বিশ্বের গুরুত্বপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জ
এলবা দ্বীপ
অবস্থান ⇨ ভূমধ্যসাগর
কোর্সিকা দ্বীপ
অবস্থান ⇨ ভূমধ্যসাগর
সারদানিয়া দ্বীপ
অবস্থান ⇨ ভূমধ্যসাগর
সিসিলি দ্বীপ
অবস্থান ⇨ ভূমধ্যসাগর
ক্রিট দ্বীপ
অবস্থান ⇨ ভূমধ্যসাগর
সেন্ট হেলেনা দ্বীপ
অবস্থান ⇨ দক্ষিণ আটলান্টিক মহাসাগর
১৮১৫ সালে নেপোলিয়ানকে এই দ্বীপে নির্বাসন দেয়া হয়।
১৮২১ সালে নেপোলিয়ান এই দ্বীপে মারা যান
রোবেন দ্বীপ
অবস্থান ⇨ দক্ষিণ আটলান্টিক মহাসাগর
নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছর (১৯৬৩-৯০) এই দ্বীপে নির্বাসিত ছিলেন
লাক্ষ্মা দ্বীপ
অবস্থান ⇨ আরব সাগর
দিল্লী নিয়ন্ত্রিত একটি বিশেষ অঞ্চল
মান্নার দ্বীপ
অবস্থান ⇨ মান্নার সাগর
জাফনা দ্বীপ
অবস্থান ⇨ শ্রীলঙ্কা
আন্দামান দ্বীপ
অবস্থান ⇨ বঙ্গোপসাগর
রাজধানী ⇨ পোর্ট ব্লেয়ার
নিকোবর দ্বীপ
অবস্থান ⇨ বঙ্গোপসাগর
সুমাত্রা দ্বীপ
অবস্থান⇨ ভারত মহাসাগরে অবস্থিত ইন্দোনেশিয়ার অংশ
আয়তন⇨ ৪,২৭,৩০০ বর্গকিলোমিটার
জাভা দ্বীপ
অবস্থান ⇨ ইন্দোনেশিয়া
বালি দ্বীপ
অবস্থান ⇨ ইন্দোনেশিয়া
বর্নিও দ্বীপ
অবস্থান ⇨ ইন্দোনেশিয়া
হনসু দ্বীপ
অবস্থান ⇨ জাপান
ওসাকা দ্বীপ
অবস্থান ⇨ জাপান
ইয়োকোহামা দ্বীপ
অবস্থান⇨ জাপান
আয়তন⇨ ৪৩৭ বর্গকিলোমিটার
গালাপাগোস দ্বীপপুঞ্জ
অবস্থান ⇨প্রশান্ত মহাসাগর
চার্লস ডারউইন এই দ্বীপে গবেষণা করেছেন
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
অবস্থান ⇨ দক্ষিণ আটলান্টিক মহাসাগর
রাজধানী ⇨ পোর্ট স্ট্যানলি
১৯৮২ সালে এই দ্বী নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে আর্জেন্টিনা জয় লাভ করে
Comments