨ কটিবাস
নন্দি ⇨ আনন্দ
নন্দী ⇨ বটগাছ
নিরাশ ⇨ হতাশ
নিরাস ⇨ দূরীকরণ
নিশিত ⇨ ধারালো
নিশীথ ⇨ মধ্যরাত্রী
প্রসাদ ⇨ অনুগ্রহ
প্রাসাদ ⇨ অট্টালিকা
পূর্বাহ্ন ⇨ পূর্বদিন
পূর্বাহ্ণ ⇨ দিনের পূর্বভাগ
বাণ ⇨ শর/তির
বান ⇨ বন্যা
বিষ ⇨ হলাহল
বিস ⇨ মৃণাল
মন ⇨ অন্তঃকরণ
মণ ⇨ চল্লিশ সের
লক্ষ ⇨ শত সহস্র
লক্ষ্য ⇨ উদ্দেশ্য
শিখণ্ডিক ⇨ মোরগ
শিখণ্ডী ⇨ ময়ূর
অবদ্য ⇨ নিন্দনীয়
অবধ্য ⇨ বধের অযোগ্য
অশ্ব ⇨ ঘোড়া
অশ্ম ⇨ পাথর
অর্তি ⇨ পীড়া
অর্থী ⇨ উচ্ছুক
অশীতি ⇨ আশি/৮০
অসিত ⇨ কৃষ্ণবর্ণ
অশন ⇨ ভোজন
অসন ⇨ ত্যাগকরণ
অশীলতা ⇨ অভদ্রতা
অসিলতা ⇨ তরবারি
আবির ⇨ রং
আভীর ⇨ গোয়ালা
আভাস ⇨ ইঙ্গিত
আভাষ ⇨ ভূমিকা
উপাদান ⇨ উপকরণ
উপাধান ⇨ বালিশ
কৃতি ⇨ কর্ম
কৃতী ⇨ কীর্তিমান
কীর্তিবাস ⇨ যশস্বী
কৃত্তিবাস ⇨ শিব, মহাদেব
কমল ⇨ পদ্ম
কোমল ⇨ নরম
কুট ⇨ দুর্গ, পর্বত
কূট ⇨ জটিল/বক্র
ত্বরিত ⇨ দ্রুত
তড়িৎ ⇨ বিদ্যুৎ
নীর ⇨ পানি
নীড় ⇨ পাখির বাসা
নাড়ী ⇨ শিরা
নারি ⇨ পারি না
নিরস্ত্র ⇨ অস্ত্রহীন
নিরস্ত ⇨ ক্ষান্ত
পরভৃত ⇨ কোকিল
পরভৃৎ ⇨ কাক
পারি ⇨ সমর্থ/সক্ষম
পাড়ি ⇨ পারাপার
প্রবুদ্ধ ⇨ জাগরিত
প্রবৃদ্ধ ⇨ অতিশয় বৃদ্ধ
বাণী ⇨ কথা
বানি ⇨ গয়না তৈরির মজুরি
ভূ ⇨ পৃথিবী
ভূধর ⇨ পর্বত
শম ⇨ শান্তি
সম ⇨ তুল্য
শর ⇨ তির
সর ⇨ দুধের উপরিভাগ
শুক্তি ⇨ ঝিনুক
সূক্তি ⇨ সৎকথা
শমন ⇨ যম
সমন ⇨ আদালতের ডাক
শয্যা ⇨ বিছানা
শশা ⇨ ফল
শব ⇨ মৃতদেহ
সব ⇨ সমস্ত
শূর ⇨ বীর
সূর ⇨ সূর্য
শুচি ⇨ পবিত্র
সূচি ⇨ ছূঁচ
শঠ ⇨ প্রবঞ্চক
ষট ⇨ ছয়
হর্ম ⇨ হাই তোলা
হর্ম্য ⇨ দালান
স্তম্ভ ⇨ খুঁটি
স্তম্ব ⇨ কাণ্ডশূন্য বৃক্ষ
সজ্জা ⇨ হিংসা
শয্যা ⇨ বিছানা
শশা ⇨ ফল
স্বসা ⇨ বোন
সারদা ⇨ সরস্বতী
শারদা ⇨ দূর্গা
শান্ত ⇨ ধীর
সান্ত ⇨ সসীম
শপ্ত ⇨ অভিশপ্ত
সপ্ত ⇨ সাত
শম্বর ⇨ হরিণ
সম্বর ⇨ সংবরণ
হৃদ ⇨ মন
হ্রদ ⇨ জলাশয়
সকল ⇨ সমস্ত
শকল ⇨ মাছের আঁশ
শবল ⇨ নানাবর্ণ যুক্ত
সবল ⇨ বলবান
সর্গ ⇨ কাব্যের অধ্যায়
স্বর্গ ⇨ সুরলোক/জান্নাত/বেহেশত
সামি ⇨ অর্ধেক
স্বামী ⇨ প্রভু
শমীর ⇨ বৃক্ষবিশেষ
সমীর ⇨ বাতাস
শরণ ⇨ আশ্রয়
স্মরণ ⇨ স্মৃতি
সত্ত্ব ⇨ গুণবিশেষ
স্বত্ব ⇨ অধিকার
মেনকা ⇨ স্বর্গের অপ্সরা
মেখলা ⇨ অলংকার
সাক্ষর ⇨ অক্ষরজ্ঞানসম্পন্ন/অল্পশিক্ষিত
স্বাক্ষর ⇨ সই/দস্তখত
Comments