বিভিন্ন কাব্যগ্রন্থের গুরুত্বপূর্ণ কবিতা
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'চুম্বন' কবিতাটি 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতাটি 'প্রভাতসঙ্গীত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাহু' কবিতাটি 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'চরণ' কবিতাটি 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'মোহ' কবিতাটি 'কড়ি ও কোমল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতাটি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'নিরুদ্দেশে যাত্রা' কবিতাটি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'হিং টিং ছট' কবিতাটি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'উর্বশী' কবিতাটি 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনদেবতা' কবিতাটি 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের '১৪০০ সাল' কবিতাটি 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' কবিতাটি 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুঃসময়' কবিতাটি 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্বর্গ হইতে বিদায়' কবিতাটি 'চিত্রা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'দেবতার গ্রাম' কবিতাটি 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন' কবিতাটি 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'গান্ধারীর আবেদন' কবিতাটি 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'পূজারিণী' কবিতাটি 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'ক্ষণিকা' কবিতাটি 'ক্ষণিকা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'অচেনা' কবিতাটি 'ক্ষণিকা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'উদাসীন' কবিতাটি 'ক্ষণিকা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'পথের শেষ' কবিতাটি 'খেয়া' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিদায়' কবিতাটি 'খেয়া' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'আগমন' কবিতাটি 'খেয়া' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'জাগরণ' কবিতাটি 'খেয়া' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষ খেয়া' কবিতাটি 'খেয়া' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'দীঘি' কবিতাটি 'খেয়া' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'সবুজের অভিযান' কবিতাটি 'বলাকা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'শা-জাহান' কবিতাটি 'বলাকা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছবি' কবিতাটি 'বলাকা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'শঙ্খ' কবিতাটি 'বলাকা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষ চিঠি' কবিতাটি 'পূরবী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'ক্যামেলিয়া' কবিতাটি 'পূরবী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'সাধারণ মেয়ে' কবিতাটি 'পূরবী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাঁশি' কবিতাটি 'পূরবী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'নিষ্ফল কামনা' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুরন্ত আশা' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'কুহুধ্বনী' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'মেঘদূত' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'অহল্যার প্রতি' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'আত্মসমর্পণ' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'তোমার সৃষ্টির পথ' কবিতাটি 'শেষ লেখা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুখের আাঁধার রাত্রি' কবিতাটি 'শেষ লেখা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'পূজারিণী' কবিতাটি 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'বেলাশেষে' কবিতাটি 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'পূবের হাওয়া' কবিতাটি 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'চোখের চাতক' কবিতাটি 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'অবেলার ডাক' কবিতাটি 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'অর্ঘ্য' কবিতাটি 'চিত্তনামা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'অকাল-সন্ধ্যা' কবিতাটি 'চিত্তনামা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'সান্ত্বনা' কবিতাটি 'চিত্তনামা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'রাজভিখারি' কবিতাটি 'চিত্তনামা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'ইন্দ্রপতন' কবিতাটি 'চিত্তনামা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'কাণ্ডারী হুশিয়ার' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতাটি 'সিন্ধু হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'চল্ চল্ চল্' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'প্রলয়োল্লাস' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'রক্তাম্বরধারিণী মা' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'আগমনী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'ধূমকেতু' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'কামালপাশা' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'আনোয়ার' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'রণভেরী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'সাত-ইল-আরব' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'খেয়াপারের তরণী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'কোরবানী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'মোহররম' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'ঈশ্বর' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'পাপ' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'চোর-ডাকাত' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'বারাঙ্গনা' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'মিথ্যাবাদী' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'রাজা-প্রজা' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'সাম্য' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'কুলিমজুর' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'সর্বহারা' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'কৃষাণের গান' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'শ্রমিকের গান' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'ধীবরের গান' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'ছাত্রদলের গান' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'কাণ্ডারী হুশিয়ার' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'ফরিয়াদ' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'আবার কৈফিয়ত' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'প্রার্থনা' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'গোকুল নাথ' কবিতাটি 'সর্বহারা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'জীবন-বন্দনা' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'ভোরের পাখি' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'কাল-বৈশাখী' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'জীবন' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'যৌবন' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'তরুণের গান' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'পূজারিণী' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'পূজারিণী' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'চল্ চল্ চল্' কবিতাটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'অনামিকা' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'বিদায় স্মরণে' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'পথের স্মৃতি' কবিতাটি 'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'বাসন্তি' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'ফাল্গুনী' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'বধু-বরণ' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'অভিযান' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'রাখিবন্ধন' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* কাজী নজরুল ইসলামের 'পূজারিণী' কবিতাটি 'সিন্দু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'নিমন্ত্রণ' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'রাখালের রাজগী' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'বামুন বাড়ির মেয়ে' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'পুরান পুকুর' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'পল্লী বর্ষা' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'ধানক্ষেত' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'চোধুরীদের রথ' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'কৃষাণী দুই মেয়ে' কবিতাটি 'ধানক্ষেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'রাখালী' কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'কবর' কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'মা' কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'পল্লী জননী' কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'পাহাড়িকা' কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জসীমউদ্দীনের 'কৃষাণ-দুলালি' কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতাটি 'সাঝের মায়া' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* সুফিয়া কামালের 'রূপসী বাংলা' কবিতাটি 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* সুধীন্দ্রনাথ দত্তের 'উটপাখি' কবিতাটি 'ত্রন্দসী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* অমিয় চক্রবর্তীর 'বাংলাদেশ' কবিতাটি 'অনিঃশেষ' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জীবনানন্দ দাশের 'মৃত্যুর আগে' কবিতাটি 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগ্রন্থের অন্তর্গত।
* জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতাটি 'বনলতা সেন' কাব্যগ্রন্থের অন্তর্গত।
Comments