NAM ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক
NAM ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক
বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনে শরীক হয় ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর আলজিয়ার্সে অনুষ্ঠিত ৪র্থ শীর্ষ সম্মেলনে।
বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলন NAM এর সদস্যপদ লাভ করে ⇨ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর। এস্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাতের পর কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেন, " আমি হিমালয় দেখেনি। তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমান। এভাবে আামি হিমালয় দেখার অভিজ্ঞতায় লাভ করলাম।"
জোট নিরপেক্ষতা
জোট নিরপেক্ষতার অর্থ হচ্ছে কোনো সামরিক জোটের সদস্য বা পরাশক্তির আজ্ঞাবহ না হয়ে নিরপেক্ষ ও স্বাধীনভাবে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
জোট নিরপেক্ষতার অর্থ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন, নিরপেক্ষ ও যে-কোনো সামরিক জোটের বাইরে অবস্থান করা।
জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা
জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার অগ্রনায়কগণ
⇨ যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোশেফ ব্রজ টিটো
⇨ ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরু
⇨ মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের
⇨ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট শোয়েকার্নো
⇨ ঘানার প্রেসিডেন্ট নক্রুমা
⇨ বার্মার প্রেসিডেন্ট উ-নু
জোট নিরপেক্ষতার নীতিতে বিশ্বাসী রাষ্ট্রগুলোর প্রথম সম্মেলন অনুষ্ঠি হয় ⇨ ইন্দোনেশিয়ার বান্দুং শহরে ১৯৫৫ সালে
জোট নিরপেক্ষ আন্দোলনের ১ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ⇨ যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ১৯৬১ সালে
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ⇨ ২৫ টি দেশ
বর্তমান সদস্য সংখ্যা ⇨ ১২০ টি দেশ
NAM এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ⇨ প্রতি ৩ বছর পর পর
NAM এর বার্তা সংস্থা ⇨ NNN (NAM News Network)
জোট নিরপেক্ষ আনৃদোলনের লক্ষ্যসমূহ
⇨ সামরিক জোটের বাইরে থাকা
⇨ কোনো পরাশক্তির দল বা শিবিরভুক্ত না হওয়া
⇨ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা
⇨ পরাশক্তির লেজুরবৃত্তি না করে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গড়ে তোলা
⇨ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে বিশ্বের নির্যাতিত জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে স্বীকৃতি ও সমর্থন প্রদান করা।
⇨ অনুন্নত, দরিদ্র, উন্নয়নশীল ও নিরপেক্ষ রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে সহযোগিতার বন্ধন সৃষ্টি এবং পরনিভরশীলতা হ্রাস করা
⇨ সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক উন্নয়ন এবং একে অপরের সমস্যা সমাধানে সহযোগিতা প্রদান করা
Comments