পদার্থবিজ্ঞান বিষয়ক সমস্ত উদাহরণ

পরিমাপ
* মৌলিক রাশিঃ দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাপ
* লব্ধ রাশিঃ বেগ, ত্বরণ, বল, কাজ

* স্কেলার রাশিঃ দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি, সময়, তাপমাত্রা
* ভেক্টর রাশিঃ সরণ, ওজন, বেগ, ভরবেগ, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা

* পরিমাপের যন্ত্রাদিঃ
⇨ মিটার স্কেল
⇨ ভার্নিয়ার স্কেল
⇨ লাইড ক্যালিপার্স
⇨ তুলা যন্ত্র
⇨ স্প্রিং নিক্তি



বলবিদ্যা
স্থিতিস্থাপক বস্তুঃ ইস্পাত, রাবার



কাজ, ক্ষমতা ও শক্তি
* বিভিন্ন প্রকার শক্তির উদাহরণঃ যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌর শক্তি

বিভব শক্তি বা স্থিতিশক্তির উদাহরণঃ ঘড়ি চালানোর সময় স্প্রিং এ স্থিতিশক্তি প্রদান করা হয়।



চৌম্বকবিদ্যা
* ফেরোচৌম্বক বা অয়শ্চৌম্বক পদার্থঃ  লোহা, লোহার যৌগ, লোহার সংকর ধাতু (ইস্পাত), নিকেল, কোবাল্ট

* প্যারাচৌম্বক পদার্থঃ ম্যাঙ্গানিজ, প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, বায়ু, অক্সিজেন, টিন

* ডায়াচৌম্বক বা তিরশ্চৌম্বক পদার্থঃ অ্যান্টিমনি, বিসমাথ, পারদ, সোনা, রূপা, তামা, পানি, অ্যালকোহল, হাইড্রোজেন

* অস্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত বস্তুঃ কাঁচা লোহা, নিকেল, লোহার সংকর ধাতু পারমালয় ( ৮০% নিকেল এবং ২০% লোহা)
* অস্থায়ী চুম্বক যেসব যন্ত্রে ব্যবহার করা হয় ⇨ মোটর, জেনারেটর, ট্রান্সফরমার

* স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত বস্তুঃ ইস্পাত, এলনিকো সংকর, ফেরাইট
* অস্থায়ী চুম্বক যেসব যন্ত্রে ব্যবহার করা হয় ⇨ টেপ রেকর্ডডার, কম্পিউটারের স্মৃতির ফিতা


শব্দ ও তরঙ্গ
শব্দের দ্রুতি যেসব নিয়ামকের উপর নির্ভরশীলঃ
⇨ তাপমাত্রা
⇨ আর্দ্রতা

তাপ ও তাপগতিবিদ্যা
কঠিন পদার্থের প্রসারণঃ দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ
তরল পদার্থের প্রসারণ ⇨ আয়তন প্রসারণ
বায়বীয় পদার্থের প্রসারণ ⇨ আয়তন প্রসারণ
তাপ পরিবাহক পদার্থ ⇨ তামা, মিকা (অভ্র)
বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ ⇨ মিকা (অভ্র)

তাপ ইঞ্জিন ⇨ বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন
যেসব যন্ত্রে পেট্রোল ইঞ্জিন ব্যবহৃত হয় ⇨ মোটরগাড়ি, লঞ্চ, এরোপ্লেন, সিএনজি চালিত গাড়ি

* রেফ্রিজারেটরে ব্যবহৃত হিমায়ক পদার্থ ⇨ ফ্রেয়ন, অ্যামোনিয়া


আলো
* আলোর প্রকৃতি নির্ণয়ের তত্ত্বসমূহঃ 
⇨ কণাতত্ত্ব
⇨ তরঙ্গ তরঙ্গ
⇨ তাড়িত চৌম্বক তত্ত্ব
⇨ কোয়ান্টাম তত্ত্ব

* তাড়িত চৌম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যসমূহঃ
⇨ গামা রশ্মি
⇨ রঞ্জন রশ্মি
⇨ অতিবেগুনি রশ্মি
⇨ দৃশ্যমান আলো
⇨ অবলোহিত রশ্মি
⇨ মাইক্রোওয়েভ
⇨ বেতার তরঙ্গ

* দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমূহঃ
⇨ বেগুনি
⇨ নীল
⇨ আসমানী
⇨ সবুজ
⇨ হলুদ
⇨ কমলা
⇨ লাল

* মৌলিক বর্ণঃ নীল (আসমানী) + সবুজ + লাল

* যৌগিক বর্ণঃ
⇨ বেগুনিঃ লাল + নীল
⇨ কমলাঃ লাল + হলুদ
⇨ সবুজঃ নীল + হলুদ

* পরিপূরক বর্ণঃ
⇨ লাল ও সবুজ
⇨ নীল ও হলুদ


তড়িৎ
বিদ্যুৎ পরিবাহী বস্তু ⇨ সকল ধাতু, মানবদেহ, আর্দ্র বায়ু, পানি, মাটি, গ্রাফাইট, রূপা

অন্তরক বা বিদ্যুৎ অপরিবাহক ⇨ অধাতু, প্লাস্টিক, কাঠ, কাচ, রাবার, চীনামাটি, রেশম, শুল্ক বাতাস

অর্ধপরিবাহী পদার্থ ⇨ সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, ইনডিয়াম, অ্যানটিমোনাইড

ইলেকট্রনিক্স
* P-টাইপ অর্ধপরিবাহক ⇨ অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম, ইনডিয়াম (মৌলের বহির্খোলকে ৩ টি যোজন ইলেক্ট্রন থাকে)

* n-টাইপ অর্ধপরিবাহী পদার্থ ⇨ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি (মৌলের বহির্খোলকে ৫ টি যোজন ইলেকট্রন থাকে)
আধুনিক পদার্থবিজ্ঞান
* তেজস্ক্রিয় মৌলসমূহ ⇨ রেডন (৮৬), রেডিয়াম (৮৮), থোরিয়াম (৯০), ইউরেনিয়াম (৯২), নেপচুনিয়াম (৯৩), প্লুটোনিয়াম (৯৪)

* তেজস্ক্রিয় আইসোটোপ বা রেডিও আইসোটোপঃ
⇨ কার্বন-১৪
⇨ আয়োডিন-১৩০
⇨ ইউরেনিয়াম-২৩৬

* নবায়নযোগ্য শক্তি ⇨ সৌরশক্তি, বায়োগ্যাস, বায়ুপ্রবাহ, পানি, সমুদ্রস্রোত, পানির জোয়ার-ভাটা, হাইড্রোজেন শক্তি
* অনবায়নযোগ্য শক্তি ⇨ গ্যাস, তেল, কয়লা, ইউরেনিয়াম

* জীবন্ত জীবাশ্মঃ
⇨ সিলাকান্ত নামক মাছ
⇨ রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী
⇨ প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী
⇨ ইকুইজিটাম নামক উদ্ভিদ
⇨ নিটাম নামক উদ্ভিদ
⇨ গিঙ্কগো বাইবোলা (উদ্ভিদ)

* খনিজ কয়লাঃ
⇨ পীট কয়লা
⇨ লিগনাইট
⇨ বিটুমিনাস
⇨ অ্যানথ্রাসাইট

* প্রাকৃতিক গ্যাসঃ
⇨ মিথেন
⇨ ইথেন
⇨ প্রোপেন
⇨ বিউটেন
⇨ ইথিলিন
⇨ নাইট্রোজেন
⇨ নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হাইড্রোকার্বন বাষ্প

* খনিজ তেলঃ পেট্রোল (গ্যাসোলিন), প্যারাফিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল তেল, লুব্রিকেটিং তেল, বিটুমিন

* বোসন কণা ⇨ গ্রাভিট্রন, ফোটন, ডব্লিউজেড,  গ্লুয়ন
*  ফার্মিয়ন কণা ⇨ ইলেকট্রন,,প্রোটন, নিউট্রন

Comments